ETV Bharat / bharat

সাধারণতন্ত্র দিবসের বিটিং রিট্রিট সেরিমনি, কীভাবে দেখবেন; রইল তার হদিশ - Republic Day 2024

Beating Retreat 2024: সাধারণতন্ত্র দিবসের বিটিং রিট্রিট সেরিমনির মহড়া হয়ে গেল আত্তারি-ওয়াঘা সীমান্তে ৷

ETV Bharat
সাধারণতন্ত্র দিবসের বিটিং রিট্রিট সেরিমনি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 10:43 PM IST

Updated : Jan 26, 2024, 10:54 PM IST

সাধারণতন্ত্র দিবসের বিটিং রিট্রিট সেরিমনির মহড়া

নয়াদিল্লি, 26 জানুয়ারি: আজ দেশের 75তম সাধারণতন্ত্র দিবস ৷ প্রতি বছরের মতো এদিন বিকেলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হয়ে গেল বিটিং রিট্রিট সেরিমনির মহড়া ৷ আত্তারি-ওয়াঘা সীমান্তে এই বিটিং রিট্রিটে অংশগ্রহণ করে ভারত ও পাকিস্তান দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনী ৷

শুক্রবার থেকে এক সপ্তাহব্যাপী এই বিটিং রিট্রিট সেরিমনি শুরু হল ৷ 29 জানুয়ারি বিকেল 4টে নাগাদ নয়াদিল্লির বিজয় চৌকে কর্তব্য পথে চূড়ান্ত অনুষ্ঠানটি হবে ৷ এ বছরের বিটিং রিট্রিট সেরিমনিতে 29টি রাগ সঙ্গীতের সুর বাজানো হবে ৷ এই সুরগুলি বাজাবেন ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, সিএপিএফের জওয়ানরা ৷ এই অনুষ্ঠানে এখনও পর্যন্ত দেশের বৃহত্তম ড্রোন শো হবে ৷ তাতে 3 হাজার 500 টি ভারতে নির্মিত ড্রোন উড়বে রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলসের আকাশে ৷

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য বিশিষ্টরা ৷ যাঁরা এই অনুষ্ঠান সামনাসামনি দেখতে পাবেন না, তাঁরা অবশ্য দূরদর্শনের ন্যাশনাল ইউটিউব চ্যানেলে বিটিং রিট্রিট সেরিমনি অনুষ্ঠান দেখতে পাবেন ৷ আর যাঁরা বিজয় চৌকে এই অনুষ্ঠান দেখতে চান, তাঁদের আগেভাগে টিকিট বুক করতে হবে ৷ এর কাছাকাছি শিবাজি স্টেডিয়াম, জনপথ, উদ্যোগ ভবন মেট্রো স্টেশন থাকায় বিজয় চৌকে পৌঁছনো সহজ হবে ৷

আজকের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ শুক্রবার সকালে তিনি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখেন ৷ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবন রাইসিনা হিলসে চায়ের আমন্ত্রণে 'অ্যাট হোম'-এ অংশ নেন ৷

আরও পড়ুন:

  1. সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  2. প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন নিরাপত্তায় ফাঁক, মুখ্যমন্ত্রীর গ্যালারি লক্ষ্য করে কাগজ ছুড়ল ব্যক্তি
  3. সাধারণতন্ত্র দিবসে মোদির পাগড়িতে রামের ছোঁয়া, কর্তব্যপথে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’

সাধারণতন্ত্র দিবসের বিটিং রিট্রিট সেরিমনির মহড়া

নয়াদিল্লি, 26 জানুয়ারি: আজ দেশের 75তম সাধারণতন্ত্র দিবস ৷ প্রতি বছরের মতো এদিন বিকেলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হয়ে গেল বিটিং রিট্রিট সেরিমনির মহড়া ৷ আত্তারি-ওয়াঘা সীমান্তে এই বিটিং রিট্রিটে অংশগ্রহণ করে ভারত ও পাকিস্তান দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনী ৷

শুক্রবার থেকে এক সপ্তাহব্যাপী এই বিটিং রিট্রিট সেরিমনি শুরু হল ৷ 29 জানুয়ারি বিকেল 4টে নাগাদ নয়াদিল্লির বিজয় চৌকে কর্তব্য পথে চূড়ান্ত অনুষ্ঠানটি হবে ৷ এ বছরের বিটিং রিট্রিট সেরিমনিতে 29টি রাগ সঙ্গীতের সুর বাজানো হবে ৷ এই সুরগুলি বাজাবেন ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, সিএপিএফের জওয়ানরা ৷ এই অনুষ্ঠানে এখনও পর্যন্ত দেশের বৃহত্তম ড্রোন শো হবে ৷ তাতে 3 হাজার 500 টি ভারতে নির্মিত ড্রোন উড়বে রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলসের আকাশে ৷

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য বিশিষ্টরা ৷ যাঁরা এই অনুষ্ঠান সামনাসামনি দেখতে পাবেন না, তাঁরা অবশ্য দূরদর্শনের ন্যাশনাল ইউটিউব চ্যানেলে বিটিং রিট্রিট সেরিমনি অনুষ্ঠান দেখতে পাবেন ৷ আর যাঁরা বিজয় চৌকে এই অনুষ্ঠান দেখতে চান, তাঁদের আগেভাগে টিকিট বুক করতে হবে ৷ এর কাছাকাছি শিবাজি স্টেডিয়াম, জনপথ, উদ্যোগ ভবন মেট্রো স্টেশন থাকায় বিজয় চৌকে পৌঁছনো সহজ হবে ৷

আজকের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ শুক্রবার সকালে তিনি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখেন ৷ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবন রাইসিনা হিলসে চায়ের আমন্ত্রণে 'অ্যাট হোম'-এ অংশ নেন ৷

আরও পড়ুন:

  1. সাধারণতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  2. প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ চলাকালীন নিরাপত্তায় ফাঁক, মুখ্যমন্ত্রীর গ্যালারি লক্ষ্য করে কাগজ ছুড়ল ব্যক্তি
  3. সাধারণতন্ত্র দিবসে মোদির পাগড়িতে রামের ছোঁয়া, কর্তব্যপথে শোনা গেল ‘রাজা রামচন্দ্র কী জয়’
Last Updated : Jan 26, 2024, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.