ETV Bharat / bharat

অভিষেকের পর রাহুল, তামিলনাড়ুতে কংগ্রেস সাংসদের হেলিকপ্টার তল্লাশি কমিশনের - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Rahul Gandhi: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি নির্বাচন কমিশনের ৷ সোমবার কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে আসেন রাহুল ৷ সেখানেই এই তল্লাশি অভিযান চালান কমিশনের ফ্লাইং স্কোয়াড ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Apr 15, 2024, 1:50 PM IST

Updated : Apr 15, 2024, 3:10 PM IST

তামিলনাড়ু, 15 এপ্রিল: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি নির্বাচন কমিশনের ৷ সোমবার কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে আসেন রাহুল ৷ সেখানে যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে এই তল্লাশি অভিযান চালায় কমিশনের ফ্লাইং স্কোয়াড ৷

আগামী 26 এপ্রিল কেরলের 20টি আসনে হবে নির্বাচন ৷ নিজের সংসদীয় এলাকা ওয়েনাড় থেকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন রাহুল ৷ নির্বাচনের আগে সোমবার একাধিক কর্মসূচি নিয়ে ওয়নাড়ে আসেন তিনি ৷ ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া করেন নেতা-মন্ত্রীরা ৷ পুলিশ সূত্রে খবর, এদিন রাহুলের ভাড়া নেওয়া সেই চপারেই তল্লাশি চালায় কমিশনের আধিকারিকরা ৷

উল্লেখ্য়, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালায় আয়কর বিভাগ ৷ সেই নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবারের ঘটনায় বিরোধীদের নিশানায় চলে এসেছে কেন্দ্র সরকার ৷ বিরোধীদের দাবি, ভোটের মুখে তাদের চাপে রাখতে এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার ৷

এদিন নীলগিরির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথায়, 'এক দেশ, এক নির্বাচন' উদ্দেশ্য পূরণের ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বিজেপি ৷ রবিবার দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷ সোমবার সেই বিষয়েও বিজেপিকে কটাক্ষ করেন এই কংগ্রেস নেতা ৷ তিনি বলেন, "বিজেপির দলীয় ইস্তাহারে গরিবদের জন্য কোনও সুযোগসুবিধার কথা বলা হয়নি ৷ বরং 2036 অলিম্পিক নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে ৷" এরপরই তিনি জানান, দেশের সব ধরণের মানুষের স্বার্থের কথা বলা রয়েছে কংগ্রেসের ইস্তাহারে ৷ আর এটাই দুই দলের মধ্য়ে প্রধান পার্থক্য় ৷

আরও পড়ুন:

তামিলনাড়ু, 15 এপ্রিল: কংগ্রেস সাংসদ রাহুল গান্ধির হেলিকপ্টারে তল্লাশি নির্বাচন কমিশনের ৷ সোমবার কেরলের ওয়েনাড়ে নির্বাচনী প্রচারে আসেন রাহুল ৷ সেখানে যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে এই তল্লাশি অভিযান চালায় কমিশনের ফ্লাইং স্কোয়াড ৷

আগামী 26 এপ্রিল কেরলের 20টি আসনে হবে নির্বাচন ৷ নিজের সংসদীয় এলাকা ওয়েনাড় থেকে দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন রাহুল ৷ নির্বাচনের আগে সোমবার একাধিক কর্মসূচি নিয়ে ওয়নাড়ে আসেন তিনি ৷ ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া করেন নেতা-মন্ত্রীরা ৷ পুলিশ সূত্রে খবর, এদিন রাহুলের ভাড়া নেওয়া সেই চপারেই তল্লাশি চালায় কমিশনের আধিকারিকরা ৷

উল্লেখ্য়, রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালায় আয়কর বিভাগ ৷ সেই নিয়ে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবারের ঘটনায় বিরোধীদের নিশানায় চলে এসেছে কেন্দ্র সরকার ৷ বিরোধীদের দাবি, ভোটের মুখে তাদের চাপে রাখতে এই পদক্ষেপ নিয়েছে বিজেপি সরকার ৷

এদিন নীলগিরির জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ ৷ তাঁর কথায়, 'এক দেশ, এক নির্বাচন' উদ্দেশ্য পূরণের ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে বিজেপি ৷ রবিবার দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন নরেন্দ্র মোদি ৷ সোমবার সেই বিষয়েও বিজেপিকে কটাক্ষ করেন এই কংগ্রেস নেতা ৷ তিনি বলেন, "বিজেপির দলীয় ইস্তাহারে গরিবদের জন্য কোনও সুযোগসুবিধার কথা বলা হয়নি ৷ বরং 2036 অলিম্পিক নিয়ে আলোচনা করতে শোনা গিয়েছে ৷" এরপরই তিনি জানান, দেশের সব ধরণের মানুষের স্বার্থের কথা বলা রয়েছে কংগ্রেসের ইস্তাহারে ৷ আর এটাই দুই দলের মধ্য়ে প্রধান পার্থক্য় ৷

আরও পড়ুন:

Last Updated : Apr 15, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.