মুম্বই, 9 অক্টোবর: শিল্পপতি রতন টাটার শারীরিক অবস্থার অবনতি ৷ বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে তাঁর ৷
হঠাৎ করেই অবস্থার অবনতি হওয়ায় রতন টাটাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ৷ মাত্র দু'দিন আগে নিজেই টুইট করে জানিয়েছিলেন যে, তিনি ফিট রয়েছেন । তবে তাঁর অবস্থা এখন গুরুতর ৷ আইসিইউতে রাখা হয়েছে বিখ্যাত এই শিল্পপতিকে ৷
টাটা গ্রুপের ওয়েবসাইট অনুসারে, রতন টাটা 1991 থেকে 28 ডিসেম্বর, 2012 সালে অবসর নেওয়া পর্যন্ত টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন । 29 ডিসেম্বর, 2012 থেকে তাঁকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান ইমেরিটাস সম্মানসূচক উপাধি দেওয়া হয় ।
1962 সালে টাটা স্টিল বিভাগের সঙ্গে তিনি কর্মজীবন শুরু করেন ৷ 9 বছর পর তিনি ন্যাশনাল রেডিয়ো অ্যান্ড ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের ডিরেক্টর-ইন-চার্জ হিসেবে নিযুক্ত হন । 1977 সালে, তিনি টাটা গ্রুপের মধ্যে একটি সংগ্রামী টেক্সটাইল মিল এমপ্রেস মিলসে স্থানান্তরিত হন । কিন্তু তাঁর পরিকল্পনা অন্যান্য টাটা নির্বাহীদের দ্বারা প্রত্যাখ্যান করায় মিলটি বন্ধ হয়ে যায় । 1991 সালে টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন জেআরডি টাটা এবং রতন টাটাকে তাঁর উত্তরসূরি হিসেবে নামকরণ করেন ।
তিনি সংগঠনটি প্রসারিত করেন ৷ টাটা ন্যানো এবং টাটা ইন্ডিকা গাড়ির ধারণা ও নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । রতন টাটা 21 বছরের চেয়ারম্যান থাকাকালীন, রাজস্ব 40 গুণের বেশি এবং লাভ 50 গুণেরও বেশি বেড়েছে ।
তিনি টাটা ট্রাস্টের চেয়ারম্যান, যেগুলি ভারতের প্রাচীনতম, অসাম্প্রদায়িক জনহিতকর সংস্থা যা সম্প্রদায়ের উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে । তিনি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের কাউন্সিল অফ ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং কর্নেল ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া-এর ট্রাস্টি বোর্ডেও কাজ করেন ।