ETV Bharat / bharat

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রামলীলায় 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশ, থাকবেন কল্পনা-সুনীতা - INDIA Save Democracy Rally - INDIA SAVE DEMOCRACY RALLY

Save Democracy Rally: রবিবার রামলীলা ময়দানে হাজির হচ্ছেন 'ইন্ডিয়া' জোটের শীর্ষ নেতারা ৷ গতকালই রাজধানীতে এসেছেন ধৃত হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন ৷ তিনি কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে দেখা করেছেন ৷ আজ তাঁরা এই সমাবেশে থাকতে পারেন ৷

ETV Bharat
দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়ো জোটের সমাবেশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 11:18 AM IST

Updated : Mar 31, 2024, 12:44 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ: আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে একজোট হল 'ইন্ডিয়া' ৷ রবিবার সকালে রাজধানীর রামলীলা ময়দানে 'সেভ ডেমোক্রেসি' বা গণতন্ত্র বাঁচাও সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে ইডি ৷ 1 এপ্রিল পর্যন্ত তিনি ইডি হেফাজতেই থাকবেন ৷ এই ঘটনাকে বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলেই সরব হয়েছে বিরোধী শিবির ৷ এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি ৷

রামলীলা ময়দানে এই মহাসমাবেশে অংশ নিয়ে শনিবার রাতেই দিল্লি পৌঁছেছেন হেমন্ত সোরেনর স্ত্রী কল্পনা ৷ তিনি অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথা বলেছেন ৷ এই সমাবেশে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি অংশ নেবে বলে জানা গিয়েছে ৷ রবিবার সকাল রামলীলা ময়দান থেকে দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশি বলেন, "এখন সকাল 10টা ৷ ইতিমধ্যে বহু মানুষ রামলীলা ময়দানে জড়ো হয়েছে ৷ তারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এসেছেন ৷ দিল্লিবাসী জানে, অরবিন্দ কেজরিওয়াল তাদের জীবনের ধরনটাই বদলে দিয়েছিলেন ৷ তিনি জেলে থাকলেও দিল্লির অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন ৷ সেখান থেকেই বার্তা পাঠাচ্ছেন ৷"

এদিকে এদিন রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী ৷ তিনি বিরোধী 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করে দুর্নীতির কথা তোলেন ৷ তিনি জানান, একগুচ্ছ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তাঁদের মধ্যে কংগ্রেস, ডিএমকে এবং আরজেডি নেতারাও আছেন ৷ আর এই অভিযোগ 2014 সালের পূর্ববর্তী সময়ের ৷ তিনি এও মনে করিয়ে দেন, এই রামলীলা ময়দানেই একসময় দুর্নীতি বিরোধী আন্দোলন করেছিলেন আন্না হাজারে ৷ আর রবিবার সেখানেই দুর্নীতিগ্রস্তরা সমাবেশ করছে ৷

আরও পড়ুন:

  1. ব্যক্তিকে নয়, রবিবারের সমাবেশ সংবিধানকে বাঁচাতে, ঢোক গিলে নয়া দাবি কংগ্রেসের
  2. আবগারি দুর্নীতি নিয়ে ইডি-কেন্দ্রকে নিশানা কেজরি-পত্নী সুনীতার

নয়াদিল্লি, 31 মার্চ: আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে একজোট হল 'ইন্ডিয়া' ৷ রবিবার সকালে রাজধানীর রামলীলা ময়দানে 'সেভ ডেমোক্রেসি' বা গণতন্ত্র বাঁচাও সমাবেশের ডাক দেওয়া হয়েছে ৷ সম্প্রতি আবগারি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করেছে ইডি ৷ 1 এপ্রিল পর্যন্ত তিনি ইডি হেফাজতেই থাকবেন ৷ এই ঘটনাকে বিজেপি সরকারের রাজনৈতিক প্রতিহিংসা বলেই সরব হয়েছে বিরোধী শিবির ৷ এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করেছে ইডি ৷

রামলীলা ময়দানে এই মহাসমাবেশে অংশ নিয়ে শনিবার রাতেই দিল্লি পৌঁছেছেন হেমন্ত সোরেনর স্ত্রী কল্পনা ৷ তিনি অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার সঙ্গে কথা বলেছেন ৷ এই সমাবেশে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি অংশ নেবে বলে জানা গিয়েছে ৷ রবিবার সকাল রামলীলা ময়দান থেকে দিল্লির শিক্ষা মন্ত্রী অতিশি বলেন, "এখন সকাল 10টা ৷ ইতিমধ্যে বহু মানুষ রামলীলা ময়দানে জড়ো হয়েছে ৷ তারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে এসেছেন ৷ দিল্লিবাসী জানে, অরবিন্দ কেজরিওয়াল তাদের জীবনের ধরনটাই বদলে দিয়েছিলেন ৷ তিনি জেলে থাকলেও দিল্লির অবস্থা নিয়ে চিন্তায় রয়েছেন ৷ সেখান থেকেই বার্তা পাঠাচ্ছেন ৷"

এদিকে এদিন রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব উড়িয়ে দিয়েছেন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী ৷ তিনি বিরোধী 'ইন্ডিয়া' জোটকে আক্রমণ করে দুর্নীতির কথা তোলেন ৷ তিনি জানান, একগুচ্ছ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ তাঁদের মধ্যে কংগ্রেস, ডিএমকে এবং আরজেডি নেতারাও আছেন ৷ আর এই অভিযোগ 2014 সালের পূর্ববর্তী সময়ের ৷ তিনি এও মনে করিয়ে দেন, এই রামলীলা ময়দানেই একসময় দুর্নীতি বিরোধী আন্দোলন করেছিলেন আন্না হাজারে ৷ আর রবিবার সেখানেই দুর্নীতিগ্রস্তরা সমাবেশ করছে ৷

আরও পড়ুন:

  1. ব্যক্তিকে নয়, রবিবারের সমাবেশ সংবিধানকে বাঁচাতে, ঢোক গিলে নয়া দাবি কংগ্রেসের
  2. আবগারি দুর্নীতি নিয়ে ইডি-কেন্দ্রকে নিশানা কেজরি-পত্নী সুনীতার
Last Updated : Mar 31, 2024, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.