ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত 10, খোঁজ নিলেন আদিত্যনাথ - Bulandshahr Horrific Accident

Road Accident in UP: উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল 10 জনের । আহত অনেকে ৷ তাঁদের অবস্থা আশঙ্কাজনক । দুর্ঘটনার পর পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন । বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে রাখেন ।

Bulandshahr Horrific accident
উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 18, 2024, 2:22 PM IST

Updated : Aug 18, 2024, 2:57 PM IST

বুলন্দশহর, 18 অগস্ট: প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত 10 জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ । তারা এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে ।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বাদাউন রোডের সালেমপুর গ্রামের কাছে প্রাইভেট বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় । দুর্ঘটনার কারণে পিকআপ ভ্যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । পিকআপ ভ্যানে প্রায় 25 জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার পরই চিৎকার শুরু করে দেন তাঁরা ৷ শুনে ভিড় জমে যায় এলাকায় । কিছুক্ষণ পর পুলিশও আসে । পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িতে আটকে পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । জেলাশাসক সিপি সিং এবং এসএসপি শ্লোক কুমার ঘটনাস্থলে আসেন ।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 10 জনকে মৃত বলে ঘোষণা করেন । এছাড়া অন্যান্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খবর নিয়েছেন । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে ।

দুর্ঘটনা নিয়ে এক পথ অবরোধকারীরা বলেন, "গ্রামের কাছের এই রাস্তা দিয়ে প্রায়শই যানবাহন অতিরিক্ত গতিতে চলে । এর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । এই কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে । আমরা চাই পুলিশ এ বিষয়ে আরও সক্রিয় হোক ৷" পিকআপ ভ্যানের চালক বলেন, "আমি গাজিয়াবাদ থেকে আসছিলাম । অপরদিক থেকে আসছিল প্রাইভেট বাসটি । বাসচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । তিনি আমার পিকআপ ভ্যানে এসে ধাক্কা মারেন । আমার গাড়িতে থাকা অনেকের মৃত্যু হয়েছে ।"

স্থানীয় লোকজন জানান, পিকআপ ভ্যানের চালক ইন্ডিকেটর দিলেও বাসচালক গাড়িতে এসে ধাক্কা মারেন । ঘণ্টাখানেক পর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয় । খবর পেয়ে পুলিশও আধঘণ্টা দেরি করে আসে বলে অভিযোগ । তাই ক্ষোভে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ।

বুলন্দশহর, 18 অগস্ট: প্রাইভেট বাস এবং পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে মৃত 10 জন । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের সালেমপুরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন অনেকে । আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে । দুর্ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন । দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে পুলিশ । তারা এলাকাবাসীকে বুঝিয়ে রাস্তা অবরোধ তোলার চেষ্টা করছে ।

জানা গিয়েছে, রবিবার দুপুরে বাদাউন রোডের সালেমপুর গ্রামের কাছে প্রাইভেট বাস ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় । দুর্ঘটনার কারণে পিকআপ ভ্যানটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় । পিকআপ ভ্যানে প্রায় 25 জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার পরই চিৎকার শুরু করে দেন তাঁরা ৷ শুনে ভিড় জমে যায় এলাকায় । কিছুক্ষণ পর পুলিশও আসে । পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িতে আটকে পড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় । জেলাশাসক সিপি সিং এবং এসএসপি শ্লোক কুমার ঘটনাস্থলে আসেন ।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা 10 জনকে মৃত বলে ঘোষণা করেন । এছাড়া অন্যান্য আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে । জেলাশাসক জানিয়েছেন, দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হয়েছে । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার খবর নিয়েছেন । আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে ।

দুর্ঘটনা নিয়ে এক পথ অবরোধকারীরা বলেন, "গ্রামের কাছের এই রাস্তা দিয়ে প্রায়শই যানবাহন অতিরিক্ত গতিতে চলে । এর বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না । এই কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে । আমরা চাই পুলিশ এ বিষয়ে আরও সক্রিয় হোক ৷" পিকআপ ভ্যানের চালক বলেন, "আমি গাজিয়াবাদ থেকে আসছিলাম । অপরদিক থেকে আসছিল প্রাইভেট বাসটি । বাসচালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন । তিনি আমার পিকআপ ভ্যানে এসে ধাক্কা মারেন । আমার গাড়িতে থাকা অনেকের মৃত্যু হয়েছে ।"

স্থানীয় লোকজন জানান, পিকআপ ভ্যানের চালক ইন্ডিকেটর দিলেও বাসচালক গাড়িতে এসে ধাক্কা মারেন । ঘণ্টাখানেক পর অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছয় । খবর পেয়ে পুলিশও আধঘণ্টা দেরি করে আসে বলে অভিযোগ । তাই ক্ষোভে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা ।

Last Updated : Aug 18, 2024, 2:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.