নয়াদিল্লি, 24 জুলাই: আরজেডি সুপ্রিমো লালু যাদবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির এইমস-এ ভর্তি করা হয়। এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়েছে ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয় । তাঁর স্বাস্থ্য ভালো না থাকায় তাঁর একাধিক স্বাস্থ্যপরীক্ষা করা হয় । পরিবারের সদস্যদের থেকে পাওয়া খবর অনুযায়ী, আরজেডি সুপ্রিমো লালু যাদবকে রুটিন পরীক্ষার জন্য এইমস-এ ভর্তি করা হয়েছিল।
गरीबों के मसीहा राष्ट्रीय अध्यक्ष आदरणीय श्री लालू प्रसाद यादव जी को अस्वस्थ होने के चलते दिल्ली एम्स में भर्ती कराया गया है।
— Prince Yadav (@PrinceeRJD) July 23, 2024
सभी बिहारवासियों की ईश्वर से प्रार्थना है कि लालू जी शीघ्र स्वस्थ्य हों।
#LaluPrasadYadav #RJD pic.twitter.com/xUdmHX13iE
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, লালুর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে চেকআপের জন্য এইমস-এ নিয়ে আসা হয়, যেখানে তাঁকে ভর্তি করা হয় । প্রায় এক দিন যাবতীয় পরীক্ষা-নিরীক্ষার পর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লালুর শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে কী ধরনের সমস্যায় লালুকে এইমস-এ ভর্তি হতে হয়েছে তা এখনও জানা যায়নি ।
বয়সজনিত বিভিন্ন সাধারণ স্বাস্থ্য সমস্যার পাশাপাশি, গত বছর সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল লালু প্রসাদ যাদবের । তাঁকে কিডনি দান করেন তাঁর ছোট মেয়ে রোহিণী আচার্য । সিঙ্গাপুরের হাসপাতালে তাঁর কিডনি প্রতিস্থাপন করা হয় । তাঁর পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এর পর বয়সজনিত সাধারণ স্বাস্থ্য সমস্যা ছাড়া মোটামুটি ভালো রয়েছেন তিনি । সাম্প্রতিককালে ফের পুরনো কায়দায় রাজনীতিতে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। দু'দিন আগে, কেন্দ্রীয় সরকারের বিহারকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি প্রত্যাখ্যান করায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন লালু ।