ETV Bharat / bharat

আদানিদের সুপ্রিম-স্বস্তি ! হাইকোর্টের নির্দেশে জারি স্থগিতাদেশ - Adani Port - ADANI PORT

Adani Gets Relief: প্রায় দু'দশক আগে আদানি গোষ্ঠীকে 231 একর আবাদি জমি দিয়েছিল গুজরাত সরকার ৷ সেই জমি ফিরে পেতে জনস্বার্থ মামলা করেছিলেন এলাকার বাসিন্দারা ৷ গুজরাত হাইকোর্ট সেই জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ তবে সুপ্রিম কোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ জারি করল ৷

Adani Group
স্বস্তি পেল আদানি গোষ্ঠী (ছবি সৌজন্য়: শিল্পপতি গৌতম আদানির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 10, 2024, 7:41 PM IST

নয়াদিল্লি, 10 জুলাই: সুপ্রিম স্বস্তি পেল আদানি গোষ্ঠী ৷ বুধবার গুজরাত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ গুজরাতের কুচে মুন্দ্রা বন্দরের কাছে আবাদি 108 হেক্টর জমি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট ৷ সেই নির্দেশের উপরই জারি হল নিষেধাজ্ঞা ।

2005 সালে 231 একর আবাদি জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল ৷ গত 5 জুলাই গুজরাত হাইকোর্ট এই 108 হেক্টর জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করে আদানি বন্দর কর্তৃপক্ষ ৷ এদিন সেই মামলায় আদানি বন্দর কর্তৃপক্ষ এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট ৷ সওয়াল-জবাব পর্বে আদালতে আদানিদের পক্ষে জানানো হয় বিচারের স্বার্থে এই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা উচিত ৷

এদিন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, নোটিশ দিয়ে ওই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হবে ৷ আদানি গোষ্ঠীর পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি শীর্ষ আদালতে জানান, আদানিদদের কোনও কথা বলার সুযোগই দেওয়া হয়নি ৷ তার আগেই হাইকোর্ট তার নির্দেশ দিয়ে দিয়েছে ৷

এই মামলার সূত্রপাত একদশক আগে ৷ গুজরাত সরকার 231 একর আবাদি জমি আদানি বন্দর এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড বা এপিএসইজেডকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ এর বিরুদ্ধে নবিনাল গ্রামের বাসিন্দারা একটি জনস্বার্থ মামলা দায়ের করে ৷ এই বিপুল পরিমাণ জমি গবাদি পশুর জন্য ব্যবহার করা হত ৷ রাজ্য সরকার হাইকোর্টে জানিয়েছিল, 2005 সালে আদানি গোষ্ঠীকে দেওয়া 108 হেক্টর জমি তারা ফিরিয়ে নেবে ৷

নয়াদিল্লি, 10 জুলাই: সুপ্রিম স্বস্তি পেল আদানি গোষ্ঠী ৷ বুধবার গুজরাত হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট ৷ গুজরাতের কুচে মুন্দ্রা বন্দরের কাছে আবাদি 108 হেক্টর জমি ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল গুজরাত হাইকোর্ট ৷ সেই নির্দেশের উপরই জারি হল নিষেধাজ্ঞা ।

2005 সালে 231 একর আবাদি জমি আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল ৷ গত 5 জুলাই গুজরাত হাইকোর্ট এই 108 হেক্টর জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ এই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা করে আদানি বন্দর কর্তৃপক্ষ ৷ এদিন সেই মামলায় আদানি বন্দর কর্তৃপক্ষ এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট ৷ সওয়াল-জবাব পর্বে আদালতে আদানিদের পক্ষে জানানো হয় বিচারের স্বার্থে এই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা উচিত ৷

এদিন বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, নোটিশ দিয়ে ওই রায়ের উপর স্থগিতাদেশ জারি করা হবে ৷ আদানি গোষ্ঠীর পক্ষে প্রবীণ আইনজীবী মুকুল রোহতাগি শীর্ষ আদালতে জানান, আদানিদদের কোনও কথা বলার সুযোগই দেওয়া হয়নি ৷ তার আগেই হাইকোর্ট তার নির্দেশ দিয়ে দিয়েছে ৷

এই মামলার সূত্রপাত একদশক আগে ৷ গুজরাত সরকার 231 একর আবাদি জমি আদানি বন্দর এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড বা এপিএসইজেডকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ৷ এর বিরুদ্ধে নবিনাল গ্রামের বাসিন্দারা একটি জনস্বার্থ মামলা দায়ের করে ৷ এই বিপুল পরিমাণ জমি গবাদি পশুর জন্য ব্যবহার করা হত ৷ রাজ্য সরকার হাইকোর্টে জানিয়েছিল, 2005 সালে আদানি গোষ্ঠীকে দেওয়া 108 হেক্টর জমি তারা ফিরিয়ে নেবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.