ETV Bharat / bharat

নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনার মাঝেই বিহারে আমলাদের রদবদল - আমলাদের রদবদল

Bureaucratic Reshuffle in Bihar: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এনডিএ'তে ফিরতে পারেন ৷ এই জল্পনার মাঝেই বিহারে আমলাদের বড়সড় রদবদল ৷ রাজ্যের 79 জন আইপিএস এবং 45 বিএএস অফিসারকে বদলি করল বিহার সরকার ৷

bureaucratic reshuffle in Bihar
আমলাদের রদবদল
author img

By ANI

Published : Jan 27, 2024, 10:32 AM IST

Updated : Jan 27, 2024, 11:03 AM IST

পটনা, 27 জানুয়ারি: ফের বিজেপির হাত ধরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এই জল্পনায় এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ তারই মাঝে রাজ্যের 79 জন ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) এবং 45 জন বিহার প্রশাসনিক পরিষেবা (বিএএস) অফিসারকে বদলি করল বিহার সরকার ৷ শুক্রবার বিহারে আমলাদের রদবদল হয়েছে । রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে ৷

এই বিজ্ঞপ্তি অনুসারে, এতদিন আইপিএস সুশীল মানসিংহ খোপদে বিশেষ টাস্ক ফোর্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (অপারেশনস) পদে নিযুক্ত ছিলেন ৷ তাঁকে এবার এডিজি (প্রভিশন) হিসাবে নিয়োগ করা হল । আইপিএস অমৃত রাজ (1998-ব্যাচ) এতদিন এডিজি (প্রভিশন) পদে ছিলেন ৷ তিনি এখন থেকে এডিজি (অপারেশনস) দায়িত্ব সামলাবেন । আইপিএস অফিসার দীপক রঞ্জন এতদিন জেহানাবাদের পুলিশ সুপার ছিলেন ৷ তাঁকে বোধগয়ার কমান্ড্যান্ট হিসাবে বিহার স্পেশাল আর্মড পুলিশে বদলি করা হল । এছাড়া অশোক কুমার সিং, যিনি এতদিন আররিয়া পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন ৷ তাঁকেও সাসারামের নতুন কমান্ড্যান্ট হিসাবে বিহার স্পেশাল আর্মড পুলিশে বদলি করা হয়েছে ৷

2022 সালে এনডিএ'র হাত ছেড়ে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর দল জেডিইউ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে 'মহাগঠবন্ধন' করেছিল । তবে এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি-সহ একাধিক এনডিএ নেতা জেডিইউ ও আরজেডি'র মধ্যে সেই মহাজোট ভাঙার ইঙ্গিত দিয়েছেন । হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) প্রধান জিতন রাম মাঞ্জি জানান, রাজ্যে ক্ষমতাসীন মহাগঠবন্ধন (মহাজোট) সরকার বেশি দিন টিকবে না । বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিবৃতি দেখে আগেই তিনি অনুভব করেছিলাম যে রাজ্যে পরিবর্তন হবে ।

তিনি বলেন, "সম্প্রতি আমি বলেছিলাম যে 20 জানুয়ারির পরে বিহারে পরিবর্তন হবে এবং এর ভিত্তি ছিল নীতীশ কুমারের বক্তব্য । তিনি আরজেডি'র বিরুদ্ধে অনেক কথা বলেছেন ৷ এর ভিত্তিতে আমরা বলেছিলাম যে জোট টিকবে না । তাদের জোট বেশিদিন টিকবে না । নীতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ তাই জোট ভাঙার পর তিনি স্বতন্ত্রভাবে লোকসভা নির্বাচনে লড়তে পারেন বা অন্য জোটে যোগ দিতে পারেন ৷" ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা সুশীল কুমার মোদি শুক্রবার বলেছেন, "আমরা সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছি এবং প্রয়োজনে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে । রাজনীতিতে কোনও দরজা স্থায়ীভাবে বন্ধ হয় না এবং প্রয়োজনে দরজা খোলা যেতে পারে ৷"

আরও পড়ুন:

  1. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
  2. 'জল্পনা খণ্ডন করার অনুরোধ করছি', দলবদল নিয়ে নীতীশকে পরামর্শ আরজেডি সাংসদের
  3. রাজভবনে নীতীশের পাশে নেই তেজস্বী, 'দরজা সবসময় খোলা'; জল্পনা বাড়ালেন সুশীল

পটনা, 27 জানুয়ারি: ফের বিজেপির হাত ধরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এই জল্পনায় এখন সরগরম রাজ্য রাজনীতি ৷ তারই মাঝে রাজ্যের 79 জন ভারতীয় পুলিশ পরিষেবা (আইপিএস) এবং 45 জন বিহার প্রশাসনিক পরিষেবা (বিএএস) অফিসারকে বদলি করল বিহার সরকার ৷ শুক্রবার বিহারে আমলাদের রদবদল হয়েছে । রাজ্য সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে ৷

এই বিজ্ঞপ্তি অনুসারে, এতদিন আইপিএস সুশীল মানসিংহ খোপদে বিশেষ টাস্ক ফোর্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (অপারেশনস) পদে নিযুক্ত ছিলেন ৷ তাঁকে এবার এডিজি (প্রভিশন) হিসাবে নিয়োগ করা হল । আইপিএস অমৃত রাজ (1998-ব্যাচ) এতদিন এডিজি (প্রভিশন) পদে ছিলেন ৷ তিনি এখন থেকে এডিজি (অপারেশনস) দায়িত্ব সামলাবেন । আইপিএস অফিসার দীপক রঞ্জন এতদিন জেহানাবাদের পুলিশ সুপার ছিলেন ৷ তাঁকে বোধগয়ার কমান্ড্যান্ট হিসাবে বিহার স্পেশাল আর্মড পুলিশে বদলি করা হল । এছাড়া অশোক কুমার সিং, যিনি এতদিন আররিয়া পুলিশ সুপারের দায়িত্ব সামলেছেন ৷ তাঁকেও সাসারামের নতুন কমান্ড্যান্ট হিসাবে বিহার স্পেশাল আর্মড পুলিশে বদলি করা হয়েছে ৷

2022 সালে এনডিএ'র হাত ছেড়ে ছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ তাঁর দল জেডিইউ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে 'মহাগঠবন্ধন' করেছিল । তবে এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঞ্জি-সহ একাধিক এনডিএ নেতা জেডিইউ ও আরজেডি'র মধ্যে সেই মহাজোট ভাঙার ইঙ্গিত দিয়েছেন । হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএম) প্রধান জিতন রাম মাঞ্জি জানান, রাজ্যে ক্ষমতাসীন মহাগঠবন্ধন (মহাজোট) সরকার বেশি দিন টিকবে না । বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিবৃতি দেখে আগেই তিনি অনুভব করেছিলাম যে রাজ্যে পরিবর্তন হবে ।

তিনি বলেন, "সম্প্রতি আমি বলেছিলাম যে 20 জানুয়ারির পরে বিহারে পরিবর্তন হবে এবং এর ভিত্তি ছিল নীতীশ কুমারের বক্তব্য । তিনি আরজেডি'র বিরুদ্ধে অনেক কথা বলেছেন ৷ এর ভিত্তিতে আমরা বলেছিলাম যে জোট টিকবে না । তাদের জোট বেশিদিন টিকবে না । নীতীশ কুমারের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ তাই জোট ভাঙার পর তিনি স্বতন্ত্রভাবে লোকসভা নির্বাচনে লড়তে পারেন বা অন্য জোটে যোগ দিতে পারেন ৷" ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা সুশীল কুমার মোদি শুক্রবার বলেছেন, "আমরা সমস্ত পরিস্থিতির উপর নজর রাখছি এবং প্রয়োজনে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে । রাজনীতিতে কোনও দরজা স্থায়ীভাবে বন্ধ হয় না এবং প্রয়োজনে দরজা খোলা যেতে পারে ৷"

আরও পড়ুন:

  1. ফের ভোলবদল ! নীতীশের এনডিএ'তে ফেরার জল্পনায় ভাঙনের গুঞ্জন 'ইন্ডিয়া' জোটে
  2. 'জল্পনা খণ্ডন করার অনুরোধ করছি', দলবদল নিয়ে নীতীশকে পরামর্শ আরজেডি সাংসদের
  3. রাজভবনে নীতীশের পাশে নেই তেজস্বী, 'দরজা সবসময় খোলা'; জল্পনা বাড়ালেন সুশীল
Last Updated : Jan 27, 2024, 11:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.