ETV Bharat / bharat

মিজোরামে পাথর খনি ধসে মৃত কমপক্ষে 17, নিখোঁজ বেশ কয়েকজন - Cyclone Remal Effect - CYCLONE REMAL EFFECT

Stone Quarry Collapses in Mizoram: ঘূর্ণিঝড় রেমালের জেরে অবিরাম বৃষ্টি ৷ মিজোরামে ধসে পড়ল পাথরের খনি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত 17 জনের ৷ জাতীয় সড়ক 6 ভূমিধসের কারণে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আইজলের ।

Cyclone Remal Effect
পাথরের খনি ধসে মৃত্যু আইজলে (ফাইল চিত্র)
author img

By PTI

Published : May 28, 2024, 1:43 PM IST

Updated : May 28, 2024, 6:06 PM IST

আইজল, 28 মে: ঘূর্ণিঝড় রেমালের জের ৷ লাগাতার বৃষ্টিতে পাথর খনি ধসে কমপক্ষে 17 জনের মৃত্যু হল আইজলে ৷ ঘটনার নিখোঁজ বেশ কয়েকজন ৷ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথুম এবং হ্লিমেনের মধ্যবর্তী একটি এলাকায় ৷ ঘূর্ণিঝড় রেমাল বাংলায় ধ্বংসলীলা চালিয়েছে ৷

ডিজিপি অনিল শুক্লা বলেছেন, "অবিরাম বৃষ্টির মধ্যে মিজোরামের আইজলে পাথর খনি ধসে অনেকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷ তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে ।"

রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হিঙ্গলগঞ্জ ! ভাঙল শতাধিক কাঁচা বাড়ি ও বিদ্যুতের খুঁটি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ হুন্টারে 6 নং জাতীয় সড়কে ভূমিধসের কারণে আইজল দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ এছাড়াও বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়কেও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে । সোমবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে আইজলে ৷ এই কারণে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া বাকি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

মিজোরামের পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গেও ৷ রেমালের জেরে বাংলায় কমপক্ষে 6 জনের প্রাণ গিয়েছে ৷ কলকাতা-সহ দুই 24 পরগনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দক্ষিণবঙ্গে ধ্বংসলীলার পর নিম্নচাপ অগ্রসর হয়েছে উত্তরবঙ্গের দিকে ৷ পাহাড়ের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷

রেমালের জেরে নাগাড়ে বৃষ্টিতে নাকাল জনজীবন; ভোগান্তির শেষ কবে? জানাল হাওয়া অফিস

আইজল, 28 মে: ঘূর্ণিঝড় রেমালের জের ৷ লাগাতার বৃষ্টিতে পাথর খনি ধসে কমপক্ষে 17 জনের মৃত্যু হল আইজলে ৷ ঘটনার নিখোঁজ বেশ কয়েকজন ৷ মঙ্গলবার সকাল 6টা নাগাদ ঘটনাটি ঘটেছে আইজল শহরের দক্ষিণ উপকণ্ঠে মেলথুম এবং হ্লিমেনের মধ্যবর্তী একটি এলাকায় ৷ ঘূর্ণিঝড় রেমাল বাংলায় ধ্বংসলীলা চালিয়েছে ৷

ডিজিপি অনিল শুক্লা বলেছেন, "অবিরাম বৃষ্টির মধ্যে মিজোরামের আইজলে পাথর খনি ধসে অনেকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে এখনও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে ৷ তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে ।"

রেমালের তাণ্ডবে লন্ডভন্ড হিঙ্গলগঞ্জ ! ভাঙল শতাধিক কাঁচা বাড়ি ও বিদ্যুতের খুঁটি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির কারণে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের ঘটনা ঘটেছে ৷ হুন্টারে 6 নং জাতীয় সড়কে ভূমিধসের কারণে আইজল দেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৷ এছাড়াও বেশ কয়েকটি আন্তঃরাজ্য মহাসড়কেও ভূমিধসের কারণে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে । সোমবার থেকে ভারী বৃষ্টি হচ্ছে আইজলে ৷ এই কারণে সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং জরুরি পরিষেবার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া বাকি সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

মিজোরামের পাশাপাশি ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব চালিয়েছে পশ্চিমবঙ্গেও ৷ রেমালের জেরে বাংলায় কমপক্ষে 6 জনের প্রাণ গিয়েছে ৷ কলকাতা-সহ দুই 24 পরগনা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দক্ষিণবঙ্গে ধ্বংসলীলার পর নিম্নচাপ অগ্রসর হয়েছে উত্তরবঙ্গের দিকে ৷ পাহাড়ের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে ৷

রেমালের জেরে নাগাড়ে বৃষ্টিতে নাকাল জনজীবন; ভোগান্তির শেষ কবে? জানাল হাওয়া অফিস

Last Updated : May 28, 2024, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.