ETV Bharat / bharat

জবলপুরে গুদামে ভয়াবহ বিস্ফোরণ, মৃত 4 শ্রমিক - Blast In Scrap Warehouse - BLAST IN SCRAP WAREHOUSE

Massive Explosion in Jabalpur: মধ্যপ্রদেশের জবলপুরের খাজুরি খিরিয়া বাইপাসের ধারে ভয়াবহ বিস্ফোরণ ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 4 শ্রমিকের ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা ৷

Etv Bharat
জবলপুরে গুদামে ভয়াবহ বিস্ফোরণ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 8:14 PM IST

জবলপুর, 25 এপ্রিল: গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 শ্রমিকের ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ মধ্যপ্রদেশের জবলপুরের খাজুরি খিরিয়া বাইপাসের ধারে দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে 5 হাজার স্কোয়ার ফুটে থাকা গুদাম ঘরটি ধূলিস্মাৎ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার কথা জানতে পেরে সেখানো পৌঁছয় জবলপুর কালেক্টর, পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ঘটনাটি সামনে আসতেই গুদাম মালিক পলাতক বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গুদামের ঠিক পাশেই রাজু প্যাটেল নামে এক কৃষকের খামার। তিনি জানিয়েছেন, বাড়ি থেকেই তিনি প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পান ৷ আচমকাই এই আওয়াজে তিনি বাইরে বেরোন ৷ তারপরেই দুর্ঘটনটার বিষয় জানতে পারেন ৷ তিনি বলেন, "আমি হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পাই ৷ তারপরেই গুদাম ঘরের দিকে ছুটে যাই ৷ 10 বছর আগেও ঠিক একই রকম বিস্ফোরণ ঘটেছিল এই গুদামে ৷ এই কারখানার মালিক স্ক্র্যাপের অবৈধ ব্যবসা চালান।"

ইতিমধ্যেই, পুলিশ গুদাম ঘরটির পাশাপাশি পুরো এলাকা সিল করে দিয়েছে ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের সময় 10-12 জন শ্রমিক কাজ করছিলেন ভিতরে ৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷ অনুমান, গুদামে থাকা কোনও সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হয়েছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, "মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে ৷" বিস্ফোরণে আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন

1. জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট

2. পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2

3. বিদেশি জঙ্গির খোঁজ দিলে 10 লক্ষ টাকা পুরস্কার! জম্মু-কাশ্মীরে নাগরিক খুনে ঘোষণা

জবলপুর, 25 এপ্রিল: গুদামে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 শ্রমিকের ৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন ৷ মধ্যপ্রদেশের জবলপুরের খাজুরি খিরিয়া বাইপাসের ধারে দুর্ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে 5 হাজার স্কোয়ার ফুটে থাকা গুদাম ঘরটি ধূলিস্মাৎ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷ দুর্ঘটনার কথা জানতে পেরে সেখানো পৌঁছয় জবলপুর কালেক্টর, পুলিশ ও উচ্চপদস্থ আধিকারিকরা ৷ ঘটনাটি সামনে আসতেই গুদাম মালিক পলাতক বলে জানা গিয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, গুদামের ঠিক পাশেই রাজু প্যাটেল নামে এক কৃষকের খামার। তিনি জানিয়েছেন, বাড়ি থেকেই তিনি প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ শুনতে পান ৷ আচমকাই এই আওয়াজে তিনি বাইরে বেরোন ৷ তারপরেই দুর্ঘটনটার বিষয় জানতে পারেন ৷ তিনি বলেন, "আমি হঠাৎ করেই বিকট শব্দ শুনতে পাই ৷ তারপরেই গুদাম ঘরের দিকে ছুটে যাই ৷ 10 বছর আগেও ঠিক একই রকম বিস্ফোরণ ঘটেছিল এই গুদামে ৷ এই কারখানার মালিক স্ক্র্যাপের অবৈধ ব্যবসা চালান।"

ইতিমধ্যেই, পুলিশ গুদাম ঘরটির পাশাপাশি পুরো এলাকা সিল করে দিয়েছে ৷ জানা গিয়েছে, বিস্ফোরণের সময় 10-12 জন শ্রমিক কাজ করছিলেন ভিতরে ৷ ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে ৷ অনুমান, গুদামে থাকা কোনও সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হয়েছে ৷ এক পুলিশ আধিকারিক বলেন, "মৃতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে ৷" বিস্ফোরণে আহত ব্যক্তিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন

1. জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট

2. পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক শিশু-সহ 6 জনের, আহত 2

3. বিদেশি জঙ্গির খোঁজ দিলে 10 লক্ষ টাকা পুরস্কার! জম্মু-কাশ্মীরে নাগরিক খুনে ঘোষণা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.