রেওয়ারি (হরিয়ানা), 11 মার্চ: রেওয়ারি ধরুহেরা সড়কের মাসানি গ্রামের বাসস্ট্যান্ডের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় পুণ্যার্থীর। গুরুতর আহত আরও 6। আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনার খবর পেয়ে ধরুহেড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবার গভীর রাতে দুর্ঘটনায় মৃত্যু হয় একই আবাসনের 6 জনের। সোমবার দেহগুলির ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ইনোভা গাড়ি পাংচার হয়ে যাওয়ায় মাসানি বাসস্ট্যান্ডের সামনে চালক রাস্তার ধারে দাঁড়িয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এসময় ইনোভা গাড়ির যাত্রীরাও নেমে গাড়ির কাছেই দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রেওয়াড়ি থেকে আসা অন্য আরও একটি এসইউভি গাড়ি তাদের ধাক্কা মারে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজনকে কার্যত পিষে দেয়। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের ৷ স্থানীয় লোকজন যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, নিহতরা সকলেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-দিল্লি সীমান্তের একই সোসাইটির বাসিন্দা। নিহতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন বলেও খবর।
পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছে রোশনি (58), নীলম (54), পুনম জৈন (50), শিখা (40) এরা সকলেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা। গাড়ির ড্রাইভার বিজয় (40) এবং সুনীল (24) রেওয়ারির খারখারা গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে রোহিত (24), অজয় (35), সোনু (23), রজনী (46), মিলন (28), বরখা (50) রেওয়ারির খারখারা গ্রামের বাসিন্দা ৷ জানা গিয়েছে, ইনোভা গাড়িতে থাকা সকলেই খাটু শ্যামজীর দর্শন সেরে বাড়ি ফিরছিলেন। তাঁরা দিল্লি থেকে ইনোভা গাড়িটি ভাড়া করেছিলেন। ফেরার সময় হরিয়ানার রেওয়ারি জেলার মাসানি গ্রামের কাছে টায়ার বদলাতে গিয়ে দুর্ঘটনা ঘটে ৷
ধরুহেরা থানার তদন্তকারী অফিসার সুরেশ কুমার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "রবিবার রাত সাড়ে 11টার দিকে মাসানি গ্রামের কাছে একটি ইনোভা গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই গাজিয়াবাদের দিল্লি বর্ডার এলাকার একটি সোসাইটির বাসিন্দা।"
আরও পডুন: