ETV Bharat / bharat

মোদি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আরজি খারিজ সুপ্রিম কোর্টে - Supreme Court

Supreme Court: ভোট প্রচারে বিদ্বেষমূলক ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা, এই অভিযোগ তুলে মামলা হয় সুপ্রিম কোর্টে ৷ মামলাকারীদের আবেদন ছিল যে সুপ্রিম কোর্ট এই নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দিক নির্বাচন কমিশনকে ৷ কিন্তু শীর্ষ আদালত এমন কোনও নির্দেশ দিতে রাজি হয়নি ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 8:22 PM IST

নয়াদিল্লি, 14 মে: চলতি লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছে, এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলায় আবেদন করা হয় যে মোদি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশমকে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট ৷ কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে এমন কোনও নির্দেশিকা জারি করতেই রাজি হয়নি শীর্ষ আদালত ৷

ড. ইমানি অনন্ত সত্যনারায়ণ শর্মা ও অন্যদের দায়ের করা এই মামলার এ দিন শুনানি হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে ৷ সেখানে আদালত জানিয়ে দেয় যে নির্বাচন কমিশন সংক্রান্ত কোনও বিষয়ে তারা নির্দেশিকা জারি করবে না ৷

তবে আবেদনকারীদের আইনজীবী সঞ্জয় হেগড়ে বারবার বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না ৷ তার পরও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশিকা এই নিয়ে জারি করতে রাজি হয়নি ৷ আবেদনকারীদের আইনজীবীরা চেয়েছিলেন যে আদালত জানাক যে আপাতত তারা এই আবেদন শুনতে চায় না ৷ কিন্তু আদালতের মৌখিক পর্যবেক্ষণ যে পরবর্তী নির্বাচনে এর থেকে খারাপ কিছু হতে পারে ৷

বিজেপির সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দুটি পোস্টকে উল্লেখ করেই এই মামলা দায়ের করা হয়েছিল ৷ সেখানে প্রধানমন্ত্রীকে জন প্রতিনিধিত্ব আইনের বলে ছ’বছরের জন্য নির্বাচন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছিল ৷ পাশাপাশি ফতিমা নামে এক আবেদনকারী আদালতে জানান যে নির্বাচন কমিশনকে মোদির বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক ৷

কিন্তু আদালত আবেদনকারীদের প্রশ্ন করে, "আপনরা কি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন ? আদেশের রিটের জন্য আপনাকে প্রথমে কর্তৃপক্ষের কাছে যেতে হবে ৷" তার পরই আদালত এই আবেদন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন ৷ যদিও আবেদনকারীদের দাবি, মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই কমিশনে আবেদন করেছিলেন ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

আরও পড়ুন:

  1. অবৈধভাবে বঞ্চিত পড়ুয়ার জন্য মেডিক্যালের অতিরিক্ত আসন বৃদ্ধির নির্দেশ সুপ্রিম কোর্টের
  2. নজরে মত প্রকাশের স্বাধীনতা, কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটের কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
  3. কমিশনার নিয়োগ নিয়ে 'সুপ্রিম' প্রশ্নের মুখে কেন্দ্র, 6 সপ্তাহের মধ্যে জবাবের নির্দেশ

নয়াদিল্লি, 14 মে: চলতি লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতারা বিদ্বেষমূলক ভাষণ দিচ্ছে, এই অভিযোগ তুলে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ সেই মামলায় আবেদন করা হয় যে মোদি-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশমকে প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট ৷ কিন্তু মঙ্গলবার এই মামলার শুনানিতে এমন কোনও নির্দেশিকা জারি করতেই রাজি হয়নি শীর্ষ আদালত ৷

ড. ইমানি অনন্ত সত্যনারায়ণ শর্মা ও অন্যদের দায়ের করা এই মামলার এ দিন শুনানি হয় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিক্রম নাথ এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে ৷ সেখানে আদালত জানিয়ে দেয় যে নির্বাচন কমিশন সংক্রান্ত কোনও বিষয়ে তারা নির্দেশিকা জারি করবে না ৷

তবে আবেদনকারীদের আইনজীবী সঞ্জয় হেগড়ে বারবার বোঝানোর চেষ্টা করেন যে নির্বাচন কমিশন নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না ৷ তার পরও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশিকা এই নিয়ে জারি করতে রাজি হয়নি ৷ আবেদনকারীদের আইনজীবীরা চেয়েছিলেন যে আদালত জানাক যে আপাতত তারা এই আবেদন শুনতে চায় না ৷ কিন্তু আদালতের মৌখিক পর্যবেক্ষণ যে পরবর্তী নির্বাচনে এর থেকে খারাপ কিছু হতে পারে ৷

বিজেপির সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দুটি পোস্টকে উল্লেখ করেই এই মামলা দায়ের করা হয়েছিল ৷ সেখানে প্রধানমন্ত্রীকে জন প্রতিনিধিত্ব আইনের বলে ছ’বছরের জন্য নির্বাচন থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়ার আবেদনও করা হয়েছিল ৷ পাশাপাশি ফতিমা নামে এক আবেদনকারী আদালতে জানান যে নির্বাচন কমিশনকে মোদির বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হোক ৷

কিন্তু আদালত আবেদনকারীদের প্রশ্ন করে, "আপনরা কি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন ? আদেশের রিটের জন্য আপনাকে প্রথমে কর্তৃপক্ষের কাছে যেতে হবে ৷" তার পরই আদালত এই আবেদন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন ৷ যদিও আবেদনকারীদের দাবি, মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনেকেই কমিশনে আবেদন করেছিলেন ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷

আরও পড়ুন:

  1. অবৈধভাবে বঞ্চিত পড়ুয়ার জন্য মেডিক্যালের অতিরিক্ত আসন বৃদ্ধির নির্দেশ সুপ্রিম কোর্টের
  2. নজরে মত প্রকাশের স্বাধীনতা, কেন্দ্রের ফ্যাক্ট চেকিং ইউনিটের কাজ স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
  3. কমিশনার নিয়োগ নিয়ে 'সুপ্রিম' প্রশ্নের মুখে কেন্দ্র, 6 সপ্তাহের মধ্যে জবাবের নির্দেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.