ETV Bharat / bharat

9 রাজ্য ও দুই কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল বদলের বিজ্ঞপ্তি রাষ্ট্রপতি ভবনের - President Order to Change Governors - PRESIDENT ORDER TO CHANGE GOVERNORS

President's Order to Change Governors: একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল ও উপ-রাজ্যপাল পদে রদবদল করল রাষ্ট্রপতি ভবন ৷ আজ সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ যেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশে মোট নয়টি রাজ্যে রাজ্যপাল পরিবর্তন ও বদল করা হয়েছে ৷ সঙ্গে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল পদেও বদল হয়েছে ৷

Rashtrapati Bhavan
রাষ্ট্রপতি ভবন (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 28, 2024, 6:43 PM IST

নয়াদিল্লি, 28 জুলাই: রাজ্যপাল ও উপরাজ্যপাল বদলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশিকা জারি করল রাষ্ট্রপতি ভবন ৷ যে নির্দেশিকায় ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান-সহ মোট 9টি রাজ্যের রাজ্যপাল পদে নতুন নিয়োগ ও রদবদল করা হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নয়া উপ-রাজ্যপাল এবং চণ্ডিগড়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে ৷

রাষ্ট্রপতি ভবনের নির্দেশিকা অনুযায়ী, ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এখন থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ আর ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডিগড়ের প্রশাসক বানওয়ারিলাল পুরোহিতের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর জায়গায় পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডিগড়ের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে গুলাব চন্দ কাটারিয়াকে ৷

উল্লেখ্য, গুলাব চন্দ কাটারিয়া অসমের রাজ্যপাল পদে ছিলেন ৷ তাঁর জায়গায় অসমের নয়া রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য ৷ তিনি সিকিমের রাজ্যপাল ছিলেন ৷ লক্ষ্মণ প্রসাদ আচার্য অসমের পাশাপাশি মণিপুরের রাজ্যপাল হিসেবে বাড়তি দায়িত্ব সামলাবেন ৷ সিকিমের রাজ্যপাল হয়েছেন ওম প্রকাশ মাথুর ৷ তেলাঙ্গানার রাজ্যপাল করা হয়েছে জিষ্ণু দেব বর্মাকে ৷ ছত্তিশগড়ের নয়া রাজ্যপাল হলেন, রমেন ডেকা ৷ রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন হরিবাবু কৃষ্ণরাও বাগড়ে ৷

উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির উপ-রাজ্যপাল করা হয়েছে কে কৈলাসনাথনকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ৷ প্রাক্তন এই আইএএস-কে এবার পুদুচেরির উপ-রাজ্যপাল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে এই নির্দেশিকায় জানানো হয়েছে, যেদিন থেকে সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা রাজ্যপাল ও উপ-রাজ্যপাল পদের দায়িত্বভার গ্রহণ করবেন, সেদিন থেকে তাঁদের কার্যকাল শুরু হবে ৷

নয়াদিল্লি, 28 জুলাই: রাজ্যপাল ও উপরাজ্যপাল বদলের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নির্দেশিকা জারি করল রাষ্ট্রপতি ভবন ৷ যে নির্দেশিকায় ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান-সহ মোট 9টি রাজ্যের রাজ্যপাল পদে নতুন নিয়োগ ও রদবদল করা হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নয়া উপ-রাজ্যপাল এবং চণ্ডিগড়ে প্রশাসক নিয়োগ করা হয়েছে ৷

রাষ্ট্রপতি ভবনের নির্দেশিকা অনুযায়ী, ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণ এখন থেকে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করবেন ৷ আর ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ কুমার গাংওয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ অন্যদিকে, পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডিগড়ের প্রশাসক বানওয়ারিলাল পুরোহিতের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ তাঁর জায়গায় পঞ্জাবের রাজ্যপাল ও চণ্ডিগড়ের প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে গুলাব চন্দ কাটারিয়াকে ৷

উল্লেখ্য, গুলাব চন্দ কাটারিয়া অসমের রাজ্যপাল পদে ছিলেন ৷ তাঁর জায়গায় অসমের নয়া রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য ৷ তিনি সিকিমের রাজ্যপাল ছিলেন ৷ লক্ষ্মণ প্রসাদ আচার্য অসমের পাশাপাশি মণিপুরের রাজ্যপাল হিসেবে বাড়তি দায়িত্ব সামলাবেন ৷ সিকিমের রাজ্যপাল হয়েছেন ওম প্রকাশ মাথুর ৷ তেলাঙ্গানার রাজ্যপাল করা হয়েছে জিষ্ণু দেব বর্মাকে ৷ ছত্তিশগড়ের নয়া রাজ্যপাল হলেন, রমেন ডেকা ৷ রাজস্থানের রাজ্যপালের দায়িত্ব পেয়েছেন হরিবাবু কৃষ্ণরাও বাগড়ে ৷

উল্লেখ্য, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির উপ-রাজ্যপাল করা হয়েছে কে কৈলাসনাথনকে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন ৷ প্রাক্তন এই আইএএস-কে এবার পুদুচেরির উপ-রাজ্যপাল করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ রাষ্ট্রপতি ভবনের তরফে এই নির্দেশিকায় জানানো হয়েছে, যেদিন থেকে সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা রাজ্যপাল ও উপ-রাজ্যপাল পদের দায়িত্বভার গ্রহণ করবেন, সেদিন থেকে তাঁদের কার্যকাল শুরু হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.