নয়াদিল্লি, 29 জুন: সাইবার আক্রমণ নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই সমস্ত ব্যাংককে সতর্ক করে দিয়েছে ৷ এই নিয়ে গত 24 জুন আরবিআই-এর তরফে সতর্কতামূক একটি নির্দেশিকাও জারি করা হয় ৷ সেখানে বলা হয়, "সম্ভাব্য সাইবার আক্রমণের বিষয়ে বিশ্বাসযোগ্য সূত্র থেকে কিছু তথ্য পাওয়া গিয়েছে ৷ এর থেকে বাঁচতে নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷
দেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে ডিজিটাল ব্যাংকিং ৷ ব্যাংকগুলিকে সন্দেহজনক কার্যকলাপ সনাক্ত করতে নেটওয়ার্ক কার্যক্রম এবং সার্ভার লগগুলিকে ক্রমাগত পর্যবেক্ষণ করতে হবে ৷ একই সঙ্গে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে হবে ।
বিভিন্ন ব্যাংক এখন একাধিক ডিজিটাল পেমেন্ট সিস্টেমের সুবিধা দেয় ৷ এর মধ্যে রয়েছে ইউপিআই, এনইএফটি, আরটিজিএস ও সুইফট (আন্তর্জাতিক তহবিল স্থানান্তরের জন্য)৷ এছাড়াও কার্ডে পেমেন্ট করা যায় ৷ সেই জন্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলি এই পেমেন্ট সিস্টেমগুলি ও অন্যান্য লেনদেনের পদ্ধতিগুলিকে সুরক্ষিত করতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে ৷
এই বছরের শুরুতে আরবিআই-এর তরফে দেওয়া একটি প্রতিবেদনে জানানো হয় যে দেশের 2023 সালের জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে আর্থিক ক্ষেত্র 13 লক্ষের বেশি সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছে । অন্যান্য বিষয়গুলির মধ্যে, প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স (এআই) ব্যবহার করা হয়েছে । পরিষেবা দেওয়ার নামে সাইবার আক্রমণ বেশি হয় ৷
ওই রিপোর্টে আরও জানানো হয় যে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃসংযোগ, তৃতীয় পক্ষের পরিষেবা প্রদানকারীদের উপর সাধারণ এবং উচ্চমাত্রার নির্ভরতা, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) এবং নিত্যনতুন প্রযুক্তি গ্রহণের কারণেও সাইবার আক্রমণের শিকার বানানো সহজ হচ্ছে ৷ সাইবার আক্রমণের ঝুঁকি আগের থেকে বৃদ্ধি পেয়েছে ৷