ETV Bharat / bharat

ভারী বৃষ্টিতে একের পর এক দুর্ঘটনা! মৃত শিশু-সহ 16 - DEATH DUE TO HEAVY RAIN - DEATH DUE TO HEAVY RAIN

Several Died due to heavy rain in Telangana: প্রবল তাপপ্রবাহের পর বৃষ্টিতে জীবনে স্বস্তি ফিরেছে ৷ তবে আরেকদিকে এই একটানা বৃষ্টিই বিপর্যয় ডেকে এনেছে ৷ পৃথক পৃথক দুর্ঘটনায় রাজ্যজুড়ে 16 জনের মৃত্যু হয়েছে ৷ বাদ যায়নি শিশুরাও ৷

Several died as heavy rainfall lashes Telangana
তেলেঙ্গানায় লাগাতার বৃষ্টিতে বিপর্যয় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 10:53 AM IST

হায়দরাবাদ, 9 মে: লাগাতার ভারী বৃষ্টিতে পৃথক পৃথক দুর্ঘটনায় অন্ততপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে তেলেঙ্গানায় ৷ মৃতদের মধ্যে একটি 4 বছরের শিশুও রয়েছে ৷ হায়দরাবাদের বাচুপল্লিতে ভারী বৃষ্টিতে নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ৷ তাতে এক শিশু-সহ 7 জনের মৃত্যু হয়েছে ৷

বাচুপল্লির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মৃতরা পরিযায়ী শ্রমিক ৷ ওড়িশা ও ছত্তিশগড় থেকে ওই শ্রমিকরা কাজ করতে এসেছিল ৷ বুধবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হয় ৷ বাচুপল্লি পুলিশ ওই মৃতদের চিহ্নিত করেছে- তিরুপতি (22), শঙ্কর (22), রাজু (25), খুশি (25), রাম যাদব (34), গীতা (32), হিমাংশু (4) ৷

আরেকটি ঘটনায় বেগমপেট পুলিশ জানিয়েছে, তারা সকালে দু'জনের দেহ উদ্ধার করেছে ৷ তাদের বয়স 35 থেকে 40 বছর বয়সের মধ্যে ৷ বেগমপেটের পুলিশ ইন্সপেক্টর সি রামাইয়া জানিয়েছেন, মৃতরা ওড়িশার বাসিন্দা ৷ অনুমান, ওই দু'জন নিকাশি নালার মধ্যে পড়ে গিয়েছে ৷ মৃতদের দেহের ময়নাতদন্ত হয়েছে ৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

আরও দু'জন মাদাসু নাগাবালা গঙ্গাধর রাও এবং চিন্তাপল্লি সুব্রহ্মনিয়ামের মৃত্যু হয় ৷ মেদক জেলার কৌদিপল্লির রেলাপুরে একটি নির্মীয়মাণ দেওয়াল ভেঙে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷ দু'জন কৃষকেরও মৃত্যু হয়েছে ৷ তাঁরা হলেন- সিদ্দিপেট জেলার কুকুনুরুপল্লি এলাকার কুম্মারী মাল্লেশাম (36) এবং সঙ্গারেড্ডে জেলার এররারাম গ্রামের আন্দলু মণ্ডলে বৈনি পাপ্পায়া (52) মৃত্যু হয় বজ্রপাতে ৷ আরও দু'জনের মৃত্যু হয়েছে গাছ পড়ে ৷ তাঁরা বর্ধান্নাপেট মণ্ডলের কাটিরালা গ্রামে একটি ট্র্যাক্টরে যাচ্ছিলেন ৷ হায়দরাবাদের ওল্ড টাউনের বাহাদুরপুরায় বিদ্যুতের তার লেগে মৃত্যু হয়েছে একজনের ৷

আরও পড়ুন:

  1. তীর্থে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 6 সদস্য, আশঙ্কাজনক দুই শিশু
  2. হায়দরাবাদে টানা ভারী বৃষ্টি, দেওয়াল ধসে মৃত 7
  3. সাত ঘণ্টার মধ্যেই মহানগরের বৃষ্টির জমা জল নামানোর চ্যালেঞ্জ তারক সিংয়ের

হায়দরাবাদ, 9 মে: লাগাতার ভারী বৃষ্টিতে পৃথক পৃথক দুর্ঘটনায় অন্ততপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে তেলেঙ্গানায় ৷ মৃতদের মধ্যে একটি 4 বছরের শিশুও রয়েছে ৷ হায়দরাবাদের বাচুপল্লিতে ভারী বৃষ্টিতে নির্মীয়মাণ বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ৷ তাতে এক শিশু-সহ 7 জনের মৃত্যু হয়েছে ৷

বাচুপল্লির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই মৃতরা পরিযায়ী শ্রমিক ৷ ওড়িশা ও ছত্তিশগড় থেকে ওই শ্রমিকরা কাজ করতে এসেছিল ৷ বুধবার সকালে তাঁদের দেহ উদ্ধার করা হয় ৷ বাচুপল্লি পুলিশ ওই মৃতদের চিহ্নিত করেছে- তিরুপতি (22), শঙ্কর (22), রাজু (25), খুশি (25), রাম যাদব (34), গীতা (32), হিমাংশু (4) ৷

আরেকটি ঘটনায় বেগমপেট পুলিশ জানিয়েছে, তারা সকালে দু'জনের দেহ উদ্ধার করেছে ৷ তাদের বয়স 35 থেকে 40 বছর বয়সের মধ্যে ৷ বেগমপেটের পুলিশ ইন্সপেক্টর সি রামাইয়া জানিয়েছেন, মৃতরা ওড়িশার বাসিন্দা ৷ অনুমান, ওই দু'জন নিকাশি নালার মধ্যে পড়ে গিয়েছে ৷ মৃতদের দেহের ময়নাতদন্ত হয়েছে ৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে ৷

আরও দু'জন মাদাসু নাগাবালা গঙ্গাধর রাও এবং চিন্তাপল্লি সুব্রহ্মনিয়ামের মৃত্যু হয় ৷ মেদক জেলার কৌদিপল্লির রেলাপুরে একটি নির্মীয়মাণ দেওয়াল ভেঙে এই মর্মান্তিক ঘটনা ঘটে ৷ দু'জন কৃষকেরও মৃত্যু হয়েছে ৷ তাঁরা হলেন- সিদ্দিপেট জেলার কুকুনুরুপল্লি এলাকার কুম্মারী মাল্লেশাম (36) এবং সঙ্গারেড্ডে জেলার এররারাম গ্রামের আন্দলু মণ্ডলে বৈনি পাপ্পায়া (52) মৃত্যু হয় বজ্রপাতে ৷ আরও দু'জনের মৃত্যু হয়েছে গাছ পড়ে ৷ তাঁরা বর্ধান্নাপেট মণ্ডলের কাটিরালা গ্রামে একটি ট্র্যাক্টরে যাচ্ছিলেন ৷ হায়দরাবাদের ওল্ড টাউনের বাহাদুরপুরায় বিদ্যুতের তার লেগে মৃত্যু হয়েছে একজনের ৷

আরও পড়ুন:

  1. তীর্থে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 6 সদস্য, আশঙ্কাজনক দুই শিশু
  2. হায়দরাবাদে টানা ভারী বৃষ্টি, দেওয়াল ধসে মৃত 7
  3. সাত ঘণ্টার মধ্যেই মহানগরের বৃষ্টির জমা জল নামানোর চ্যালেঞ্জ তারক সিংয়ের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.