লেহ, 29 জুন: হড়পা বানে ভেসে গেলেন সেনার 5 জন জওয়ান ৷ শনিবার ভোরে লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে একটি টি-72 ট্যাঙ্কে নদী পার করার সময় তলিয়ে যান তাঁরা ৷ মৃতদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ছিলেন বলে জানানো হয়েছে সেনার তরফে ৷
সেনা সূত্রে খবর, শনিবার ভোর 3টের সময় যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে মহড়া করছিলেন ওই 5 জওয়ান ৷ মহড়ার অংশ হিসেবে নদী পার করতে যান তাঁরা ৷ দৌলত বেগ ওল্ডি এলাকার কাছে মন্দির মোড়ে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় ঘটে বিপত্তি ৷ জলের স্রোতে ভেসে যায় জওয়ান সমেত ট্যাঙ্কটি ৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ৷
Deeply saddened at the loss of lives of five of our brave Indian Army soldiers in an unfortunate accident while getting the tank across a river in Ladakh.
— Rajnath Singh (@rajnathsingh) June 29, 2024
We will never forget exemplary service of our gallant soldiers to the nation. My heartfelt condolences to the bereaved…
ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ তিনি লেখেন, "লাদাখে টি-72 ট্যাঙ্কে করে নদী পেরতে গিয়ে একজন জেসিও-সহ 5 জন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান প্রাণ হারান ৷ ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এই মর্মান্তক দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রয়েছে। শোকের এই মুহূর্তে দেশের বীর সেনা-জওয়ানদের আত্মবলিদানকে অভিবাদন জানাচ্ছি ৷"
Deeply distressed at the loss of lives of 5 Indian Army bravehearts, including a JCO, while getting a T-72 tank across a river in Ladakh.
— Mallikarjun Kharge (@kharge) June 29, 2024
Our heartfelt condolences to the families of the Army personnel who fell victim to this painful tragedy.
In this hour of grief, the nation…
শোকপ্রকাশ করেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্দুও ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "লাদাখের নিওমা-চুশুল এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে হড়পা বানে 5 জন সেনা-সহ একটি টি-72 ট্যাঙ্ক ভেসে গিয়েছে ৷ ঘটনায় গভীরভাবে শোকাহত । সাহসী সেনা জওয়ানদের নিরাপত্তা কামনা করছি ৷"
Deeply disturbed to learn that a T-72 tank with five soldiers has been swept away by flash floods near the Line of Actual Control in the Nyoma-Chusul area of Ladakh. Praying for the safety and well-being of our brave soldiers. 🙏
— Pema Khandu པདྨ་མཁའ་འགྲོ་། (@PemaKhanduBJP) June 29, 2024
ঘটনাপ্রসঙ্গে লেহতে মোতায়েন সেনার এক শীর্ষ আধিকারিক ইটিভি ভারতকে জানান, "লেহের প্রধান সেনা ছাউনি থেকে প্রায় 150 কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে ৷" ইতিমধ্যে 5 জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷