ETV Bharat / bharat

দশমীর সকালে গাড়ি উলটে খালে, মৃত একই পরিবারের 7 জন

দশেরার সকালে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন পরিবারের সবাই ৷ রাস্তায় গাড়ি উলটে মৃত্যু হল একই পরিবারের 7 জনের ৷

Haryana Road Accident
হরিয়ানায় গাড়ি দুর্ঘটনা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 3:50 PM IST

কৈথল, 12 অক্টোবর: দশমীর সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 7 সদস্যের ৷ শনিবার সকালে হরিয়ানার মুন্দড়ির কাছে গাড়ি খালে গাড়ি পড়ে গিয়ে এই দুর্ঘটনায় ঘটে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে 4 জন শিশু এবং তিন মহিলা ৷ একটি মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তার সন্ধানে তল্লাশি চলছে ৷ শুধুমাত্র গাড়িচালক বেঁচে গিয়েছেন ৷ গাড়িটিতে মোট 9 জন ছিলেন।

এই পরিবারের 9 জন সদস্য সকালে কৈথল থেকে গুহনা গ্রামে যাচ্ছিলেন ৷ দশেরা উপলক্ষ্যে গুরু রবিদাস মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁদের ৷ মুন্দড়ির কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন ৷ কয়েকজনকে গাড়ি থেকে বের করে আনা হয় ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় ৷

কৈথলের ডিএসপি ললিত কুমার বলেন, "আমরা খবর পাই একটি পরিবার মেলায় যাচ্ছিল ৷ তাদের গাড়িটি মুন্দড়ির কাছে একটি খালে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় একই পরিবারের 7 জন সদস্যের মৃত্যু হয়েছে ৷ শুধু গাড়িচালক বেঁচে রয়েছেন ৷ একটি মেয়েও নিখোঁজ ৷ তাকে উদ্ধার করতে তল্লাশি অভিযান চলছে ৷ মৃত 7 জনের মধ্যে 4 জন শিশু কন্যা এবং 3 জন মহিলা ৷ কী কারণে এই পথ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

দশেরার দিন আরেকটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওলা স্কুটারের চালক ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে ৷ দ্রুত গতিতে ছুটে চলা ডাম্পার স্কুটিটে ধাক্কা মারে ৷ স্কুটিটি ডাম্পারে আটকে যায় ৷ সেই অবস্থায় স্কুটিচালককে 30 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় ডাম্পারটি ৷ অন্য দিকে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের ৷

কৈথল, 12 অক্টোবর: দশমীর সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের 7 সদস্যের ৷ শনিবার সকালে হরিয়ানার মুন্দড়ির কাছে গাড়ি খালে গাড়ি পড়ে গিয়ে এই দুর্ঘটনায় ঘটে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে 4 জন শিশু এবং তিন মহিলা ৷ একটি মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ তার সন্ধানে তল্লাশি চলছে ৷ শুধুমাত্র গাড়িচালক বেঁচে গিয়েছেন ৷ গাড়িটিতে মোট 9 জন ছিলেন।

এই পরিবারের 9 জন সদস্য সকালে কৈথল থেকে গুহনা গ্রামে যাচ্ছিলেন ৷ দশেরা উপলক্ষ্যে গুরু রবিদাস মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁদের ৷ মুন্দড়ির কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে ৷ স্থানীয়রা সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন ৷ কয়েকজনকে গাড়ি থেকে বের করে আনা হয় ৷ খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয় ৷

কৈথলের ডিএসপি ললিত কুমার বলেন, "আমরা খবর পাই একটি পরিবার মেলায় যাচ্ছিল ৷ তাদের গাড়িটি মুন্দড়ির কাছে একটি খালে পড়ে যায় ৷ এই দুর্ঘটনায় একই পরিবারের 7 জন সদস্যের মৃত্যু হয়েছে ৷ শুধু গাড়িচালক বেঁচে রয়েছেন ৷ একটি মেয়েও নিখোঁজ ৷ তাকে উদ্ধার করতে তল্লাশি অভিযান চলছে ৷ মৃত 7 জনের মধ্যে 4 জন শিশু কন্যা এবং 3 জন মহিলা ৷ কী কারণে এই পথ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷"

দশেরার দিন আরেকটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন ওলা স্কুটারের চালক ৷ ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউতে ৷ দ্রুত গতিতে ছুটে চলা ডাম্পার স্কুটিটে ধাক্কা মারে ৷ স্কুটিটি ডাম্পারে আটকে যায় ৷ সেই অবস্থায় স্কুটিচালককে 30 মিটার দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায় ডাম্পারটি ৷ অন্য দিকে একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক বাইক চালকের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.