ETV Bharat / bharat

দূষিত জল খেয়ে প্রাণ গেল দুই শিশু-সহ 3 জনের, অসুস্থ আরও অনেকে - Death Due To Contaminated Water

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 11:00 PM IST

Many Fell sick after Contaminated Drinking Water: রাজস্থানের উদয়পুরে দূষিত জল খেয়ে প্রাণ গেল তিনজনের ৷ অসুস্থ হয়ে পড়েছেন আরও অনেকে ৷ জলে বিষাক্ত পদার্থ কী করে মিশল, তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে স্বাস্থ্য দফতর ৷

Many felt sick after drinking contaminated water
দূষিত জল খেয়ে উদয়পুরে অসুস্থ বহু হাসপাতালে চিকিৎসাধীন (Etv Bharat)

উদয়পুর, 20 জুলাই: দূষিত জল খেয়ে মৃত্যু হল 3 জনের ৷ পাশাপাশি অসুস্থ হয়েছেন কমপক্ষে 30 জন ৷ রাজস্থানের উদয়পুরে শনিবার এমনই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, উদয়পুরের একটি গ্রামে আচমকাই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে 2 শিশু-সহ তিনজনের প্রাণ গিয়েছে বলে জানান, আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা শঙ্কর বামনিয়া ৷

তিনি আরও জানান, আচমকাই গ্রামের অনেকের বমির সমস্যা দেখা দেয় ৷ কেউ কেউ ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন ৷ পাশাপাশি বেশ কয়েকজনের পেটে ব্যথা শুরু হয় ৷ এরপরই তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তিনজনের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজনের চিকিৎসা শুরু হয়েছে ৷ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় 7-8 জনকে অন্য হাসাপাতালে পাঠানো হয়েছে ৷

মৃতদের মধ্যে দু'জন শিশু আছে বলে জানা গিয়েছে ৷ তাছাড়া যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ৷ ঘটনার কথা জানার পর স্বাস্থ্য দফতরের একটি দলকে গ্রামে পাঠানো হয়েছে ৷ সেখান থেকে জলের নমুনাও তারা সংগ্রহ করেছে ৷ পাশাপাশি আরও কেউ আক্রান্ত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । দূষিত জল শরীরে প্রবেশ করলে বমিভাব থেকে শুরু করে ডায়েরিয়ার মতো সমস্যা দেখা যায়। গ্রামের কারও ওই ধরনের সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।

গ্রামে সকলের জন্য একটি কুয়ো রয়েছে। সেখান থেকেই সকলে নিজেদের বাড়িতে খাওয়ার জল নিয়ে যান। তবে কুয়োটি খোলা আকাশের তলায় হওয়ায় সেখানে বিষাক্ত কিছু মিশে গিয়েছে বলে স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান ৷ যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট পাওয়া গেলে বিষাক্ত পদার্থটি কী এবং সেটি জলের সঙ্গে কীভাবে মিশল, তা স্পষ্ট করে বোঝা যাবে ।

উদয়পুর, 20 জুলাই: দূষিত জল খেয়ে মৃত্যু হল 3 জনের ৷ পাশাপাশি অসুস্থ হয়েছেন কমপক্ষে 30 জন ৷ রাজস্থানের উদয়পুরে শনিবার এমনই ঘটনা ঘটেছে ৷ জানা গিয়েছে, উদয়পুরের একটি গ্রামে আচমকাই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে 2 শিশু-সহ তিনজনের প্রাণ গিয়েছে বলে জানান, আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা শঙ্কর বামনিয়া ৷

তিনি আরও জানান, আচমকাই গ্রামের অনেকের বমির সমস্যা দেখা দেয় ৷ কেউ কেউ ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে পড়েন ৷ পাশাপাশি বেশ কয়েকজনের পেটে ব্যথা শুরু হয় ৷ এরপরই তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তিনজনের মৃত্যু হয়েছে ৷ বেশ কয়েকজনের চিকিৎসা শুরু হয়েছে ৷ শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় 7-8 জনকে অন্য হাসাপাতালে পাঠানো হয়েছে ৷

মৃতদের মধ্যে দু'জন শিশু আছে বলে জানা গিয়েছে ৷ তাছাড়া যাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের মধ্যে কয়েকজনের শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ৷ ঘটনার কথা জানার পর স্বাস্থ্য দফতরের একটি দলকে গ্রামে পাঠানো হয়েছে ৷ সেখান থেকে জলের নমুনাও তারা সংগ্রহ করেছে ৷ পাশাপাশি আরও কেউ আক্রান্ত হয়েছেন কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে । দূষিত জল শরীরে প্রবেশ করলে বমিভাব থেকে শুরু করে ডায়েরিয়ার মতো সমস্যা দেখা যায়। গ্রামের কারও ওই ধরনের সমস্যা আছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।

গ্রামে সকলের জন্য একটি কুয়ো রয়েছে। সেখান থেকেই সকলে নিজেদের বাড়িতে খাওয়ার জল নিয়ে যান। তবে কুয়োটি খোলা আকাশের তলায় হওয়ায় সেখানে বিষাক্ত কিছু মিশে গিয়েছে বলে স্বাস্থ্য দফতরের প্রাথমিক অনুমান ৷ যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার রিপোর্ট পাওয়া গেলে বিষাক্ত পদার্থটি কী এবং সেটি জলের সঙ্গে কীভাবে মিশল, তা স্পষ্ট করে বোঝা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.