ETV Bharat / bharat

আস্থা ভোটের জন্য 25 কোটি ঘুষের প্রস্তাব দিয়েছিলেন প্রণব!

প্রণব মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন প্রাক্তন নির্দল সাংসদ সেবাস্তিয়ান পল। তাঁর দাবি আস্থা ভোটের সময় 25 কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি ৷

SEBASTIAN PAUL ON PRANAB MUKHERJEE
ঘুষের প্রস্তাব দিয়েছিলেন প্রণব মুখোপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Updated : 2 hours ago

এর্নাকুলাম, 1 নভেম্বর: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ সেবাস্তিয়ান পল ৷ প্রথম ইউপিএ সরকারের আমলে বাম-সমর্থিত নির্দল সাংসদ ছিলেন সেবাস্তিয়ান ৷ তিনি দাবি করেছেন, পারমাণবিক চুক্তি নিয়ে 2008 সালের আস্থা ভোটের সময় প্রণব মুখোপাধ্য়ায় তাঁকে ইউপিএ-র পক্ষে ভোট দেওয়ার জন্য 25 কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৷

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তির বিরুদ্ধে ইউপিএ সরকারের উপর থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে ৷ এরপরেই সংসদে আস্থা ভোট হয়েছিল। এক মালায়ালাম সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ সেবাস্তিয়ান পল জানান, সরকার টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে উঠেপড়ে লেগেছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ পল আরও জানিয়েছেন, তৎকালীন কংগ্রেস নেতা ভেইলার রবিও ঘুষের এই প্রস্তাবে জড়িত ছিলেন। তাছাড়া সোনিয়া গান্ধির প্রাক্তন রাজনৈতিক সচিব তথা প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলেরও নাম জড়িয়েছেন পল।

সেবাস্তিয়ানের মতে, প্রণব মুখোপাধ্যায় সরকার টিকিয়ে রাখার জন্য নির্দিষ্ট সমর্থন পাওয়ার অভিযানের মূল নেতৃত্ব দিয়েছিলেন ৷ এমনকী প্রণব মুখোপাধ্য়ায়ের প্রতিনিধিরা তাঁর অফিসে আসেন বলেও দাবি পলের। পরের দিন, সংসদে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ভেইলার রবি সেবাস্তিয়ান পলের কাছে জানতে চান, আগের দিন কারা তাঁর অফিসে গিয়েছিলেন ৷

পল জানান, ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল এই ভিত্তিতে যে, একজন স্বতন্ত্র সাংসদ হিসাবে, তিনি দলীয় হুইপের আওতায় আসবেন না বা তিনি সরকারের পক্ষে ভোট দিলে দলত্যাগ বিরোধী শাস্তির মুখেও পড়বেন না। একইসঙ্গে পল উল্লেখ করেছেন, বেশ কয়েকজন সাংসদকে কোটি টাকা-সহ একইরকম প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ সব ক্ষেত্রেই সরকারকে ভোট দিতে বা ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এমন চাঞ্চল্যকর অভিযোগ প্রসঙ্গে কংগ্রেসের তরফে কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত, শোকপ্রকাশ মোদি-মুর্মুর

এর্নাকুলাম, 1 নভেম্বর: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ সেবাস্তিয়ান পল ৷ প্রথম ইউপিএ সরকারের আমলে বাম-সমর্থিত নির্দল সাংসদ ছিলেন সেবাস্তিয়ান ৷ তিনি দাবি করেছেন, পারমাণবিক চুক্তি নিয়ে 2008 সালের আস্থা ভোটের সময় প্রণব মুখোপাধ্য়ায় তাঁকে ইউপিএ-র পক্ষে ভোট দেওয়ার জন্য 25 কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন ৷

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক চুক্তির বিরুদ্ধে ইউপিএ সরকারের উপর থেকে বামপন্থীরা সমর্থন প্রত্যাহার করে ৷ এরপরেই সংসদে আস্থা ভোট হয়েছিল। এক মালায়ালাম সাপ্তাহিককে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন সাংসদ সেবাস্তিয়ান পল জানান, সরকার টিকিয়ে রাখার জন্য পর্যাপ্ত সমর্থন জোগাড় করতে উঠেপড়ে লেগেছিলেন প্রণব মুখোপাধ্যায় ৷ পল আরও জানিয়েছেন, তৎকালীন কংগ্রেস নেতা ভেইলার রবিও ঘুষের এই প্রস্তাবে জড়িত ছিলেন। তাছাড়া সোনিয়া গান্ধির প্রাক্তন রাজনৈতিক সচিব তথা প্রয়াত কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলেরও নাম জড়িয়েছেন পল।

সেবাস্তিয়ানের মতে, প্রণব মুখোপাধ্যায় সরকার টিকিয়ে রাখার জন্য নির্দিষ্ট সমর্থন পাওয়ার অভিযানের মূল নেতৃত্ব দিয়েছিলেন ৷ এমনকী প্রণব মুখোপাধ্য়ায়ের প্রতিনিধিরা তাঁর অফিসে আসেন বলেও দাবি পলের। পরের দিন, সংসদে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ভেইলার রবি সেবাস্তিয়ান পলের কাছে জানতে চান, আগের দিন কারা তাঁর অফিসে গিয়েছিলেন ৷

পল জানান, ঘুষের প্রস্তাব দেওয়া হয়েছিল এই ভিত্তিতে যে, একজন স্বতন্ত্র সাংসদ হিসাবে, তিনি দলীয় হুইপের আওতায় আসবেন না বা তিনি সরকারের পক্ষে ভোট দিলে দলত্যাগ বিরোধী শাস্তির মুখেও পড়বেন না। একইসঙ্গে পল উল্লেখ করেছেন, বেশ কয়েকজন সাংসদকে কোটি টাকা-সহ একইরকম প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ সব ক্ষেত্রেই সরকারকে ভোট দিতে বা ভোট দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। এমন চাঞ্চল্যকর অভিযোগ প্রসঙ্গে কংগ্রেসের তরফে কী প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার।

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায় প্রয়াত, শোকপ্রকাশ মোদি-মুর্মুর

Last Updated : 2 hours ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.