ETV Bharat / bharat

মন্দিরের উদ্বোধনের সঙ্গে রাম রাজ্যের সূচনা হল, মন্তব্য যোগী আদিত্যনাথের - যোগী আদিত্যনাথ

Uttar Pradesh CM Yogi Adityanath: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যাকে বিশ্বের মানচিত্রে জায়গা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ তিনি জানিয়েছেন যে দেশের প্রতিটি গ্রাম ও শহর হল 'অযোধ্যা ধাম' ৷ আজ 'গর্বের দিন' ৷ আজ 'রাম রাজ্যের' সূচনা হল ।

Yogi Adityanath
Yogi Adityanath
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 4:25 PM IST

অযোধ্যা, 22 জানুয়ারি: জন্মস্থানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাম রাজ্যের সূচনা হল ৷ এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর তিনি এই কথা বলেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, দেশের প্রতিটি গ্রাম এবং প্রতিটি শহর এখন অযোধ্যা ধামে পরিণত হয়েছে ৷

এ দিন নবনির্মিত রাম মন্দিরে নির্ধারিত সময়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ সেখানে প্রধান যজমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরো অনুষ্ঠানের গর্ভগৃহে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথও ৷ পুজোর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাম মন্দিরের সামনে এক অনুষ্ঠান হয় ৷ সেখানে ভাষণ দেওয়ার সময়ই হাজার হাজার অতিথিদের সামনে এই কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, "আমি আমার অনুভূতি প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না । আমি আবেগে আপ্লুত এবং আমি নিশ্চিত যে আপনারা সবাই একই রকম অনুভব করছেন । আজ, এই শুভ মুহূর্তে প্রতিটি শহর ও প্রতিটি গ্রাম অযোধ্যা ধাম এবং দেশের প্রতিটি রাস্তা আজ সেই দিকে নিয়ে যাচ্ছে, যেদিকে অযোধ্যা ৷"

এখানেই না থেমে তিনি আরও বলেন, "প্রত্যেকের মনে ভগবান রাম আছেন এবং প্রত্যেকের চোখ আনন্দ ও সন্তুষ্টির অশ্রুতে ভরে গিয়েছে । এটি ভারতের জন্য একটি গর্বের দিন । এটি রাম রাজ্যের সূচনা । মনে হচ্ছে আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি ।" যোগী আদিত্যনাথ একই সঙ্গে রাম মন্দির তৈরির দীর্ঘ লড়াইয়ের কথা উল্লেখ করেন ৷ আদিত্যনাথ বলেন, "শ্রী রাম জন্মভূমি সম্ভবত প্রথম অনন্য দৃষ্টান্ত, যেখানে তাদের নিজের দেশে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশকে তাদের নিজের দেবতার জন্মস্থানে মন্দির নির্মাণের জন্য এতগুলিস্তরে লড়াই করতে হয়েছিল ।"

তিনি আরও জানান, অযোধ্যা থেকে এখন শুধু ভগবান রামের নাম শোনা যাবে ৷ আর এই শহরের রাস্তায় গুলির শব্দ শোনা যাবে না ৷ আর কারফিউ জারি করতে হবে না ৷ এখন থেকে শুধু দীপোৎসব ও রামোৎসব হবে ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথ মনে করেন, দেশের এই প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান যে রামমন্দিরের উদ্বোধনের মুহূর্তের সাক্ষী রইল ৷ প্রতিটি সনাতন বিশ্বাসীর জীবনে ধর্ম পালনের পথ প্রশস্ত হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিকাঠামোগত কাজ, যোগাযোগের উন্নতি ও ভগবান রামের শহরে গৃহীত অন্যান্য উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে অযোধ্যার উন্নয়নের জন্য ডাবল-ইঞ্জিন সরকারের প্রশংসা করেন ।

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  3. রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের

অযোধ্যা, 22 জানুয়ারি: জন্মস্থানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাম রাজ্যের সূচনা হল ৷ এমনটাই মনে করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর তিনি এই কথা বলেছেন ৷ একই সঙ্গে জানিয়েছেন, দেশের প্রতিটি গ্রাম এবং প্রতিটি শহর এখন অযোধ্যা ধামে পরিণত হয়েছে ৷

এ দিন নবনির্মিত রাম মন্দিরে নির্ধারিত সময়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ সেখানে প্রধান যজমান হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরো অনুষ্ঠানের গর্ভগৃহে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথও ৷ পুজোর প্রক্রিয়া শেষ হওয়ার পর রাম মন্দিরের সামনে এক অনুষ্ঠান হয় ৷ সেখানে ভাষণ দেওয়ার সময়ই হাজার হাজার অতিথিদের সামনে এই কথা বলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ৷

তিনি বলেন, "আমি আমার অনুভূতি প্রকাশ করার মতো শব্দ খুঁজে পাচ্ছি না । আমি আবেগে আপ্লুত এবং আমি নিশ্চিত যে আপনারা সবাই একই রকম অনুভব করছেন । আজ, এই শুভ মুহূর্তে প্রতিটি শহর ও প্রতিটি গ্রাম অযোধ্যা ধাম এবং দেশের প্রতিটি রাস্তা আজ সেই দিকে নিয়ে যাচ্ছে, যেদিকে অযোধ্যা ৷"

এখানেই না থেমে তিনি আরও বলেন, "প্রত্যেকের মনে ভগবান রাম আছেন এবং প্রত্যেকের চোখ আনন্দ ও সন্তুষ্টির অশ্রুতে ভরে গিয়েছে । এটি ভারতের জন্য একটি গর্বের দিন । এটি রাম রাজ্যের সূচনা । মনে হচ্ছে আমরা ত্রেতাযুগে প্রবেশ করেছি ।" যোগী আদিত্যনাথ একই সঙ্গে রাম মন্দির তৈরির দীর্ঘ লড়াইয়ের কথা উল্লেখ করেন ৷ আদিত্যনাথ বলেন, "শ্রী রাম জন্মভূমি সম্ভবত প্রথম অনন্য দৃষ্টান্ত, যেখানে তাদের নিজের দেশে সমাজের সংখ্যাগরিষ্ঠ অংশকে তাদের নিজের দেবতার জন্মস্থানে মন্দির নির্মাণের জন্য এতগুলিস্তরে লড়াই করতে হয়েছিল ।"

তিনি আরও জানান, অযোধ্যা থেকে এখন শুধু ভগবান রামের নাম শোনা যাবে ৷ আর এই শহরের রাস্তায় গুলির শব্দ শোনা যাবে না ৷ আর কারফিউ জারি করতে হবে না ৷ এখন থেকে শুধু দীপোৎসব ও রামোৎসব হবে ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথ মনে করেন, দেশের এই প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান যে রামমন্দিরের উদ্বোধনের মুহূর্তের সাক্ষী রইল ৷ প্রতিটি সনাতন বিশ্বাসীর জীবনে ধর্ম পালনের পথ প্রশস্ত হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে ।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পরিকাঠামোগত কাজ, যোগাযোগের উন্নতি ও ভগবান রামের শহরে গৃহীত অন্যান্য উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে অযোধ্যার উন্নয়নের জন্য ডাবল-ইঞ্জিন সরকারের প্রশংসা করেন ।

আরও পড়ুন:

  1. কয়েকশো বছরের প্রতীক্ষা-ধৈর্য-ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন, বললেন প্রধানমন্ত্রী মোদি
  2. সীতার বাপের বাড়ি ! রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে আলোকিত নেপালের জানকী মন্দির
  3. রাম মন্দিরের উদ্বোধনের মাধ্যমে ভারতবর্ষের পুনর্গঠনের প্রচার পর্ব শুরু, মন্তব্য সঙ্ঘ প্রধানের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.