ETV Bharat / bharat

ধর্মস্থান সংক্রান্ত আইনের মামলায় মৌখিক স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের - 1991 PLACES OF WORSHIP LAW

ধর্মস্থান সংক্রান্ত আইন নিয়ে একগুচ্ছ মামলা ও পাল্টা মামলার শুনানি হল বৃহস্পতিবার ৷ প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ এই বিষয়ে কেন্দ্রের জবাব চাইল ৷

1991 Places of Worship Act
ধর্মস্থান সংক্রান্ত আইনের মামলার শুনানি (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2024, 7:20 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: ধর্মস্থান সংক্রান্ত মামলার প্রথম শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 1991 সালের ধর্মস্থান আইন বিষয়ক মামলায় দেশের কোনও আদালত অন্তর্বর্তী বা চূড়ান্ত- কোনও রকম নির্দেশ বা রায় দিতে পারবে না এখন ৷

বৃহস্পতিবার 1991 সালে ধর্মীয়স্থান সংক্রান্ত আইন নিয়ে মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে ৷ এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ধর্মস্থান আইনের বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে মামলাগুলি করা হয়েছে, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনও মামলা নথিভুক্ত করা যাবে না ৷ এমনকী এই আইনের আওতায় ধর্মস্থানের সমীক্ষায় অনুমোদন পাওয়ার মতো মামলাও দায়ের করা যাবে না ৷

1991 সালের ধর্মস্থান আইন সংক্রান্ত একগুচ্ছ মামলা এবং পাল্টা মামলার শুনানি হয় ৷ এই আইন (প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট) অনুযায়ী, 1947 সালের 15 অগস্ট তারিখে কোনও ধর্মস্থানের চরিত্র যেমন ছিল, তা বদলে অন্য ধর্মস্থানে রূপান্তরিত করা যাবে না ৷ এদিকে এই আইনের একাধিক ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে গঠিত বেঞ্চ এদিন জানতে চায়, এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান কী ? বেঞ্চ জানায়, "বিষয়টি বিচারাধীন ৷ কেন্দ্রের মত না জানা পর্যন্ত, আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না ৷" শীর্ষ আদালতের নির্দেশ, আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার তাদের মতামত জানাবে ৷ আদালত এরপর আরও 4 সপ্তাহ বরাদ্দ করেছে বিবাদী পক্ষের জন্য ৷ তারা কেন্দ্রের মত নিয়ে নিজেদের বক্তব্য জানাবে ৷ এরপর পরবর্তী শুনানি হবে ৷

বেঞ্চকে জানানো হয়, বিভিন্ন মন্দির ও মসজিদ নিয়ে এই আইনের আওতায় 18টি মামলা আদালতে পড়ে রয়েছে ৷ এর মধ্যে অন্যতম বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহী ইদগা সংক্রান্ত আবেদন ৷ এর আগে 2021 সালের মার্চে এই আইন নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছিল শীর্ষ আদালত ৷ এক মামলাকারী অশ্বিনী উপাধ্যায় তাঁর আবেদনে জানিয়েছেন, 1991 সালের ধর্মস্থান আইনের 2, 3 এবং 4 নম্বর ধারা খারিজ করা উচিত ৷ সেই দাবিকে সামনে রেখেই দায়ের হয়েছে একটি মামলা।

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: ধর্মস্থান সংক্রান্ত মামলার প্রথম শুনানিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 1991 সালের ধর্মস্থান আইন বিষয়ক মামলায় দেশের কোনও আদালত অন্তর্বর্তী বা চূড়ান্ত- কোনও রকম নির্দেশ বা রায় দিতে পারবে না এখন ৷

বৃহস্পতিবার 1991 সালে ধর্মীয়স্থান সংক্রান্ত আইন নিয়ে মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে ৷ এদিন দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ধর্মস্থান আইনের বিভিন্ন ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে মামলাগুলি করা হয়েছে, তার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন কোনও মামলা নথিভুক্ত করা যাবে না ৷ এমনকী এই আইনের আওতায় ধর্মস্থানের সমীক্ষায় অনুমোদন পাওয়ার মতো মামলাও দায়ের করা যাবে না ৷

1991 সালের ধর্মস্থান আইন সংক্রান্ত একগুচ্ছ মামলা এবং পাল্টা মামলার শুনানি হয় ৷ এই আইন (প্লেসেস অফ ওরশিপ অ্যাক্ট) অনুযায়ী, 1947 সালের 15 অগস্ট তারিখে কোনও ধর্মস্থানের চরিত্র যেমন ছিল, তা বদলে অন্য ধর্মস্থানে রূপান্তরিত করা যাবে না ৷ এদিকে এই আইনের একাধিক ধারাকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা হয়।

প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে গঠিত বেঞ্চ এদিন জানতে চায়, এই আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান কী ? বেঞ্চ জানায়, "বিষয়টি বিচারাধীন ৷ কেন্দ্রের মত না জানা পর্যন্ত, আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারছি না ৷" শীর্ষ আদালতের নির্দেশ, আগামী 4 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার তাদের মতামত জানাবে ৷ আদালত এরপর আরও 4 সপ্তাহ বরাদ্দ করেছে বিবাদী পক্ষের জন্য ৷ তারা কেন্দ্রের মত নিয়ে নিজেদের বক্তব্য জানাবে ৷ এরপর পরবর্তী শুনানি হবে ৷

বেঞ্চকে জানানো হয়, বিভিন্ন মন্দির ও মসজিদ নিয়ে এই আইনের আওতায় 18টি মামলা আদালতে পড়ে রয়েছে ৷ এর মধ্যে অন্যতম বারাণসীর জ্ঞানবাপী মসজিদ এবং মথুরার শাহী ইদগা সংক্রান্ত আবেদন ৷ এর আগে 2021 সালের মার্চে এই আইন নিয়ে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছিল শীর্ষ আদালত ৷ এক মামলাকারী অশ্বিনী উপাধ্যায় তাঁর আবেদনে জানিয়েছেন, 1991 সালের ধর্মস্থান আইনের 2, 3 এবং 4 নম্বর ধারা খারিজ করা উচিত ৷ সেই দাবিকে সামনে রেখেই দায়ের হয়েছে একটি মামলা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.