ETV Bharat / bharat

অশান্তিতে ভেঙেছিল ইভিএম, সোমবার ফের ভোট মণিপুরের 11 বুথে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: মণিপুরের 11টি বুথে আবারও ভোট হবে, ঘোষণা নির্বাচন কমিশনের ৷

Lok Sabha Election in Manipur
মণিপুরে ফের ভোট
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 11:40 AM IST

Updated : Apr 21, 2024, 12:56 PM IST

ইম্ফল, 21 এপ্রিল: ফের ভোট হবে মণিপুরে ৷ 19 এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এমনকী গুলি চালানো হয় ৷ তাতে ভোটাররা ভয় পেয়ে পালিয়ে যান ৷ আবার রিগিং করা, ইভিএম মেশিন ভাঙচুর করা হয় ৷ এরপর শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন, 22 এপ্রিল, আগামিকাল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ তবে নির্বাচন কমিশন প্রথম দফায় মণিপুরের ভোটগ্রহণ বাতিল করেছে ৷ এরপর পুনর্নির্বাচনের দিন ঘোষণা হল ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিন খুরাই বিধানসভার অন্তর্গত মৈরাংকাম্পু সাজিব এবং থংগাম লেইকাই বুথে, খেত্রিগাওয়ের 4টি বুথে এবং থংজুর একটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এই এলাকাগুলি পূর্ব ইম্ফল জেলার অন্তর্গত ৷ এছাড়া পশ্চিম ইম্ফল জেলার উরিপকে 3টি বুথে এবং কোনথৌজ্যামের একটি বুথে ঝামেলা হয় ৷ 19 এপ্রিল দেশজুড়ে 102টি আসনে ভোট হয় ৷ এদিন মণিপুরের ইনার মণিপুর এবং আউটার মণিপুরেও ভোট ছিল ৷

শুক্রবার ভোট কেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ গুলি চালানোর ঘটনার পর তিন জনই একটি চার চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে গোলাবারুদ-সহ একটি পয়েন্ট 32 পিস্তল এবং নগদ 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷ শুক্রবার মণিপুরে দুটি লোকসভা কেন্দ্রে 68 শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. ইম্ফলে ভোটকেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 3
  2. ফের অশান্ত মণিপুর, চুরাচন্দপুরে এসপি'র কার্যালয়ে তাণ্ডব! বন্ধ ইন্টারনেট পরিষেবা

ইম্ফল, 21 এপ্রিল: ফের ভোট হবে মণিপুরে ৷ 19 এপ্রিল মণিপুরের কয়েকটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এমনকী গুলি চালানো হয় ৷ তাতে ভোটাররা ভয় পেয়ে পালিয়ে যান ৷ আবার রিগিং করা, ইভিএম মেশিন ভাঙচুর করা হয় ৷ এরপর শনিবার মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ঘোষণা করেছেন, 22 এপ্রিল, আগামিকাল ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের 11টি বুথে পুনর্নির্বাচন হবে ৷ তবে নির্বাচন কমিশন প্রথম দফায় মণিপুরের ভোটগ্রহণ বাতিল করেছে ৷ এরপর পুনর্নির্বাচনের দিন ঘোষণা হল ৷ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোটের দিন খুরাই বিধানসভার অন্তর্গত মৈরাংকাম্পু সাজিব এবং থংগাম লেইকাই বুথে, খেত্রিগাওয়ের 4টি বুথে এবং থংজুর একটি বুথে অশান্তির ঘটনা ঘটে ৷ এই এলাকাগুলি পূর্ব ইম্ফল জেলার অন্তর্গত ৷ এছাড়া পশ্চিম ইম্ফল জেলার উরিপকে 3টি বুথে এবং কোনথৌজ্যামের একটি বুথে ঝামেলা হয় ৷ 19 এপ্রিল দেশজুড়ে 102টি আসনে ভোট হয় ৷ এদিন মণিপুরের ইনার মণিপুর এবং আউটার মণিপুরেও ভোট ছিল ৷

শুক্রবার ভোট কেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছিল বলে জানা গিয়েছে ৷ গুলি চালানোর ঘটনার পর তিন জনই একটি চার চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ৷ ওইদিন সন্ধ্যায় ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে গোলাবারুদ-সহ একটি পয়েন্ট 32 পিস্তল এবং নগদ 15 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক ৷ শুক্রবার মণিপুরে দুটি লোকসভা কেন্দ্রে 68 শতাংশেরও বেশি ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন:

  1. ইম্ফলে ভোটকেন্দ্রের বাইরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার 3
  2. ফের অশান্ত মণিপুর, চুরাচন্দপুরে এসপি'র কার্যালয়ে তাণ্ডব! বন্ধ ইন্টারনেট পরিষেবা
Last Updated : Apr 21, 2024, 12:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.