কৈমুর (বিহার), 26 ফেব্রুয়ারি: রবিবার সন্ধ্যায় আচমকায় একটি স্করপিও গাড়ি পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ এর জেরে সেখানে থাকা একটি ট্রাকের সঙ্গেও ধাক্কা লাগে ৷ ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে 9 জনের ৷ দুর্ঘটনাটি ঘটেছে বিহারের কৈমুর জেলার মোহনিয়া থানা এলাকার 2 নম্বর জাতীয় সড়ক দেবকালীর কাছে।
মোহনিয়ার এসডিপিও দিলীপ কুমার দুর্ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। মৃতরা কোথা থেকে আসছিলেন বা তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। মোহনিয়ার এসডিপিও দিলীপ কুমার বলেন, "উত্তরপ্রদেশের দিকে ওই স্করপিওটি যাচ্ছিল ৷ দুর্ঘটনায় চারচাকা গাড়িতে থাকা 8 জনের ও একজন বাইক আরোহীর মৃত্যু হয় ৷ মৃতদের শনাক্ত করার চেষ্টা চলছে ৷ কী কারণে দুর্ঘটনা ঘটল তার কারণ এখনও স্পষ্ট নয় ৷"
পুলিশ সূত্রে জানা যায়, স্করপিওটিতে 8 জন যাত্রী ছিলেন ৷ তাঁদের সকলেরই মৃত্যু হয় ৷ মৃত্যু হয়েছে এক বাইকচালকেরও। সাসারম থেকে উত্তরপ্রদেশের বারাণসীর দিকে যাচ্ছিল স্করপিওটি। 2 নম্বর জাতীয় সড়কে মোহনিয়ার দেবকালী গ্রামের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চারচাকা গাড়িটি এক বাইক আরোহীকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার পেরিয়ে রাস্তার অপর গলিতে চলে যায়। ওই গলিতে অপরদিক থেকে আসা একটি কন্টেইনারেও ফের ধাক্কা মারে ৷ কন্টেইনার তথা ট্রাকে ধাক্কার সঙ্গে সঙ্গে খুব জোরে আওয়াজ হয় ৷
ট্রাকটির সঙ্গে সংঘর্ষ একই জোরালো হয় যে, স্করপিওটি টুকরো টুকরো হয়ে যায়। এরপরই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে ৷ খবর পেয়ে পুলিশ ও ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটির একটি (এনএইচএআই) দল দুর্ঘটনাস্থলে পৌঁছে কোনওরকমে গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করে। আটকে পড়াদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় ৷ উদ্ধারকার্যে হাত লাগান স্থানীয়রাও ৷ দুমড়ে মুচড়ে যাওয়া স্করপিও থেকে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ৷
আরও পড়ুন: