ভুবনেশ্বর, 26 জানুয়ারি: দুটি পথ দুর্ঘটনায় কমপক্ষে 7 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে 3 জন মহিলা ৷ জখম 17 ৷ পুলিশ জানিয়েছে, শুক্রবার দু'টি আলাদা পথ দুর্ঘটনা ঘটেছে ওড়িশার গঞ্জাম এবং কোরাপুটে ৷ এক শীর্ষ পুলিশ আধিকারিক জানিয়েছেন, গঞ্জাম জেলায় একটি পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মহিলা-সহ 3 ব্যক্তি ৷ 30 জন যাত্রী সমেত একটি বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় 59 নম্বর জাতীয় সড়কে ৷ বাসটি সোরাদা থেকে ব্রহ্মপুরের দিকে যাচ্ছিল ৷ মৃতরা হলেন রাজেন্দ্র কুমার বাদু (55), বাবু বেহরা (35) এবং সুনীতা পাত্র (45) ৷ আহতদের স্থানীয় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তাঁদের অবস্থা এখন স্থিতিশীল ৷
কোরাপুটে আরেকটি পৃথক পথ দুর্ঘটনায় দু'টি বাইক, একটি গাড়ি এবং একটি অটো-রিকশার মধ্যে সংঘর্ষ হয় ৷ এই দুর্ঘটনায় 2 জন মহিলা-সহ তিন জনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন আরও 13 জন ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজাপুর স্কোয়ারের কাছে বোরিগুম্মা থানা এলাকায় এই দুর্ঘটনাটি দুপুর 2.30 মিনিট নাগাদ ঘটে ৷ একটি গাড়ির সঙ্গে প্রথমে একটি বাইকের ধাক্কা লাগে ৷ পরে ওই গাড়িটি আরেকটি বাইক এবং অটোরিকশায় ধাক্কা মারে ৷ অটোরিকশাটিতে 15 জন যাত্রী ছিলেন ৷ ওই গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ছত্তিশগড়ের ৷
মৃত 3 জনের মধ্যে 2 জন অটোরিকশার যাত্রী এবং আরেকজন বাইক আরোহী ছিলেন ৷ মৃতদের পরিচয় এখনও জানা যায়নি ৷ আহতদের সঙ্গে সঙ্গে কোরাপুটে স্থানীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক গভীর দুঃখ প্রকাশ করেছেন ৷ তিনি মৃতদের পরিবার পিছু 3 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন ৷ পাশাপাশি, সংশ্লিষ্ট প্রশাসনকে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন ৷ তাদের দ্রুত আরোগ্যও কামনা করেছেন মুখ্যমন্ত্রী ৷
আরও পড়ুন: