নয়াদিল্লি, 31 জানুয়ারি: 200 কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ বুধবার এই দুর্নীতির তদন্তে নেমে ইডির আধিকারিকরা তিনটি রাজ্যে তল্লাশি চালান ৷ তল্লাশি চালানো হয় জম্মু ও কাশ্মীর, পঞ্জাব ও উত্তরপ্রদেশে ৷ এই তিন রাজ্যের ন’টি জায়গায় তল্লাশি চালানো হয় ৷ প্রতিটি জায়গার সঙ্গেই যোগ রয়েছে ভারত পেপারস লিমিটেড বা বিপিএল নামে একটি সংস্থার ৷ ইডি সূত্রে খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ-এর অধীনে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে ৷
ভারত পেপারস লিমিটেড বা বিপিএল হল একটি পেপার বোর্ড প্যাকেজিং সংস্থা ৷ 2006 সালের সেপ্টেম্বরে এই সংস্থা তৈরি হয় ৷ জম্মু ও লুধিয়ানায় ভারত বক্স ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি সংস্থা রয়েছে ৷ বিপিএল ওই সংস্থার সহযোগী হিসেবে কাজ করে ।
এদিকে, এই কোম্পানির বিরুদ্ধে প্রাথমিক অভিযোগগুলি হল যে এর ডিরেক্টররা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া-সহ একাধিক ব্যাংকের থেকে প্রায় 200 কোটি টাকার ঋণ জালিয়াতি করেছে ৷ এসবিআই ছাড়া আর যে ব্যাংক তালিকায় রয়েছে, সেগুলি হল জম্মু ও কাশ্মীর ব্যাংক, পিএনবি এবং কারুর বৈশ্য ব্যাংক ।
ওই সংস্থার বিরুদ্ধে আরও অভিযোগ যে তারা তাদের অধীনে থাকা সংস্থা বা ভুয়ো সংস্থাতে ঋণের অর্থ স্থানান্তর করে ৷ এছাড়া ভুয়ো চালান তৈরি করে আমদানি করা অথবা তৈরি করা যন্ত্রপাতি বিক্রি করেছে ৷ এর জন্য ব্যাংকের কাছ থেকে তারা প্রয়োজনীয় অনুমতি নেয়নি ৷
উল্লেখ্য, ভারত পেপারস লিমিটেডের পরিচালকরা হলেন রাজিন্দর কুমার, পারভীন কুমার, বলজিন্দর সিং, অনিল কুমার ও অনিল কাশ্যপ ।
(এজেন্সি ইনপুট-সহ)
আরও পড়ুন: