ETV Bharat / bharat

মেলার ভিড়ে ঢুকে পড়ল দুধের গাড়ি! পিষ্ট হয়ে মৃত এক পুলিশকর্মী-সহ 3, আহত শতাধিক - দুর্ঘটনা

Accident in Sikkim: শনিবার সন্ধ্যায় ভিড়ে ঠাসা ওই মেলায় আচমকায় ঢুকে পড়ে বেপরোয়া এক দুধের ট্যাঙ্কার। তাতে পিষ্ট হয়ে যান বহু মানুষ। পিষ্ট হয়ে প্রাণ গিয়েছে এক পুলিশ-সহ 3জনের ৷ আহত শতাধিক মানুষ ৷

মেলার মধ্যে ঢুকে পড়ল দুধের গাড়ি
Accident in Sikkim
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 7:06 AM IST

Updated : Feb 11, 2024, 8:35 AM IST

গ্যাংটক, 11 ফেব্রুয়ারি: সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার। বেপরোয়া সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মী-সহ তিন জনের। আহত হয়েছেন শতাধিক ৷ তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা গুরুতর ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের রানিপুল এলাকায়।

সিকিম পুলিশ ও প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সিকিমের রানিপুলের কাছের এক ময়দানে বসেছিল তম্বোলা মেলা। ভিড়ে ঠাসা মেলায় তখন লোকজন বসে কিংবা দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। সিকিম মিল্ক ইউনিয়নের ওই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হন বহু মানুষ। রাতেই অন্ততপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাতে একজন পুলিশকর্মী রয়েছেন ৷ পাশাপাশি এই দুর্ঘটনায় জখম হয়েছেন শতাধিক মানুষ। জখমদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ট্যাঙ্কারটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। স্থানীয়রা জানান, ট্যাঙ্কারটি প্রথমে মেলার মাঠের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি ছোট চারচাকা গাড়িকে ধাক্কা মারে। এরপর সেই গাড়িগুলি সমেত সোজা মেলার মাঠে ঢুকে পড়ে। পরে তিনটি গাড়িকে ধাক্কা মেরে মানুষের ভিড়ে চাপিয়ে দেয়। এরপরই গোটা মেলায় হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নামেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম পুলিশ। পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মণিপাল হাসপাতালে পাঠায়।

তবে ট্যাঙ্কারটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি না চালকের গাফিলতি রয়েছে ৷ তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সিকিম প্রশাসন। ইতিমধ্যে ওই বিষয়ে খতিয়ে দেখার এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)। এদিকে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাংটকের ডিএম তুষার নিখারে বলেন, "রানিপুরে সন্ধ্যা সাড়ে 7টার দিকে তাম্বোলা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন একটি ট্রাক সেখানে ঢুকে পড়ে, তাতে 3 জনের মৃত্যু হয়। প্রায় 20 জন আহতকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ সিকিম সরকার মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে ৷

আরও পড়ুন:

  1. ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুরারই থানার ওসি, মৃত গাড়িচালক
  2. নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথ দুর্ঘটনায় নিহত 2
  3. মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের

গ্যাংটক, 11 ফেব্রুয়ারি: সিকিমে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঠাসা মেলায় ঢুকে পড়ল দুধের ট্যাঙ্কার। বেপরোয়া সেই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক পুলিশকর্মী-সহ তিন জনের। আহত হয়েছেন শতাধিক ৷ তাঁদের মধ্যে বেশকিছু জনের অবস্থা গুরুতর ৷ মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিকিমের রানিপুল এলাকায়।

সিকিম পুলিশ ও প্রশাসন সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, শনিবার রাত আটটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সিকিমের রানিপুলের কাছের এক ময়দানে বসেছিল তম্বোলা মেলা। ভিড়ে ঠাসা মেলায় তখন লোকজন বসে কিংবা দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করছেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে একটি দুধের ট্যাঙ্কার। সিকিম মিল্ক ইউনিয়নের ওই ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হন বহু মানুষ। রাতেই অন্ততপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাতে একজন পুলিশকর্মী রয়েছেন ৷ পাশাপাশি এই দুর্ঘটনায় জখম হয়েছেন শতাধিক মানুষ। জখমদের মধ্যে 20 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, ট্যাঙ্কারটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল। স্থানীয়রা জানান, ট্যাঙ্কারটি প্রথমে মেলার মাঠের পাশে দাঁড়িয়ে থাকা তিনটি ছোট চারচাকা গাড়িকে ধাক্কা মারে। এরপর সেই গাড়িগুলি সমেত সোজা মেলার মাঠে ঢুকে পড়ে। পরে তিনটি গাড়িকে ধাক্কা মেরে মানুষের ভিড়ে চাপিয়ে দেয়। এরপরই গোটা মেলায় হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে নামেন। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছয় সিকিম পুলিশ। পুলিশ পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মণিপাল হাসপাতালে পাঠায়।

তবে ট্যাঙ্কারটি কীভাবে নিয়ন্ত্রণ হারাল, তা জানা যায়নি। যান্ত্রিক ত্রুটি না চালকের গাফিলতি রয়েছে ৷ তদন্ত করে দেখছে পুলিশ। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে সিকিম প্রশাসন। ইতিমধ্যে ওই বিষয়ে খতিয়ে দেখার এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)। এদিকে সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাংটকের ডিএম তুষার নিখারে বলেন, "রানিপুরে সন্ধ্যা সাড়ে 7টার দিকে তাম্বোলা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান চলাকালীন একটি ট্রাক সেখানে ঢুকে পড়ে, তাতে 3 জনের মৃত্যু হয়। প্রায় 20 জন আহতকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ সিকিম সরকার মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে। আহতদের চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে ৷

আরও পড়ুন:

  1. ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুরারই থানার ওসি, মৃত গাড়িচালক
  2. নিয়ন্ত্রণ হারিয়ে দশ চাকার লরি উলটে গেল চারচাকার উপর ! রায়গঞ্জে পথ দুর্ঘটনায় নিহত 2
  3. মেয়ের বিয়ের আচার-অনুষ্ঠান সেরে ঘরে ফেরা হল না, পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের 6 জনের
Last Updated : Feb 11, 2024, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.