ETV Bharat / bharat

তীর্থে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত একই পরিবারের 6 সদস্য, আশঙ্কাজনক দুই শিশু - Road Accident

Road Accident in Rajasthan: রাজস্থানের সাওয়াই মাধোপুরের বাউনলিতে এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে গাড়ি ৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের 6 জনের ৷ দুই শিশুও ঘটনায় গুরুতর আহত হয়েছে । তাদের হাসপাতালে চিকিৎসা চলছে ৷

Road Accident
পথ দুর্ঘটনা (ছবি সূত্র: ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 11:36 AM IST

সওয়াই মাধোপুর (রাজস্থান), 5 মে: রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ প্রাণ কাড়ল 6 জনের । নিহতরা সকলে একই পরিবারের বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে সওয়াই মাধোপুর জেলার বাউনলি এলাকায় ৷ এই ঘটনায় ওই পরিবারের দুই শিশুও গুরুতর আহত হয়েছে । নিহতদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে ।

জানা গিয়েছে, পরিবারটি গাড়ি করে ভগবান গণেশের দর্শনের জন্য সিকার থেকে রণথম্ভোরে যাচ্ছিল । সে সময় বনাস কালভার্টের ঠিক আগে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িটিকে ধাক্কা মারে ৷ এর ফলে দুর্ঘটনায় যাত্রী-সহ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাউনলি থানার পুলিশ । এরপর আহতদের উদ্ধার করে সিএইচসি বাউনলিতে নিয়ে আসা হয় ৷ 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক । নিহতদের দেহ মর্গে রাখা হয়েছে ৷ আহত দুই শিশুর বাউনলি সিএইচসিতে ভরতি রয়েছে ।

বাউনলি থানার অফিসার জানান, এই দুর্ঘটনায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার খবর পেয়ে বাউনালি থানার পুলিশ এসে অনেক কষ্টে গাড়ি থেকে দেহগুলি বের করে । যে গাড়িটি এসে ধাক্কা মেরেছে সেটিকে শনাক্ত করা যায়নি । সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে গাড়িটির খোঁজ করছে পুলিশ । পাশাপাশি নিহতদের পরিবারকেও জানানো হয়েছে ৷ তারা আসার পরই সকল মৃতদের ময়নাতদন্ত করে দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

প্রসঙ্গত, শনিবার উত্তরাখণ্ডের মুসৌরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ ওই দুর্ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছিলেন ৷ 6 জনই দেরাদুন আইএমএস কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছিল । তাঁরা গাড়ি করে মুসৌরিতে বেড়াতে এসেছিলেন । সকালে দেরাদুনে ফেরার সময় চুনাখানের কাছে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় ।

আরও পড়ুন:

  1. মুসৌরিতে গাড়ি খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 6 কলেজ পড়ুয়ার
  2. বরযাত্রীর গাড়ির উপর উলটে গেল ট্রাক, মৃত 6
  3. সরকারি বাস ও লরির ধাক্কায় মৃত 8, আহত 22

সওয়াই মাধোপুর (রাজস্থান), 5 মে: রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ প্রাণ কাড়ল 6 জনের । নিহতরা সকলে একই পরিবারের বলে জানা গিয়েছে । ঘটনাটি ঘটেছে সওয়াই মাধোপুর জেলার বাউনলি এলাকায় ৷ এই ঘটনায় ওই পরিবারের দুই শিশুও গুরুতর আহত হয়েছে । নিহতদের মধ্যে তিনজন মহিলা ও তিনজন পুরুষ রয়েছে ।

জানা গিয়েছে, পরিবারটি গাড়ি করে ভগবান গণেশের দর্শনের জন্য সিকার থেকে রণথম্ভোরে যাচ্ছিল । সে সময় বনাস কালভার্টের ঠিক আগে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে । অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িটিকে ধাক্কা মারে ৷ এর ফলে দুর্ঘটনায় যাত্রী-সহ গাড়িটি দুমড়ে মুচড়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাউনলি থানার পুলিশ । এরপর আহতদের উদ্ধার করে সিএইচসি বাউনলিতে নিয়ে আসা হয় ৷ 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক । নিহতদের দেহ মর্গে রাখা হয়েছে ৷ আহত দুই শিশুর বাউনলি সিএইচসিতে ভরতি রয়েছে ।

বাউনলি থানার অফিসার জানান, এই দুর্ঘটনায় গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । ঘটনার খবর পেয়ে বাউনালি থানার পুলিশ এসে অনেক কষ্টে গাড়ি থেকে দেহগুলি বের করে । যে গাড়িটি এসে ধাক্কা মেরেছে সেটিকে শনাক্ত করা যায়নি । সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করে গাড়িটির খোঁজ করছে পুলিশ । পাশাপাশি নিহতদের পরিবারকেও জানানো হয়েছে ৷ তারা আসার পরই সকল মৃতদের ময়নাতদন্ত করে দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

প্রসঙ্গত, শনিবার উত্তরাখণ্ডের মুসৌরিতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছিল ৷ ওই দুর্ঘটনায় 6 জন প্রাণ হারিয়েছিলেন ৷ 6 জনই দেরাদুন আইএমএস কলেজের পড়ুয়া বলে জানা গিয়েছিল । তাঁরা গাড়ি করে মুসৌরিতে বেড়াতে এসেছিলেন । সকালে দেরাদুনে ফেরার সময় চুনাখানের কাছে তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় ।

আরও পড়ুন:

  1. মুসৌরিতে গাড়ি খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু 6 কলেজ পড়ুয়ার
  2. বরযাত্রীর গাড়ির উপর উলটে গেল ট্রাক, মৃত 6
  3. সরকারি বাস ও লরির ধাক্কায় মৃত 8, আহত 22
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.