ETV Bharat / bharat

গভীর জঙ্গলে পুলিশি এনকাউন্টারে হত 7 মাওবাদী - MAOIST KILLED IN ENCOUNTER

দিনের পর দিন মাওবাদী কার্যকলাপ বাড়ছিল তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানা এলাকায় ৷ তার জেরে চিরুনি তল্লাশি অভিযান শুরু করে পুলিশ ৷ তারপর এনকাউন্টার ৷

Maoist Killed in Encouter
প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2024, 5:29 PM IST

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: পুলিশি এনকাউন্টারে মৃত্যু 7 মাওবাদীর ৷ রবিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানা এলাকা ইতুরনগরাম চালপাকা বনাঞ্চলে ৷ সেখানে তেলেঙ্গানা পুলিশের একটি বিশেষ নকশাল বিরোধী বাহিনী গ্রেহাউন্ডসের সঙ্গে সংঘর্ষে মারা যায় সাত মাওবাদী ৷

পুলিশ জানিয়েছে, একটি চিরুনি তল্লাশির সময় এই এনকাউন্টার হয় । ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে ৷ একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকের লড়াইয়ে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা অস্ত্রের মধ্যে দুটি AK-47 রাইফেল রয়েছে ৷

মৃতদের পরিচয় - কুরুসাম মঙ্গু ওরফে ভদ্রু ওরফে পাপান্না (35), এগোলাপু মাল্লা ওরফে মধু (43), মুসাকি দেবল ওরফে করুণাকর (22), মুসাকি যমুনা (23), জয়সিং (25), কিশোর (22) ও কামেশ (23)। এর মধ্যে কুরসাম মাঙ্গু নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) তেলেঙ্গানা স্টেট কমিটির (ইয়েলান্দু নরসাম্পেট) সম্পাদক ছিল বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, তেলেঙ্গানার মুলুগু জেলার ইথুরুনগরম মণ্ডলের চালপাকা বনাঞ্চলের অন্তর্গত জঙ্গলে বড় নকশাল নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে । তেলেঙ্গানা সীমান্ত এলাকায় তল্লাশির জন্য নিরাপত্তাবাহিনীর একটি দল পাঠানো হলে, নকশালরা তাদভায়া মণ্ডল এবং চেলাপাকা জঙ্গলে তাদের উপর গুলি চালাতে শুরু করে । নিরাপত্তাবাহিনীর জওয়ানরা উপযুক্ত জবাব দেয় ।

22 নভেম্বর মাওবাদীরা একই জেলায় পঞ্চায়েত সচিব-সহ দু'জনকে হত্যা করেছিল । সেপ্টেম্বরের শুরুতে, নিরাপত্তাবাহিনী দক্ষিণ রাজ্যের কারাকাগুডেম মণ্ডলের রঘুনাথপালেমের কাছে বনাঞ্চলে 6 মাওবাদীকে মেরে ফেলে।

সাম্প্রতিক অতীতে, বিশেষ করে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানা মাওবাদী কার্যকলাপ বৃদ্ধির খবর আসে ৷ যার জেরে তেলেঙ্গানা পুলিশের ডিজিপি জিতেন্দর গত মাসে শীর্ষ নিরাপত্তা কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ৷ ছত্তিশগড় প্রতিপক্ষের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান ।

গ্রেহাউন্ডস কারা :

গ্রেহাউন্ডস হল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশ বাহিনীর একটি মাওবাদী বিরোধী বাহিনী। এটি 1989 সালে অন্ধ্র অঞ্চলে মাওবাদী হুমকি মোকাবিলায় এটি তৈরি হয়। গ্রেহাউন্ডদের নকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে বিদ্রোহ-বিরোধী অভিযানে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই বিশেষ বাহিনী জঙ্গলের মধ্যে ছোট ছোট ইউনিটে কাজ করে (সাধারণত 15 থেকে 30 কমান্ডো নিয়ে) ৷ বিশেষ করে কাছাকাছি ছত্তিশগড়ের সীমানা এলাকায় চিরুনি তল্লাশির জন্য কাজ করে থাকেন তাঁরা ।

গ্রেহাউন্ডের কমান্ডোরা অল্প বয়স্ক হয়ে থাকেন (সাধারণত 35 বছরের কম) ৷ কারণ তাঁদের কাছে জঙ্গলে বেশ কয়েকদিন শুকনো খাবার খাওয়া-সহ কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার শারীরিক সহনশীলতা অর্জন করতে হয় । 35 বছর পেরোলে একজন গ্রেহাউন্ডস কমান্ডোকে সাধারণত সিভিল পুলিশে স্থানান্তরিত করা হয় ৷

হায়দরাবাদ, 1 ডিসেম্বর: পুলিশি এনকাউন্টারে মৃত্যু 7 মাওবাদীর ৷ রবিবার ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানা এলাকা ইতুরনগরাম চালপাকা বনাঞ্চলে ৷ সেখানে তেলেঙ্গানা পুলিশের একটি বিশেষ নকশাল বিরোধী বাহিনী গ্রেহাউন্ডসের সঙ্গে সংঘর্ষে মারা যায় সাত মাওবাদী ৷

পুলিশ জানিয়েছে, একটি চিরুনি তল্লাশির সময় এই এনকাউন্টার হয় । ওই এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে ৷ একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকের লড়াইয়ে 7 জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৷ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা অস্ত্রের মধ্যে দুটি AK-47 রাইফেল রয়েছে ৷

মৃতদের পরিচয় - কুরুসাম মঙ্গু ওরফে ভদ্রু ওরফে পাপান্না (35), এগোলাপু মাল্লা ওরফে মধু (43), মুসাকি দেবল ওরফে করুণাকর (22), মুসাকি যমুনা (23), জয়সিং (25), কিশোর (22) ও কামেশ (23)। এর মধ্যে কুরসাম মাঙ্গু নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) তেলেঙ্গানা স্টেট কমিটির (ইয়েলান্দু নরসাম্পেট) সম্পাদক ছিল বলে জানা গিয়েছে ৷

সূত্রের খবর, তেলেঙ্গানার মুলুগু জেলার ইথুরুনগরম মণ্ডলের চালপাকা বনাঞ্চলের অন্তর্গত জঙ্গলে বড় নকশাল নেতাদের উপস্থিতির তথ্য পাওয়া গিয়েছে । তেলেঙ্গানা সীমান্ত এলাকায় তল্লাশির জন্য নিরাপত্তাবাহিনীর একটি দল পাঠানো হলে, নকশালরা তাদভায়া মণ্ডল এবং চেলাপাকা জঙ্গলে তাদের উপর গুলি চালাতে শুরু করে । নিরাপত্তাবাহিনীর জওয়ানরা উপযুক্ত জবাব দেয় ।

22 নভেম্বর মাওবাদীরা একই জেলায় পঞ্চায়েত সচিব-সহ দু'জনকে হত্যা করেছিল । সেপ্টেম্বরের শুরুতে, নিরাপত্তাবাহিনী দক্ষিণ রাজ্যের কারাকাগুডেম মণ্ডলের রঘুনাথপালেমের কাছে বনাঞ্চলে 6 মাওবাদীকে মেরে ফেলে।

সাম্প্রতিক অতীতে, বিশেষ করে তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানা মাওবাদী কার্যকলাপ বৃদ্ধির খবর আসে ৷ যার জেরে তেলেঙ্গানা পুলিশের ডিজিপি জিতেন্দর গত মাসে শীর্ষ নিরাপত্তা কর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন ৷ ছত্তিশগড় প্রতিপক্ষের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানান ।

গ্রেহাউন্ডস কারা :

গ্রেহাউন্ডস হল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশ বাহিনীর একটি মাওবাদী বিরোধী বাহিনী। এটি 1989 সালে অন্ধ্র অঞ্চলে মাওবাদী হুমকি মোকাবিলায় এটি তৈরি হয়। গ্রেহাউন্ডদের নকশাল ও মাওবাদীদের বিরুদ্ধে বিদ্রোহ-বিরোধী অভিযানে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই বিশেষ বাহিনী জঙ্গলের মধ্যে ছোট ছোট ইউনিটে কাজ করে (সাধারণত 15 থেকে 30 কমান্ডো নিয়ে) ৷ বিশেষ করে কাছাকাছি ছত্তিশগড়ের সীমানা এলাকায় চিরুনি তল্লাশির জন্য কাজ করে থাকেন তাঁরা ।

গ্রেহাউন্ডের কমান্ডোরা অল্প বয়স্ক হয়ে থাকেন (সাধারণত 35 বছরের কম) ৷ কারণ তাঁদের কাছে জঙ্গলে বেশ কয়েকদিন শুকনো খাবার খাওয়া-সহ কঠিন পরিস্থিতিতে বেঁচে থাকার শারীরিক সহনশীলতা অর্জন করতে হয় । 35 বছর পেরোলে একজন গ্রেহাউন্ডস কমান্ডোকে সাধারণত সিভিল পুলিশে স্থানান্তরিত করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.