রামবান, 29 মার্চ: জম্মু-শ্রীনগর হাইওয়েতে বড়সড় দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল একটি যাত্রিবাহী এসইউভি গাড়ি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। উদ্ধারকাজে শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কুইক রেসপন্স টিম।
এক্স হ্যান্ডেলে দেশের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লেখেন, "জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের রামবান এলাকায় একটি গাড়ি খাদে পড়ে যাওয়ায় বেশ কয়েকজনের হতাহতের খবর খুবই দুঃখজনক। শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।"
নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে, কেন্দ্রীয় মন্ত্রী এবং উধমপুরের সাংসদ জিতেন্দ্র সিং লিখেছেন, "পুলিশ, এসডিআরএফ এবং সিভিল কুইক রেসপন্স টিমের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধারকাজ চলছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।"
সূত্রে খবর, গাড়িটি শ্রীনগর থেকে জম্মু যাচ্ছিল এবং রাত 1টা 15 মিনিট নাগাদ রামবান জেলার ব্যাটারি চেশমা এলাকায় খাদের 1000 ফুট গভীরে পড়ে যায়। জানা গিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক জম্মুর আম্ব ঘোথার বাসিন্দা বলবন সিং (47) এবং বিহারের পশ্চিম চম্পারণের বাসিন্দা বিপিন মুখিয়া ভাইরাগাং। উদ্ধারকাজ এখনও চলছে৷
জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে যাঁরা ছিলেন, তাঁদের বেশিরভাগই ভিন রাজ্য থেকে জম্মু-কাশ্মীরে কাজ করতে আসা শ্রমিক৷ শুক্রবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটার পর সেখানে জম্মু-কাশ্মীর পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং কুইক রেসপন্স টিমের উদ্ধারকারীরা পৌঁছে গেলেও অন্ধকার, খারাপ আবহাওয়া এবং অনর্গল বৃষ্টির জন্য উদ্ধারকাজ দ্রুত শুরু করা যায়নি৷ পরস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শুরু হয় উদ্ধারের কাজ৷
রামবান স্বেচ্ছাসেবক গোষ্ঠীর প্রেসিডেন্ট সিভিল কুইক রেসপন্স টিমের বশির আহমেদ মাগ্রে জানান, খাদে 10টি মৃতদেহ পাওয়া গিয়েছে। নিহতরা বেশিরভাগই বাইরের শ্রমিক, যারা কাজের জন্য কাশ্মীরের দিকে যাচ্ছিলেন।
হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি৷ দুর্ঘটনায় কোনও যাত্রী এখনও জীবিত আছেন কি না, তা নিশ্চিতভাবে বলতে দুর্ঘটনাস্থল খুঁজে দেখছেন উদ্ধারকারীরা।
আরও পড়ুন:
বেআইনি মাটি বোঝাই ট্রাক্টরের বেপরোয়া গতির বলি যুবক ! দেহ আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
ট্যাক্সিওয়েতে সংঘর্ষ, কলকাতা বিমানবন্দরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু'টি উড়ানের ডানা
নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাংকারে ধাক্কা গাড়ির, ঘটনাস্থলেই মৃত 3