ETV Bharat / bharat

বক্তব্য ছেঁটে দেওয়ায় হতবাক রাহুল, ফেরানোর দাবিতে চিঠি স্পিকারকে - Rahul Writes To Speaker - RAHUL WRITES TO SPEAKER

Rahul Writes To Speaker over expunged remarks: রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব নিয়ে তাঁর পেশ করা বক্তব্য ছেঁটে দেওয়ায় হতবাক রাহুল গান্ধি ৷ বাদ দেওয়া অংশগুলি ফেরানোর দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন রাগা ৷

ETV BHARAT
ওম বিড়লাকে চিঠি রাহুলের (ছবি: সংসদ টিভি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 2:53 PM IST

Updated : Jul 2, 2024, 3:12 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই: সংসদে তাঁর পেশ করা বক্তব্য ছেঁটে দেওয়ায় এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ কীভাবে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, এই ভেবে তিনি হতবাক ৷ বাদ দেওয়া অংশগুলি পুনরায় তাঁর বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা ৷

লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে রাহুল লিখেছেন যে, সোমবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে পেশ করা তাঁর বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়ায় তিনি হতবাক ৷ তাঁর যুক্তি, নিম্নকক্ষের কার্যধারা থেকে কিছু মন্তব্য অপসারণ করার ক্ষমতা রয়েছে অধ্যক্ষের ৷ তবে ক্ষমতার ক্ষেত্রে একটি শর্ত আছে ৷ নির্দিষ্ট শব্দের ক্ষেত্রেই তিনি কথা বাদ দিতে পারেন বলে উল্লেখ করেন রাহুল ৷ এই ক্ষমতার বিষয়ে লোকসভার কার্যপ্রণালী পরিচালনার নিয়মের 380 বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । রাহুলের কথায়, "যেভাবে আমার বক্তৃতার উল্লেখযোগ্য অংশকে কার্যধারা থেকে সরানো হয়েছে, তাতে আমি বিস্মিত হয়েছি ৷"

চিঠিতে 2 জুলাই তারিখ লোকসভার অসংশোধিত বিতর্কের প্রাসঙ্গিক অংশগুলিও সংযুক্ত করেছেন তিনি । রাহুল তাঁর চিঠিতে লিখেছেন, "আমি বলতে বাধ্য হচ্ছি যে, বাদ দেওয়া অংশগুলি বিধি 380 এর আওতায় আসে না । আমি হাউসে যা বোঝাতে চেয়েছিলাম তা হল স্থল বাস্তবতা, বাস্তব অবস্থান ৷"

রায়বরেলির সাংসদের মতে, হাউসের প্রত্যেক সদস্য জনগণের সম্মিলিত কণ্ঠস্বরকে প্রকাশ করেন, তাঁদেরই প্রতিনিধিত্ব করেন ৷ কাজেই তাঁদের ভারতের সংবিধানের 105(1) অনুচ্ছেদে বর্ণিত বাক স্বাধীনতা রয়েছে ৷ হাউসে জনগণের উদ্বেগ উত্থাপন করাটা প্রতিটি সদস্যের অধিকার বলে মনে করিয়ে দেন রাহুল । তাঁর কথায়, "এটা সেই অধিকার, এবং দেশের জনগণের প্রতি আমার দায়বদ্ধতার প্রতিফলন, আমি গতকাল সেটাই করেছিলাম ৷ রেকর্ড থেকে আমার মন্তব্য তুলে নেওয়ার ঘটনা সংসদীয় গণতন্ত্রের নীতিবিরুদ্ধ ।"

রাহুল সেই চিঠিতে অনুরাগ ঠাকুরের বক্তৃতার প্রতি লোকসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ তিনি বলেন যে, পরবর্তী বক্তৃতাটি অভিযোগে পূর্ণ ছিল এবং তাঁর বক্তৃতার একটি মাত্র শব্দ বাদ দেওয়া হয়েছে । রাহুল লিখেছেন, "এ প্রসঙ্গে আমি অনুরাগ ঠাকুরের বক্তৃতার দিকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাঁর বক্তৃতাটি অভিযোগে ভরা ছিল ৷ তবে আশ্চর্যজনকভাবে শুধুমাত্র একটি শব্দ বাদ দেওয়া হয়েছে !"

তিনি স্পিকারের কাছে তাঁর বক্তব্যের বাদ দেওয়া অংশ রেকর্ডে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন ৷ চিঠিতে লেখা হয়েছে, "আপনার ভালো দিকের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলছি, বক্তব্য বাদ দেওয়ার কোনও যুক্তি নেই ৷ কাজেই বাদ দেওয়া অংশ ফেরানোর অনুরোধ জানাচ্ছি ৷"

নয়াদিল্লি, 2 জুলাই: সংসদে তাঁর পেশ করা বক্তব্য ছেঁটে দেওয়ায় এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ কীভাবে তাঁর বক্তব্য বাদ দেওয়া হল, এই ভেবে তিনি হতবাক ৷ বাদ দেওয়া অংশগুলি পুনরায় তাঁর বক্তব্যের সঙ্গে জুড়ে দেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা ৷

লোকসভার স্পিকার ওম বিড়লাকে লেখা চিঠিতে রাহুল লিখেছেন যে, সোমবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদজ্ঞাপক প্রস্তাবে পেশ করা তাঁর বক্তব্যের কিছু অংশ বাদ দেওয়ায় তিনি হতবাক ৷ তাঁর যুক্তি, নিম্নকক্ষের কার্যধারা থেকে কিছু মন্তব্য অপসারণ করার ক্ষমতা রয়েছে অধ্যক্ষের ৷ তবে ক্ষমতার ক্ষেত্রে একটি শর্ত আছে ৷ নির্দিষ্ট শব্দের ক্ষেত্রেই তিনি কথা বাদ দিতে পারেন বলে উল্লেখ করেন রাহুল ৷ এই ক্ষমতার বিষয়ে লোকসভার কার্যপ্রণালী পরিচালনার নিয়মের 380 বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । রাহুলের কথায়, "যেভাবে আমার বক্তৃতার উল্লেখযোগ্য অংশকে কার্যধারা থেকে সরানো হয়েছে, তাতে আমি বিস্মিত হয়েছি ৷"

চিঠিতে 2 জুলাই তারিখ লোকসভার অসংশোধিত বিতর্কের প্রাসঙ্গিক অংশগুলিও সংযুক্ত করেছেন তিনি । রাহুল তাঁর চিঠিতে লিখেছেন, "আমি বলতে বাধ্য হচ্ছি যে, বাদ দেওয়া অংশগুলি বিধি 380 এর আওতায় আসে না । আমি হাউসে যা বোঝাতে চেয়েছিলাম তা হল স্থল বাস্তবতা, বাস্তব অবস্থান ৷"

রায়বরেলির সাংসদের মতে, হাউসের প্রত্যেক সদস্য জনগণের সম্মিলিত কণ্ঠস্বরকে প্রকাশ করেন, তাঁদেরই প্রতিনিধিত্ব করেন ৷ কাজেই তাঁদের ভারতের সংবিধানের 105(1) অনুচ্ছেদে বর্ণিত বাক স্বাধীনতা রয়েছে ৷ হাউসে জনগণের উদ্বেগ উত্থাপন করাটা প্রতিটি সদস্যের অধিকার বলে মনে করিয়ে দেন রাহুল । তাঁর কথায়, "এটা সেই অধিকার, এবং দেশের জনগণের প্রতি আমার দায়বদ্ধতার প্রতিফলন, আমি গতকাল সেটাই করেছিলাম ৷ রেকর্ড থেকে আমার মন্তব্য তুলে নেওয়ার ঘটনা সংসদীয় গণতন্ত্রের নীতিবিরুদ্ধ ।"

রাহুল সেই চিঠিতে অনুরাগ ঠাকুরের বক্তৃতার প্রতি লোকসভার অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ৷ তিনি বলেন যে, পরবর্তী বক্তৃতাটি অভিযোগে পূর্ণ ছিল এবং তাঁর বক্তৃতার একটি মাত্র শব্দ বাদ দেওয়া হয়েছে । রাহুল লিখেছেন, "এ প্রসঙ্গে আমি অনুরাগ ঠাকুরের বক্তৃতার দিকেও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাঁর বক্তৃতাটি অভিযোগে ভরা ছিল ৷ তবে আশ্চর্যজনকভাবে শুধুমাত্র একটি শব্দ বাদ দেওয়া হয়েছে !"

তিনি স্পিকারের কাছে তাঁর বক্তব্যের বাদ দেওয়া অংশ রেকর্ডে ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন ৷ চিঠিতে লেখা হয়েছে, "আপনার ভালো দিকের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলছি, বক্তব্য বাদ দেওয়ার কোনও যুক্তি নেই ৷ কাজেই বাদ দেওয়া অংশ ফেরানোর অনুরোধ জানাচ্ছি ৷"

Last Updated : Jul 2, 2024, 3:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.