নয়াদিল্লি, 12 জুলাই: রাজ্য-রাজ্যপাল সংঘাত নয়া মাত্রা পেল ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজ্যের দায়ের করা মামলা শুনতে রাজি হল সুপ্রিম কোর্ট ৷ রাজ্যের সাংবিধানিক প্রধান কমপক্ষে 8টি বিলে সম্মতি না দিয়ে আটকে রেখেছেন ৷ এই দাবি করে শীর্ষ আদালতে মামলা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ কিন্তু এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়নি ৷ এবার সেই মামলা শুনবে বলে জানিয়েছে শীর্ষ আদালত ৷
রাজ্য প্রশাসনের তরফে আইনজীবী আস্থা শর্মা, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জেবি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চে শুক্রবার বিষয়টি উল্লেখ করেন ৷ জবাবে প্রধান বিচারপতি জানান, তিনি বিষয়টি দেখবেন ৷
রাজ্য প্রশাসনের দাবি, রাজ্যপাল কোনও কারণ না দেখিয়ে এপ্রিল মাস থেকে এই আটটি বিল নিজের কাছে রেখে দিয়েছেন ৷ এভাবে তিনি সংবিধানের 200 নম্বর ধারা লঙ্ঘন করছেন ৷ ওই ধারা অনুযায়ী বিধানসভায় পাশ হওয়া কোনও বিল রাজ্যপালের কাছে গেলে তাঁকে তার অনুমোদন দিতে হবে । তিনি অনুমোদন দিতে না চাইলে তাঁকে নির্দিষ্ট কারণ দেখাতে হবে ৷ পাশাপাশি এই দুটোর কোনওটাই না করে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য অপেক্ষাও করতে পারেন ৷ নবান্নের দাবি, রাজ্যপাল বিধানসভায় পাশ হওয়া বিল কোনও কারণ না দেখিয়েই নিজের কাছে রেখে দিয়েছেন ৷
বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সংশোধনি বিল থেকে শুরু করে কৃষি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়-সহ আটটি বিলে রাজ্যপাল এখনও সম্মতি দেননি ৷ এই সমস্ত বিল নিয়ে ইতিমধ্যেই প্রবল তরজা শুরু হয়েছে ৷ তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়েও জটিলতা তৈরি হয়েছে ৷ তা নিয়ে সুপ্রিম কোর্টে পৃথক মামলাও হয়েছে ৷