ETV Bharat / bharat

ভারতে মাঙ্কিপক্সের ব্যাপক সংক্রমণের আশঙ্কা নেই, মত ডিজিএইচএস-এর - DGHS on Risk of Mpox Spread - DGHS ON RISK OF MPOX SPREAD

DGHS on Risk of Mpox Spread: এমপক্স বা মাঙ্কিপক্স নিয়ে এখনই কোনও চিন্তার কারণ নেই বলে মনে করছেন ডিজিএইচএস চিকিৎসক অতুল গোয়েল ৷ এই ভাইরাসের ভারতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কম বলে মনে করছেন তিনি ৷ উল্লেখ্য, অগস্টের শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই এমপক্স সংক্রমণকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বলে উল্লেখ করেছে ৷

DGHS on Risk of Mpox Spread
ভারতে এমপক্সের ব্যাপক সংক্রমণের আশঙ্কা নেই বলে জানাল ডিজিএইচএস ৷ (ছবি- চিকিৎসক অতুল গোয়েল এক্স এবং ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 21, 2024, 11:49 AM IST

নয়াদিল্লি, 21 অগস্ট: এমপক্স বা মাঙ্কিপক্স নিয়ে ভয়ের কিছু নেই ৷ এমনটাই দাবি করলেন, ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস বা ডিজিএইচএস চিকিৎসক অতুল গোয়েল ৷ তিনি জানিয়েছেন, ভারতে এই রোগের ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব একটা নেই ৷ উল্লেখ্য, অগস্ট মাসের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, এমপক্সকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিল ৷

আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অংশে এই মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা গিয়েছে ৷ যারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স বা মাঙ্কিপক্সকে আন্তর্জাতিক স্তরে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে ৷ গত 14 অগস্ট, অর্থাৎ গত বুধবার এই ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ তবে, ভারতে মাঙ্কিপক্সের ব্যাপক সংক্রমণের আশঙ্কা না-থাকলেও, সুরক্ষার জন্য আগাম ব্য়বস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে ৷ যাতে ভারতের কোনও শহর বা গ্রামে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়লে, দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ৷

এনিয়ে ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস চিকিৎসক অতুল গোয়েল বলেন, "এখানে ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ এখনও পর্যন্ত ভারতে একটিও কেস পাওয়া যায়নি ৷ জয়েন্ট মনিটারিং গ্রুপ এনসিডিসি-র মূল্যায়ণ হল, এখনও পর্যন্ত এই রোগের ভারতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা দেখা যায়নি ৷ যদি কেউ আক্রান্ত হন, তাহলে আমরা প্রতিটি রোগীকে ধরে এর নিরাময় করব ৷ আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা জারি করেছি ৷ যাঁদের মধ্যে এই মাঙ্কিপক্সের সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর তাঁরা দেশে ফিরলে, সোজা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে ৷"

ডিজিএইচএস অতুল গোয়েল জানিয়েছেন, প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, এমপক্সের সংক্রমণ রয়েছে এমন রোগীদের আইসোলেশন এবং তাঁদের চিকিৎসার জন্য মনোনীত চিকিৎসা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে বলা হয়েছে ৷ উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর পিকে মিশ্র একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন ৷ যে বৈঠকে মাঙ্কিপক্স প্রতিরোধে প্রস্তুতি এবং সংশ্লীষ্ট জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনার করা হয় ৷

নয়াদিল্লি, 21 অগস্ট: এমপক্স বা মাঙ্কিপক্স নিয়ে ভয়ের কিছু নেই ৷ এমনটাই দাবি করলেন, ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস বা ডিজিএইচএস চিকিৎসক অতুল গোয়েল ৷ তিনি জানিয়েছেন, ভারতে এই রোগের ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার ঝুঁকি খুব একটা নেই ৷ উল্লেখ্য, অগস্ট মাসের মাঝামাঝি সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, এমপক্সকে আন্তর্জাতিক ক্ষেত্রে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা বলে ঘোষণা করেছিল ৷

আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অংশে এই মাঙ্কিপক্সের সংক্রমণ দেখা গিয়েছে ৷ যারপরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমপক্স বা মাঙ্কিপক্সকে আন্তর্জাতিক স্তরে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে ৷ গত 14 অগস্ট, অর্থাৎ গত বুধবার এই ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ তবে, ভারতে মাঙ্কিপক্সের ব্যাপক সংক্রমণের আশঙ্কা না-থাকলেও, সুরক্ষার জন্য আগাম ব্য়বস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে ৷ যাতে ভারতের কোনও শহর বা গ্রামে মাঙ্কিপক্সের সংক্রমণ ধরা পড়লে, দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ৷

এনিয়ে ডিরেক্টরেট জেনারেল হেলথ সার্ভিসেস চিকিৎসক অতুল গোয়েল বলেন, "এখানে ভয় পাওয়ার কোনও কারণ নেই ৷ এখনও পর্যন্ত ভারতে একটিও কেস পাওয়া যায়নি ৷ জয়েন্ট মনিটারিং গ্রুপ এনসিডিসি-র মূল্যায়ণ হল, এখনও পর্যন্ত এই রোগের ভারতে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা দেখা যায়নি ৷ যদি কেউ আক্রান্ত হন, তাহলে আমরা প্রতিটি রোগীকে ধরে এর নিরাময় করব ৷ আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তিদের ক্ষেত্রে সতর্কতা জারি করেছি ৷ যাঁদের মধ্যে এই মাঙ্কিপক্সের সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আর তাঁরা দেশে ফিরলে, সোজা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে ৷"

ডিজিএইচএস অতুল গোয়েল জানিয়েছেন, প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, এমপক্সের সংক্রমণ রয়েছে এমন রোগীদের আইসোলেশন এবং তাঁদের চিকিৎসার জন্য মনোনীত চিকিৎসা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে বলা হয়েছে ৷ উল্লেখ্য, সপ্তাহের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর পিকে মিশ্র একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন ৷ যে বৈঠকে মাঙ্কিপক্স প্রতিরোধে প্রস্তুতি এবং সংশ্লীষ্ট জনস্বাস্থ্য ব্যবস্থা নিয়ে পর্যালোচনার করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.