নয়াদিল্লি, 26 জানুয়ারি: আজ দেশের 75তম সাধারণতন্ত্র দিবস ৷ প্রতি বছরের মতো এদিন বিকেলে ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে হয়ে গেল বিটিং রিট্রিট সেরিমনির মহড়া ৷ আত্তারি-ওয়াঘা সীমান্তে এই বিটিং রিট্রিটে অংশগ্রহণ করে ভারত ও পাকিস্তান দু'দেশের সীমান্ত রক্ষী বাহিনী ৷
শুক্রবার থেকে এক সপ্তাহব্যাপী এই বিটিং রিট্রিট সেরিমনি শুরু হল ৷ 29 জানুয়ারি বিকেল 4টে নাগাদ নয়াদিল্লির বিজয় চৌকে কর্তব্য পথে চূড়ান্ত অনুষ্ঠানটি হবে ৷ এ বছরের বিটিং রিট্রিট সেরিমনিতে 29টি রাগ সঙ্গীতের সুর বাজানো হবে ৷ এই সুরগুলি বাজাবেন ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী, বায়ুসেনা, সিএপিএফের জওয়ানরা ৷ এই অনুষ্ঠানে এখনও পর্যন্ত দেশের বৃহত্তম ড্রোন শো হবে ৷ তাতে 3 হাজার 500 টি ভারতে নির্মিত ড্রোন উড়বে রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলসের আকাশে ৷
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্য বিশিষ্টরা ৷ যাঁরা এই অনুষ্ঠান সামনাসামনি দেখতে পাবেন না, তাঁরা অবশ্য দূরদর্শনের ন্যাশনাল ইউটিউব চ্যানেলে বিটিং রিট্রিট সেরিমনি অনুষ্ঠান দেখতে পাবেন ৷ আর যাঁরা বিজয় চৌকে এই অনুষ্ঠান দেখতে চান, তাঁদের আগেভাগে টিকিট বুক করতে হবে ৷ এর কাছাকাছি শিবাজি স্টেডিয়াম, জনপথ, উদ্যোগ ভবন মেট্রো স্টেশন থাকায় বিজয় চৌকে পৌঁছনো সহজ হবে ৷
আজকের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ ৷ শুক্রবার সকালে তিনি সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ দেখেন ৷ প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বাসভবন রাইসিনা হিলসে চায়ের আমন্ত্রণে 'অ্যাট হোম'-এ অংশ নেন ৷
আরও পড়ুন: