ETV Bharat / bharat

ছত্তিশগড়ে একদিনে নিকেশ 29 মাওবাদী, শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী শাহের - Naxalites killed in Chhattisgarh

Naxalites killed in Chhattisgarh: লোকসভা নির্বাচনের আগে বস্তারের কাঙ্কেরে সেনা ও মাওবাদীদের মধ্যে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয়েছে 29 জনের ৷ কয়েকজন জওয়ানও জখম হয়েছেন ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 16, 2024, 6:22 PM IST

Updated : Apr 16, 2024, 9:44 PM IST

কাঙ্কের, 16 এপ্রিল: লোকসভা ভোটের মুখে ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য সেনার ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলি বিনিময়ে অন্তত 29 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর ৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

কাঙ্কেরের ছোটবেঠিয়া থানা এলাকায় সীমানার অন্তর্গত বিনাগুন্ডা এবং করোনার গ্রামের মধ্যে হাপাতোলার জঙ্গলে আজ দুপুর দুটার দিকে শুরু হয় গুলির লড়াই ৷ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী এবং রাজ্যের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিল । তাঁর কথায়, "প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত আটজন মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছে । ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷" পরে মৃতের সংখ্যাটা আরও বাড়ে ৷ গুলিতে আহত তিন নিরাপত্তা কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন ।

উল্লেখ্য, সোমবার কাঙ্কেরের ছোটবেঠিয়ায় এক গ্রামবাসীকে হত্যা করে মাওবাদীরা । এরপর থেকে এলাকায় আতঙ্ক ছিল ৷ বাহিনী জেলায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল ৷ আর আজ মাওবাদীদের লুকিয়ে থাকার খোঁজ পাওয়ার পরই শুরু হয় এনকাউন্টার ৷

এর আগে, ধমতারিতে ওড়িশা সীমান্তের কাছে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে এনকাউন্টার হয় । এই এনকাউন্টারে একজন পুলিশকর্মীর আঙুলে গুলি লাগে ৷ তবে ঘটনাস্থলে পাওয়া রক্তের দাগ থেকে অনুমান করা হয়, অন্তত দুই থেকে তিনজন মাওবাদী আহত হয়েছেন । তল্লাশি করার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যারেল গ্রানাইট লঞ্চার এবং বিপুল পরিমাণ মাওবাদী সামগ্রী পেয়েছে । পুলিশ সব সামগ্রী বাজেয়াপ্ত করেছে । এছাড়াও ব্যাকআপ ফোর্সের সাহায্যে এনকাউন্টার টিমকে নিরাপদে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে তীব্র গুলির লড়াই, এনকাউন্টারে মৃত 6 মাওবাদী
  2. অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে
  3. নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী

কাঙ্কের, 16 এপ্রিল: লোকসভা ভোটের মুখে ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বিরাট সাফল্য সেনার ৷ মঙ্গলবার ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তীব্র গুলি বিনিময়ে অন্তত 29 জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ এই ঘটনায় তিন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে খবর ৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷

কাঙ্কেরের ছোটবেঠিয়া থানা এলাকায় সীমানার অন্তর্গত বিনাগুন্ডা এবং করোনার গ্রামের মধ্যে হাপাতোলার জঙ্গলে আজ দুপুর দুটার দিকে শুরু হয় গুলির লড়াই ৷ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী এবং রাজ্যের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের (ডিআরজি) একটি যৌথ দল মাওবাদী বিরোধী অভিযানে গিয়েছিল । তাঁর কথায়, "প্রাথমিক তথ্য অনুযায়ী, সংঘর্ষে অন্তত আটজন মাওবাদীকে গুলি করে হত্যা করা হয়েছে । ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷" পরে মৃতের সংখ্যাটা আরও বাড়ে ৷ গুলিতে আহত তিন নিরাপত্তা কর্মীকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন ।

উল্লেখ্য, সোমবার কাঙ্কেরের ছোটবেঠিয়ায় এক গ্রামবাসীকে হত্যা করে মাওবাদীরা । এরপর থেকে এলাকায় আতঙ্ক ছিল ৷ বাহিনী জেলায় চিরুনি তল্লাশি চালাচ্ছিল ৷ আর আজ মাওবাদীদের লুকিয়ে থাকার খোঁজ পাওয়ার পরই শুরু হয় এনকাউন্টার ৷

এর আগে, ধমতারিতে ওড়িশা সীমান্তের কাছে পুলিশ এবং মাওবাদীদের মধ্যে এনকাউন্টার হয় । এই এনকাউন্টারে একজন পুলিশকর্মীর আঙুলে গুলি লাগে ৷ তবে ঘটনাস্থলে পাওয়া রক্তের দাগ থেকে অনুমান করা হয়, অন্তত দুই থেকে তিনজন মাওবাদী আহত হয়েছেন । তল্লাশি করার পর পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যারেল গ্রানাইট লঞ্চার এবং বিপুল পরিমাণ মাওবাদী সামগ্রী পেয়েছে । পুলিশ সব সামগ্রী বাজেয়াপ্ত করেছে । এছাড়াও ব্যাকআপ ফোর্সের সাহায্যে এনকাউন্টার টিমকে নিরাপদে ফিরিয়ে আনা হয়।

আরও পড়ুন:

  1. ছত্তিশগড়ে তীব্র গুলির লড়াই, এনকাউন্টারে মৃত 6 মাওবাদী
  2. অপহরণের পর বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ মাওবাদীদের বিরুদ্ধে
  3. নির্বাচনের আগে নাশকতার ছক, পুলিশের গুলিতে নিহত চার মাওবাদী
Last Updated : Apr 16, 2024, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.