ETV Bharat / bharat

জয়সলমেরের কাছে ভেঙে পড়ল বায়ুসেনার চালকবিহীন এয়ারক্রাফ্ট - IAF Aircraft Accident - IAF AIRCRAFT ACCIDENT

Jaisalmer IAF Aircraft Crash: জয়সলমীরে ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ তবে তাতে কোনও মানুষ ছিল না ৷

Indian Air Force Remotely Piloted Aircraft Crash
বায়ুসেনার চালকবিহীন বিমান ভেঙে পড়ল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 11:33 AM IST

Updated : Apr 25, 2024, 12:40 PM IST

জয়পুর, 25 এপ্রিল: ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়সলমেরে এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ওই এয়ারক্রাফ্টটিতে কোনও পাইলট ছিল না ৷ এটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট ৷ কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অকুস্থলের দূরত্ব জয়সলমীর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা ৷

বায়ুসেনার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, বায়ুসেনার একটি চালকবিহীন এয়ারক্রাফ্টের দুর্ঘটনা ঘটেছে ৷ সেটি রুটিন প্রশিক্ষণে ছিল ৷ জয়সলমেরের কাছে রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্টটি ভেঙে পড়ে ৷ তবে এই ঘটনায় কোনও সম্পত্তি ক্ষয়ক্ষতি বা কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে এর তদন্ত করতে একটি দল গঠন করা হয়েছে ৷ কেন এই দুর্ঘটনা ঘটল, কোর্ট অফ এনকোয়ারিতে তা জানা যাবে ৷

এর আগে 1 মার্চ যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে চক্কর কেটে নেমে আসে যুদ্ধবিমান ৷ দক্ষতা প্রদর্শনে আকাশে ওড়াউড়িতে অভ্যস্ত ভারতীয় বায়ুসেনার বিমানটি ৷ তবে তার তাল কাটে প্রযুক্তির ত্রুটিতে ৷ যুদ্ধবিমানের দুই পাইলট জরুরি অবতরণ করতে চেয়েছিলেন ৷ তবে প্রায় 40 মিনিট ধরে মাঝ আকাশেই চক্কর কাটে যুদ্ধবিমানটি ৷ শেষে তা অবতরণ করে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে ৷

এবছরেরই জানুয়ারি মাসে রানওয়েতে বিমানের চাকা পিছলে কমপক্ষে 8 জন আহত হওয়ার ঘটনা ঘটে ৷ 23 জানুয়ারি সকাল 10.20 মিনিটে দুর্ঘটনাটি ঘটে মিজোরামের আইজলের লেঙ্গপুই বিমানবন্দরে ৷ সরকারি সূত্রের খবর, ভারতের মিজোরাম থেকে মায়ানমারের 92 জন সেনাকে বিমানে নিতে যেতে এসেছিল দেশের বায়ুসেনার এয়ারক্রাফ্টটি ৷ তবে ওড়ার সময় বিমানটির চাকা লেঙ্গপুই টারম্যাকে পিছলে যায় এবং সেই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বিমানটি দু'টি টুকরো হয়ে যায় ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ ৷

আরও পড়ুন:

  1. মিজোরামে ভেঙে দু'টুকরো মায়ানমারের সেনা-বিমান, আহত 8 যাত্রী
  2. যান্ত্রিক ত্রুটি, 40 মিনিট আকাশে চক্কর কেটে নিরাপদে অবতরণ বায়ুসেনার বিমানের

জয়পুর, 25 এপ্রিল: ভেঙে পড়ল বায়ুসেনার এয়ারক্রাফ্ট ৷ বৃহস্পতিবার সকালে রাজস্থানের জয়সলমেরে এই দুর্ঘটনা ঘটে ৷ তবে ওই এয়ারক্রাফ্টটিতে কোনও পাইলট ছিল না ৷ এটি রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট ৷ কারও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি ৷ অকুস্থলের দূরত্ব জয়সলমীর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত ৷ খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছন বায়ুসেনার আধিকারিকরা ৷

বায়ুসেনার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, বায়ুসেনার একটি চালকবিহীন এয়ারক্রাফ্টের দুর্ঘটনা ঘটেছে ৷ সেটি রুটিন প্রশিক্ষণে ছিল ৷ জয়সলমেরের কাছে রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্টটি ভেঙে পড়ে ৷ তবে এই ঘটনায় কোনও সম্পত্তি ক্ষয়ক্ষতি বা কারও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে এর তদন্ত করতে একটি দল গঠন করা হয়েছে ৷ কেন এই দুর্ঘটনা ঘটল, কোর্ট অফ এনকোয়ারিতে তা জানা যাবে ৷

এর আগে 1 মার্চ যান্ত্রিক ত্রুটির কারণে আকাশে চক্কর কেটে নেমে আসে যুদ্ধবিমান ৷ দক্ষতা প্রদর্শনে আকাশে ওড়াউড়িতে অভ্যস্ত ভারতীয় বায়ুসেনার বিমানটি ৷ তবে তার তাল কাটে প্রযুক্তির ত্রুটিতে ৷ যুদ্ধবিমানের দুই পাইলট জরুরি অবতরণ করতে চেয়েছিলেন ৷ তবে প্রায় 40 মিনিট ধরে মাঝ আকাশেই চক্কর কাটে যুদ্ধবিমানটি ৷ শেষে তা অবতরণ করে হায়দরাবাদের বেগমপেট বিমানবন্দরে ৷

এবছরেরই জানুয়ারি মাসে রানওয়েতে বিমানের চাকা পিছলে কমপক্ষে 8 জন আহত হওয়ার ঘটনা ঘটে ৷ 23 জানুয়ারি সকাল 10.20 মিনিটে দুর্ঘটনাটি ঘটে মিজোরামের আইজলের লেঙ্গপুই বিমানবন্দরে ৷ সরকারি সূত্রের খবর, ভারতের মিজোরাম থেকে মায়ানমারের 92 জন সেনাকে বিমানে নিতে যেতে এসেছিল দেশের বায়ুসেনার এয়ারক্রাফ্টটি ৷ তবে ওড়ার সময় বিমানটির চাকা লেঙ্গপুই টারম্যাকে পিছলে যায় এবং সেই ধাক্কার অভিঘাত এতটাই ছিল যে বিমানটি দু'টি টুকরো হয়ে যায় ৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ ৷

আরও পড়ুন:

  1. মিজোরামে ভেঙে দু'টুকরো মায়ানমারের সেনা-বিমান, আহত 8 যাত্রী
  2. যান্ত্রিক ত্রুটি, 40 মিনিট আকাশে চক্কর কেটে নিরাপদে অবতরণ বায়ুসেনার বিমানের
Last Updated : Apr 25, 2024, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.