ETV Bharat / bharat

বাজি কারখানায় বিস্ফোরণে নিহত 5 মহিলা-সহ 8, শোকপ্রকাশ রাষ্ট্রপতি-মুখ্যমন্ত্রীর - Tamil Nadu Blast - TAMIL NADU BLAST

Blast in Fire Cracker Factory: বিরুধুনগর জেলার শিবকাশী এলাকার বাজি কারখানায় বিস্ফোরণে মৃত 8 ৷ আহতদের উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

Blast in Tamil Nadu
তামিলনাড়ুর বাজি কারখানায় বিস্ফোরণ (Etv Bharat)
author img

By PTI

Published : May 9, 2024, 7:13 PM IST

Updated : May 9, 2024, 10:31 PM IST

বিরুধুনগর, (তামিলনাড়ু), 9 মে: বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে তামিলনাড়ুতে প্রাণ গেল 8 জন কর্মীর ৷ নিহতদের মধ্যে 5 জন মহিলা ৷ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণের রাজ্যটির বিরুধুনগর জেলার শিবকাশী এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর ৷ খবর পেয়ে দ্রুতৃ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল ৷ আহতদের উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

শিবকাশীর দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতী দ্রৌপদী মুর্মু ৷ এক্স হ্যান্ডেলে তিনি জানান, শিবকাশীর বাজি কারখানায় বিস্ফোরণে অনেকের মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ যে সাতটি ঘরে বাজি মজুত করে রাখা ছিল, বিস্ফোরণের অভিঘাতে সেগুলি উড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

যদিও বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় ৷ শিবকাশীর ওই বাজি কারখানায় বিস্ফোরণের মুহূর্তে 10 জন কর্মী কাজ করছিলেন বলে খবর ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শিবকাশীর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন ৷ এক্সে স্ট্যালিন লেখেন, "শিবকাশীর নিকটে গিজাথিরুথঙ্গলে বাজি কারখানায় বিস্ফোরণে 8 জনের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত ৷ আমি বিরুধুনগর জেলা কালেক্টরের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করেছি যত দ্রুত সম্ভব যাতে উদ্ধারকাজ সম্পন্ন করা যায় ৷ পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসার বিষয়েও কথা হয়েছে আমার ৷"

যদিও নির্বাচনী আবহে এখনই কোনও আর্থিক সাহায্যের ঘোষণা হয়নি ৷ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গেও একাধিক বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। তাতে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। এবার সেই একই ঘটনা ঘটল তামিলনা়ড়ুতে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

  1. পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, শ্রম দিবসে প্রাণ হারালেন 4 শ্রমিক ; দেখুন ভিডিয়ো
  2. পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ

বিরুধুনগর, (তামিলনাড়ু), 9 মে: বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে তামিলনাড়ুতে প্রাণ গেল 8 জন কর্মীর ৷ নিহতদের মধ্যে 5 জন মহিলা ৷ বৃহস্পতিবার দুপুরে দক্ষিণের রাজ্যটির বিরুধুনগর জেলার শিবকাশী এলাকার ওই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর ৷ খবর পেয়ে দ্রুতৃ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল ৷ আহতদের উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷

শিবকাশীর দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতী দ্রৌপদী মুর্মু ৷ এক্স হ্যান্ডেলে তিনি জানান, শিবকাশীর বাজি কারখানায় বিস্ফোরণে অনেকের মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত ৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি ৷ পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ যে সাতটি ঘরে বাজি মজুত করে রাখা ছিল, বিস্ফোরণের অভিঘাতে সেগুলি উড়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷

যদিও বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় ৷ শিবকাশীর ওই বাজি কারখানায় বিস্ফোরণের মুহূর্তে 10 জন কর্মী কাজ করছিলেন বলে খবর ৷ ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় শিবকাশীর ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্য়ালিন ৷ এক্সে স্ট্যালিন লেখেন, "শিবকাশীর নিকটে গিজাথিরুথঙ্গলে বাজি কারখানায় বিস্ফোরণে 8 জনের মৃত্যুর ঘটনায় আমি শোকাহত ৷ আমি বিরুধুনগর জেলা কালেক্টরের সঙ্গে সত্ত্বর যোগাযোগ করেছি যত দ্রুত সম্ভব যাতে উদ্ধারকাজ সম্পন্ন করা যায় ৷ পাশাপাশি আহতদের উপযুক্ত চিকিৎসার বিষয়েও কথা হয়েছে আমার ৷"

যদিও নির্বাচনী আবহে এখনই কোনও আর্থিক সাহায্যের ঘোষণা হয়নি ৷ নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানান মুখ্যমন্ত্রী ৷ সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গেও একাধিক বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে। তাতে বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। এবার সেই একই ঘটনা ঘটল তামিলনা়ড়ুতে। ঠিক কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

  1. পাথর খাদানে ভয়াবহ বিস্ফোরণ, শ্রম দিবসে প্রাণ হারালেন 4 শ্রমিক ; দেখুন ভিডিয়ো
  2. পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ
Last Updated : May 9, 2024, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.