ETV Bharat / bharat

সাত বছরে সাত শাড়িতে নজরকাড়া নির্মলা, রইল অর্থমন্ত্রীর শাড়ির বিশেষত্ব - Budget 2024 - BUDGET 2024

FM Nirmala Sitharaman Budget 2024: প্রতি বছরের মতো এবারও আকর্ষণের কেন্দ্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের শাড়ি ৷ এবার তিনি সাদার উপর ম্যাজেন্ডা রঙের পাড়ের একটি সিল্ক শাড়ি পরে বাজেট পেশ করলেন ৷ শাড়িটা কোন রাজ্যের জানেন ?

Budget 2024 News
নির্মলা সীতারমন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 7:40 PM IST

Updated : Jul 23, 2024, 9:31 PM IST

কলকাতা: একটানা সাতবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রতি বছরই সংসদে বাজেট পেশে তাঁর শাড়ি নজর কাড়ে ৷ এবারও তার অন্যথা হল না ৷ ম্য়াজেন্টা রঙের পাড় দেওয়া সাদা সিল্ক পরেছিলেন অর্থমন্ত্রী ৷ শাড়িজুড়ে ছিল সোনালি সুতোর বর্ডার ৷ হাতে লাল বহি-খাতা ৷

সূত্রে জানা গিয়েছে, এবার নির্মলা সীতারমনের পরনের শাড়িটি অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি সিল্ক ৷ শাড়ির পাড়ের ম্যাজেন্টা রঙের ব্লাউজ পরেছিলেন তিনি ৷ প্রতিবারের বাজেটে তিনি কোনও না কোনও রাজ্যের শিল্প-সংস্কৃতির কথা তুলে ধরেন ৷ এবার অন্ধ্রপ্রদেশের শাড়ি পরে দক্ষিণী রাজ্যটির শিল্পকে তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

Budget 2024 News
2024 বাজেট (নিজস্ব চিত্র)

2019 সালে প্রথমবার বাজেট পেশ করতে আসেন নির্মলা সীতারমন ৷ সেইবছর থেকে বদলে গিয়েছে হার্ড কপি ছেড়ে ডিজিটাল ভাবে বাজেট পেশ ৷ সেইবছরে তাঁর শাড়ির রঙ ছিল গোলাপি ৷ তার উপর সোনালি জড়ি ও পাড় বসানো ৷ ব্লাউজও পড়েছেন ম্যাচ করে ৷ যার রং গোলাপি ও সোনালি পাড় ৷

Budget 2024 News
2019 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2020 সালেও বাজেট পেশ করেছিলেন হলুদ রঙের শাড়িতে ৷ সোনালি পাড়ে মোড়া সবুজ বর্ডারের শাড়ি ৷ এই শাড়ির সঙ্গে ব্লাউসও ছিল ম্যাচিং করে ৷

Budget 2024 News
2020 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2021 সালের বাজেটে তিনি এক অন্যরকম শাড়ি পড়েছিলেন ৷ অফ হোয়াইট একটি শাড়ি যার আঁচল লাল, সাদা, হলুদ ও সবুজের প্রিন্টের কম্বিনেশন ৷ পাড়ের বর্ডার ছিল সবুজ রঙের ৷ সেই শাড়ির সঙ্গে ব্লাউজ পড়েছিলেন লাল রঙের সবুজ বর্ডার যা শাড়ির সঙ্গে ম্যাচ করা ৷

Budget 2024 News
2021 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2022 সালে বাজেট পেশে তিনি পড়েছিলেন ব্রাউন রঙের একটি সিল্ক শাড়িতে খয়েরি ও সাদার সুতোর কাজ করা ৷ যার ব্লাউজের রঙ ছিল ম্যাচ করে খয়েরির উপর সাদা কাজ ৷

Budget 2024 News
2022 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2023 সালে ফ্রেবুয়ারি মাসে যে বাজেট পেশ হয়েছে সেখানে তিনি পড়েছিলেন কাঁথাস্টিচের কাজ করা নীল আকাশি রঙের একটি শাড়ি ৷ যেটির গোটা শাড়িতে ছিল ক্রিম রঙের কাঁথাস্টিচের কাজ ও শাড়ির সঙ্গে ম্যাচিং করে ক্রিম রঙের ব্লাউজ ৷

Budget 2024 News
2023 সাল বাজেট (নিজস্ব চিত্র)

কলকাতা: একটানা সাতবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ প্রতি বছরই সংসদে বাজেট পেশে তাঁর শাড়ি নজর কাড়ে ৷ এবারও তার অন্যথা হল না ৷ ম্য়াজেন্টা রঙের পাড় দেওয়া সাদা সিল্ক পরেছিলেন অর্থমন্ত্রী ৷ শাড়িজুড়ে ছিল সোনালি সুতোর বর্ডার ৷ হাতে লাল বহি-খাতা ৷

সূত্রে জানা গিয়েছে, এবার নির্মলা সীতারমনের পরনের শাড়িটি অন্ধ্রপ্রদেশের মঙ্গলগিরি সিল্ক ৷ শাড়ির পাড়ের ম্যাজেন্টা রঙের ব্লাউজ পরেছিলেন তিনি ৷ প্রতিবারের বাজেটে তিনি কোনও না কোনও রাজ্যের শিল্প-সংস্কৃতির কথা তুলে ধরেন ৷ এবার অন্ধ্রপ্রদেশের শাড়ি পরে দক্ষিণী রাজ্যটির শিল্পকে তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

Budget 2024 News
2024 বাজেট (নিজস্ব চিত্র)

2019 সালে প্রথমবার বাজেট পেশ করতে আসেন নির্মলা সীতারমন ৷ সেইবছর থেকে বদলে গিয়েছে হার্ড কপি ছেড়ে ডিজিটাল ভাবে বাজেট পেশ ৷ সেইবছরে তাঁর শাড়ির রঙ ছিল গোলাপি ৷ তার উপর সোনালি জড়ি ও পাড় বসানো ৷ ব্লাউজও পড়েছেন ম্যাচ করে ৷ যার রং গোলাপি ও সোনালি পাড় ৷

Budget 2024 News
2019 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2020 সালেও বাজেট পেশ করেছিলেন হলুদ রঙের শাড়িতে ৷ সোনালি পাড়ে মোড়া সবুজ বর্ডারের শাড়ি ৷ এই শাড়ির সঙ্গে ব্লাউসও ছিল ম্যাচিং করে ৷

Budget 2024 News
2020 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2021 সালের বাজেটে তিনি এক অন্যরকম শাড়ি পড়েছিলেন ৷ অফ হোয়াইট একটি শাড়ি যার আঁচল লাল, সাদা, হলুদ ও সবুজের প্রিন্টের কম্বিনেশন ৷ পাড়ের বর্ডার ছিল সবুজ রঙের ৷ সেই শাড়ির সঙ্গে ব্লাউজ পড়েছিলেন লাল রঙের সবুজ বর্ডার যা শাড়ির সঙ্গে ম্যাচ করা ৷

Budget 2024 News
2021 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2022 সালে বাজেট পেশে তিনি পড়েছিলেন ব্রাউন রঙের একটি সিল্ক শাড়িতে খয়েরি ও সাদার সুতোর কাজ করা ৷ যার ব্লাউজের রঙ ছিল ম্যাচ করে খয়েরির উপর সাদা কাজ ৷

Budget 2024 News
2022 সালের বাজেট (নিজস্ব চিত্র)

2023 সালে ফ্রেবুয়ারি মাসে যে বাজেট পেশ হয়েছে সেখানে তিনি পড়েছিলেন কাঁথাস্টিচের কাজ করা নীল আকাশি রঙের একটি শাড়ি ৷ যেটির গোটা শাড়িতে ছিল ক্রিম রঙের কাঁথাস্টিচের কাজ ও শাড়ির সঙ্গে ম্যাচিং করে ক্রিম রঙের ব্লাউজ ৷

Budget 2024 News
2023 সাল বাজেট (নিজস্ব চিত্র)
Last Updated : Jul 23, 2024, 9:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.