ETV Bharat / bharat

হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মন্দিরের দেওয়াল, চাপা পড়ে মৃত্যু 9 নাবালকের - Sagar Wall Collapsed

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 1:36 PM IST

Updated : Aug 4, 2024, 6:56 PM IST

Sagar Wall Collapsed: মর্মান্তিক ঘটনা! পুরসভা কমপ্লেক্সের মন্দিরের দেওয়াল ভেঙে বিপত্তি! সেই জায়গায় তখন বেশ কয়েকজন নাবালক জড়ো হয়ে দাঁড়িয়েছিল ৷ দেওয়াল ভেঙে পড়তেই চাপা পড়ে তারা ৷ মৃত্যু হয় 9 নাবালকের ৷ আহত হয়েছেন একাধিক জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sagar Wall Collapsed
দেওয়াল চাপা পড়ে মৃত 9 শিশু (নিজস্ব ছবি)

সাগর (মধ্য়প্রদেশ), 4 অগস্ট: সকাল হতেই মধ্যপ্রদেশে অঘটন ৷ মধ্য়প্রদেশের সাগর জেলার রাহলী বিধানসভার অধীন শাহপুর পুরসভার কমপ্লেক্সের মন্দিরের কাজ হচ্ছিল ৷ শনিবার সকাল ন'টা নাগাদ ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে ওই মন্দিরের দেওয়াল ৷ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কমপক্ষে 9 নাবালকের ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ভেঙে পড়া অংশ সরানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ গাড়ি। এর ঠিক একদিন আগে এই রাজ্যেরই রেওয়া শহরে দেওয়াল চাপা পড়ে 4 জনের প্রাণ গিয়েছিল ৷

চলছে উদ্ধারকাজ (ইটিভি ভারত)

স্থানীয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গব ঘটনাস্থলে পৌঁছেছেন। দাঁড়িয়ে থেকে তাঁরা উদ্ধারকার্যের তদারকি করছেন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, "আজ, সাগর জেলার শাহপুরে দেওয়াল ধসে 9 জন শিশুর মৃত্যুর খবরে আমি দুঃখিত। আহত নাবালকদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত অন্যান্য নাবালকদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে নিষ্পাপ নাবলকদের প্রাণ গিয়েছে, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ৷ মৃত নাবালকদের পরিবারকে সরকার 4 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷"

মন্দিরের দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় আহতদের ভেঙে পড়া অংশ থেকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় ৷ স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতায় উদ্ধারকাজ চলেছে ৷ খবর পেয়ে জেলা পর্যায়ের আধিকারিকরাও সাগর হাসপাতালে পৌঁছেছেন। প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গবও জেলা হাসপাতালে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।

মৃত নাবালকরা হলেন- জগদীশ যাদবের ছেলে ধ্রুব (12 বছর), কমলেশ প্যাটেলের ছেলে নীতশ (13 বছর), আশুতোষ প্রজাপতি (15 বছর), প্রিন্স সাহু (12 বছর), কৃষ্ণ বিশ্বকর্মার ছেলে পারভের (10 বছর), নীতেশ সাহুর ছেলে দিব্যাংশ (12 বছর), গোবিন্দ সাহুর ছেলে দেবরাজ (12 বছর), বংশ লোধি (10 বছর), হেমন্ত (10 বছর) ৷

সাগর (মধ্য়প্রদেশ), 4 অগস্ট: সকাল হতেই মধ্যপ্রদেশে অঘটন ৷ মধ্য়প্রদেশের সাগর জেলার রাহলী বিধানসভার অধীন শাহপুর পুরসভার কমপ্লেক্সের মন্দিরের কাজ হচ্ছিল ৷ শনিবার সকাল ন'টা নাগাদ ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ে ওই মন্দিরের দেওয়াল ৷ দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় কমপক্ষে 9 নাবালকের ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে পুলিশ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ভেঙে পড়া অংশ সরানোর জন্য ঘটনাস্থলে পৌঁছেছে বিশেষ গাড়ি। এর ঠিক একদিন আগে এই রাজ্যেরই রেওয়া শহরে দেওয়াল চাপা পড়ে 4 জনের প্রাণ গিয়েছিল ৷

চলছে উদ্ধারকাজ (ইটিভি ভারত)

স্থানীয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গব ঘটনাস্থলে পৌঁছেছেন। দাঁড়িয়ে থেকে তাঁরা উদ্ধারকার্যের তদারকি করছেন ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব। তাঁর এক্স হ্য়ান্ডেলে তিনি লিখেছেন, "আজ, সাগর জেলার শাহপুরে দেওয়াল ধসে 9 জন শিশুর মৃত্যুর খবরে আমি দুঃখিত। আহত নাবালকদের যথাযথ চিকিৎসার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত অন্যান্য নাবালকদের দ্রুত আরোগ্য কামনা করছি। যে নিষ্পাপ নাবলকদের প্রাণ গিয়েছে, তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ৷ মৃত নাবালকদের পরিবারকে সরকার 4 লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে ৷"

মন্দিরের দেওয়াল ভেঙে পড়ার ঘটনায় আহতদের ভেঙে পড়া অংশ থেকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় ৷ স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতায় উদ্ধারকাজ চলেছে ৷ খবর পেয়ে জেলা পর্যায়ের আধিকারিকরাও সাগর হাসপাতালে পৌঁছেছেন। প্রাক্তন মন্ত্রী গোপাল ভার্গবও জেলা হাসপাতালে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।

মৃত নাবালকরা হলেন- জগদীশ যাদবের ছেলে ধ্রুব (12 বছর), কমলেশ প্যাটেলের ছেলে নীতশ (13 বছর), আশুতোষ প্রজাপতি (15 বছর), প্রিন্স সাহু (12 বছর), কৃষ্ণ বিশ্বকর্মার ছেলে পারভের (10 বছর), নীতেশ সাহুর ছেলে দিব্যাংশ (12 বছর), গোবিন্দ সাহুর ছেলে দেবরাজ (12 বছর), বংশ লোধি (10 বছর), হেমন্ত (10 বছর) ৷

Last Updated : Aug 4, 2024, 6:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.