ETV Bharat / bharat

জম্মুতে জঙ্গি হামলায় মৃত 9, চলছে চিরুনি তল্লাশি; তদন্তের দাবি মমতার - Terrorist Attack at Jammu - TERRORIST ATTACK AT JAMMU

Terrorist Attack at Jammu Update: জম্মু ও কাশ্মীরে একটি পুণ্যার্থী-বোঝাই বাসে রবিবার জঙ্গিরা হামলার ছক কষে ৷ হামলার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে সটান খাদে পড়ে যায় বাসটি ৷ ওই হামলায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত জানা গিয়েছে 9 ৷ সোমবার সকাল থেকে সেনাবাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন ওই এলাকা ৷ ড্রোন চালিয়ে জঙ্গলঘেরা এলাকায় চলছে চিরুনি তল্লাশি ৷ জঙ্গি হামলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ৷

Terrorist Attack at Jammu
সেনাবাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন এলাকা (ইটিভি ভারত)
author img

By ANI

Published : Jun 10, 2024, 10:30 AM IST

Updated : Jun 10, 2024, 1:21 PM IST

জম্মু, 10 জুন: নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের আগে রবিবার জম্মুতে তীর্থযাত্রী-বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাটি ঘটেছে 6টা 15 নাগাদ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলারার তেরিয়াথ গ্রামের কাছে ৷ সূত্রের খবর, ওই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত 9 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ৷ যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ পাশাপাশি আহত হয়েছেন প্রায় 33 জন পুণ্যার্থী ৷

গতকাল ওই হামলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় ৷ ঘটনার পর থেকেই সেনাবাহিনী জঙ্গিদের তল্লাশি অভিযানে নেমে পড়েছে। সোমবার সকালে ড্রোন উড়িয়ে চলছে চিরুনি তল্লাশি ৷ যদিও এখনও কাউকেই ধরতে পারেনি তারা। এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে তদন্তের দাবি করেছেন ৷ অন্যদিকে, সংবাদসংস্থা এএনআইকে রিয়াসি জেলা প্রশাসক বিশেষ মহাজন রবিবার রাতে জানিয়েছেন, জঙ্গি হামলায় কমপক্ষে 10 জনের মৃ্ত্যুর আশঙ্কা রয়েছে ৷ আরও 33 জন আহত হয়েছেন বলেও তিনি জানান ৷

আজ সকাল থেকেই সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে একাধিক ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ তাতেই জানা গিয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ 10-এ ৷ চারিদিকে চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনা-বাহিনী ৷ এফএসএল (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি) দলও রিয়াসির ঘটনাস্থলে পৌঁছেছে ৷ তারা পুঙ্খনাপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছেন ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে ৷ সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় রিয়াসি থানার পুলিশও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক মহলের শীর্ষ নেতৃত্বরা ৷ পাশাপাশি গতকালই বাংলার মুখ্যমন্ত্রী​ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ যার ফলে অনেকের মৃত্যু হয়েছে। অবিলম্বে বিষয়টি তদন্ত করা উচিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।" জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷ আহতদের পাঁচ লাখ করে আর্থিক সাহায্য দেবেন বলে জানিয়েছেন ৷

জম্মু, 10 জুন: নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রী পদে শপথগ্রহণের আগে রবিবার জম্মুতে তীর্থযাত্রী-বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনাটি ঘটেছে 6টা 15 নাগাদ জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার পনি এলারার তেরিয়াথ গ্রামের কাছে ৷ সূত্রের খবর, ওই জঙ্গি হামলায় এখনও পর্যন্ত 9 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে ৷ যদিও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় পুলিশ প্রশাসনের ৷ পাশাপাশি আহত হয়েছেন প্রায় 33 জন পুণ্যার্থী ৷

গতকাল ওই হামলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় ৷ ঘটনার পর থেকেই সেনাবাহিনী জঙ্গিদের তল্লাশি অভিযানে নেমে পড়েছে। সোমবার সকালে ড্রোন উড়িয়ে চলছে চিরুনি তল্লাশি ৷ যদিও এখনও কাউকেই ধরতে পারেনি তারা। এই ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে তদন্তের দাবি করেছেন ৷ অন্যদিকে, সংবাদসংস্থা এএনআইকে রিয়াসি জেলা প্রশাসক বিশেষ মহাজন রবিবার রাতে জানিয়েছেন, জঙ্গি হামলায় কমপক্ষে 10 জনের মৃ্ত্যুর আশঙ্কা রয়েছে ৷ আরও 33 জন আহত হয়েছেন বলেও তিনি জানান ৷

আজ সকাল থেকেই সংবাদ সংস্থা এএনআইয়ের এক্স হ্যান্ডেলে একাধিক ভিডিয়ো পোস্ট করা হয়েছে ৷ তাতেই জানা গিয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছ 10-এ ৷ চারিদিকে চিরুনি তল্লাশি চালাচ্ছেন সেনা-বাহিনী ৷ এফএসএল (ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি) দলও রিয়াসির ঘটনাস্থলে পৌঁছেছে ৷ তারা পুঙ্খনাপুঙ্খ তদন্ত চালিয়ে যাচ্ছেন ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছেছে ৷ সেইসঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছয় রিয়াসি থানার পুলিশও। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক মহলের শীর্ষ নেতৃত্বরা ৷ পাশাপাশি গতকালই বাংলার মুখ্যমন্ত্রী​ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, "জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে তীর্থযাত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ যার ফলে অনেকের মৃত্যু হয়েছে। অবিলম্বে বিষয়টি তদন্ত করা উচিত। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।" জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷ আহতদের পাঁচ লাখ করে আর্থিক সাহায্য দেবেন বলে জানিয়েছেন ৷

Last Updated : Jun 10, 2024, 1:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.