নয়াদিল্লি, 29 জানুয়ারি: সুপ্রিম কোর্টে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ ফলে ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুর আগাম জামিন বহাল রইল ৷ অন্ধ্রের রাজধানীতে ইনার রিং রোড বানানো নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে চন্দ্রবাবুর বিরুদ্ধে ৷ 2022 সালে সেই নিয়ে এফআইআর দায়ের হয় ৷ ওই মামলায় গত 10 জানুয়ারি অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আগাম জামিন দেয় চন্দ্রবাবু নাইডুকে ৷ সেই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ কিন্তু তাদের সেই আবেদন সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷
এ দিন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে ৷ সেখানে মামলা খারিজ হয়ে যাওয়ার পরও চন্দ্রবাবু নাইডুর আইনজীবী সিদ্ধার্থ লুথরা ও রাজ্য সরকারের আইনজীবী রঞ্জিত কুমার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাগুলি বিচারাধীন রয়েছে, সেগুলি উল্লেখ করেন ৷ আদালত তখন জানতে চায়, অন্ধ্র সরকারের এসএলপি (স্পেশাল লিভ পিটিশন) খারিজ হয়ে যাওয়ার পরও কেন একথা শোনা হবে ?
তবে আদালত জানিয়েছে, এ দিনের নির্দেশ কোনোভাবেই তদন্তে প্রভাব ফেলবে না ৷ আর চন্দ্রবাবু নাইডু যদি তদন্তে সহযোগিতা না করেন, তাহলে অন্ধ্রপ্রদেশ সরকার তাঁর আগাম জামিন খারিজের জন্য আদালতের দ্বারস্থ হতে পারে ৷ উল্লেখ্য, সুপ্রিম কোর্টে করা এবারের আবেদনে অন্ধ্রপ্রদেশ সরকার দাবি করেছিল যে ওই রাজ্যের হাইকোর্ট কম সময়ের মধ্যে সবকিছু ভালো করে খতিয়ে না দেখেই আগাম জামিন দেয় চন্দ্রবাবু নাইডুকে ৷ অন্ধ্র সরকারের আরও দাবি, গ্রেফতারিতে বিলম্ব কখনও আগাম জামিন দেওয়ার কারণ হতে পারে না ৷
সুপ্রিম কোর্টে দায়ের করে পিটিশনে অন্ধ্রপ্রদেশ সরকার আরও জানায় যে এই দুর্নীতির তদন্ত বেশ জটিল প্রকৃতির ৷ এতে তথ্য-প্রমাণ ও মৌখিক সাক্ষ্যের পরিমাণ অনেক ৷ সিআইডি তদন্ত করছে ৷ নাইডুর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তদন্তকারী সংস্থা তাঁকে হেফাজতে নেওয়ার বিষয়ে পদক্ষেপ করে ৷ কিন্তু অন্ধ্রপ্রদেশ সরকারের যুক্তি যে টেকেনি, তা সুপ্রিম কোর্টে মামলা খারিজ হয়ে যাওয়া থেকেই স্পষ্ট ৷
আরও পড়ুন: