ETV Bharat / bharat

বর্ণবিদ্বেষী মন্তব্য বিতর্কে ইস্তফা স্য়াম পিত্রোদার, রাহুলের জবাব চাইলেন মোদি - Sam Pitroda Racist Remarks

author img

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 8:21 PM IST

Sam Pitroda Racist Remarks
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বাঁদিকে)৷ স্যাম পিত্রোদা (ডান দিকে) (নিজস্ব চিত্র)

Sam Pitroda Racist Remarks: বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ স্যাম পিত্রোদার বিরুদ্ধে ৷ এই মন্তব্যের জেরে তিনি ইস্তফা দিয়েছেন ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে ৷ কংগ্রেস এই মন্তব্য সমর্থন করে না বলে জানিয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নিয়ে নিশানা করেছেন রাহুল গান্ধিকে ৷

হায়দরাবাদ, 8 মে: নির্বাচনী যুদ্ধের মাঝে স্যাম পিত্রোদার মন্তব্যের জেরে ব্যাকফুটে কংগ্রেস ৷ সুযোগ বুঝে আক্রমণে নেমে পড়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই পরিস্থিতিতে স্য়ামের মন্তব্য নিয়ে দূরত্ব তৈরি করেছে কংগ্রেস ৷ বিতর্ক বাড়তে থাকায় ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন স্যাম পিত্রোদা ৷

যাবতীয় বিতর্কের সূত্রপাত একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে ৷ দ্য স্টেটসম্যানকে ওই সাক্ষাৎকার দেন স্যাম পিত্রোদা ৷ সেখানে তিনি মন্তব্য করেন, "পূর্বের লোকেরা দেখতে চাইনিজ, পশ্চিমের লোকেরা দেখতে আরবের মতো, উত্তরের লোকেরা দেখতে শ্বেতাঙ্গদের মতো, এবং দক্ষিণের লোকেরা দেখতে আফ্রিকানদের মতো ।"

এখানে তিনি পূর্ব ভারত, পশ্চিম ভারত, উত্তর ভারত ও দক্ষিণ ভারতকেই বুঝিয়েছেন ৷ কিন্তু তাঁর মন্তব্য বর্ণবিদ্বেষমূলক বলে অভিযোগ ওঠে ৷ তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে নির্বাচনী জনসভা থেকে এই নিয়ে রাহুল গান্ধিকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, ‘‘শাহজাদা এর উত্তর আপনাকে দিতে হবে ৷’’ একই সঙ্গে তিনি জানান যে এই অপমান ভারতীয়রা সহ্য করবে না ৷

কংগ্রেসের তরফে জয়রাম রমেশ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ স্যামের এই মন্তব্যকে কংগ্রেস সমর্থন করে না বলে তিনি ওই পোস্টে জানান ৷ যদিও এই নিয়ে আক্রমণের ঝড় থামেনি ৷ দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি নেতারা এই নিয়ে সমালোচনামূলক পোস্ট করেন সোশাল মিডিয়ায়৷ আবার অনেক সাধারণ নেটিজেনও এই মন্তব্যের সমালোচনায় সরব হন ৷

এই পরিস্থিতিতে স্যাম পিত্রোদা কার্যত কোণঠাসা হয়ে পড়েন ৷ তিনি ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন ৷ এই নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন জয়রাম রমেশ ৷ তিনি জানান, স্যামের ইস্তফা কংগ্রেস গ্রহণ করেছে ৷

আরও পড়ুন:

  1. ভোটের প্রচারে আম্বানি-আদানি নিয়ে রাহুল কেন নীরব, প্রশ্ন প্রধানমন্ত্রী মোদির
  2. 'মিথ্যা-ঘৃণার প্রচারকদের প্রত্যাখ্যান করুন', দেশের ভোটারদের আহ্বান সোনিয়া গান্ধির
  3. দাবায় সেরা রাহুল! 'আগে তো জিতুন, তারপর...', রায়বরেলি নিয়ে 'ছোট্ট মজা' কাসপারভের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.