ETV Bharat / bharat

রাম মন্দিরের ছাদ চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল, ইঞ্জিনিয়রদের ভূমিকায় প্রশ্ন প্রধান পুরোহিতের - Ayodhya Ram Mandir

Ram Mandir: তৈরির মাত্র 6 মাসের মধ্য়ে রামমন্দিরের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে বৃষ্টির জল ৷ বর্ষার প্রথম বৃষ্টিতেই নাজেহাল মন্দিরের কর্মীরা ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 10:55 PM IST

Updated : Jun 24, 2024, 11:07 PM IST

Ram Mandir
রাম মন্দির (ইটিভি ভারত)

অযোধ্যা, 24 জুন: রাম মন্দিরের নির্মাণ থেকে উদ্বোধন পর্ব ঘিরে উৎসবে মেতেছিল দেশ ৷ নির্বাচনের মাস কয়েক আগে জানুয়ারির 22 তারিখ উদ্বোধন হয়েছিল মন্দিরের ৷ তার 6 মাসের মধ্যেই মন্দিরের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে বলে খবর ৷ ঘটনায় ইঞ্জিনিয়রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ৷

জানা গিয়েছে, বর্ষার প্রথম বৃষ্টিতে মন্দিরে ছাদের একটি অংশে জল জমেছে ৷ আর সেখান থেকেই জল পড়ছে ৷ স্বভাবতই নিত্য পুজো থেকে শুরু করে মন্দিরের অন্য কাজ করতে সমস্যায় পড়ছেন পুরোহিত থেকে শুরু করে কর্মীরা ৷ প্রধান পুরোহিত বলেছেন, 'দেশের সেরা ইঞ্জিনিয়ররা এই মন্দির নির্মাণের কাজ করেছেন ৷ তারপরও এভাবে জল পড়ার ঘটনা আমাদের অবাক করেছে ৷ আমি বুঝতেই পারছি না এত বড় বড় ইঞ্জিনয়ররা এমন একটি আন্তর্জাতিক মানের মন্দির তৈরি করলেন, অথচ তার মধ্যে জল আসে কীভাবে?'

সত্যেন্দ্র দাস আরও জানান, তাঁর কাছে এই গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক ৷ ঠিক যেখান দিয়ে ভিভিআইপিরা মন্দিরে প্রবেশ করেন সেখান থেকেই জল পড়ছে স্বভাবতই এই ঘটনা অস্বস্তি আরও বাড়িয়েছে মন্দির কমিটির ৷ সোমবার সকালে মন্দিরের সকলে লক্ষ্য করেন বেশ খানিকটা জল জমে রয়েছে ৷ পরে তা ধীরে ধীরে পড়তে শুরু করে ৷

নির্বাচনের জিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাম মন্দির নির্মাণ নিয়ে সক্রিয় ভূমিকা নিতে থাকে বিজেপি। 2019 সালের 7 নভেম্বর সুপ্রিম কোর্ট মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। এরপর দ্রুত সেই কাজ শুরু হয়। রামলালার মন্দির তৈরি হতে লেগে যায় প্রায় পাঁচ বছর। এসে যায় আরও একটি লোকসভা নির্বাচন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। তবে এবারে একা সরকার গড়তে পারেনি বিজেপি। সাহায্য নিতে হয়েছে শরিকরদের।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করেছিলেন লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে বাড়তি সুবিধা দেবে। লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্য কিছুটা হলেও অন্য কথা বলছে। খোদ অযোধ্যায় হারতে হয়েছে বিজেপিকে। ফইজাবাদ আসনে বিজেপিকে হারিয়েছে আখিলেশ যাদবের দল। এমনই পরিস্থিতিতে রাম মন্দিরে বর্ষার জল প্রবেশ নতুন করে তরজা সৃষ্টি করেছে। পরিস্থিতি শেষমেশ কোন দিকে যায় সেটাই এখন দেখার।

অযোধ্যা, 24 জুন: রাম মন্দিরের নির্মাণ থেকে উদ্বোধন পর্ব ঘিরে উৎসবে মেতেছিল দেশ ৷ নির্বাচনের মাস কয়েক আগে জানুয়ারির 22 তারিখ উদ্বোধন হয়েছিল মন্দিরের ৷ তার 6 মাসের মধ্যেই মন্দিরের ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে বলে খবর ৷ ঘটনায় ইঞ্জিনিয়রদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস ৷

জানা গিয়েছে, বর্ষার প্রথম বৃষ্টিতে মন্দিরে ছাদের একটি অংশে জল জমেছে ৷ আর সেখান থেকেই জল পড়ছে ৷ স্বভাবতই নিত্য পুজো থেকে শুরু করে মন্দিরের অন্য কাজ করতে সমস্যায় পড়ছেন পুরোহিত থেকে শুরু করে কর্মীরা ৷ প্রধান পুরোহিত বলেছেন, 'দেশের সেরা ইঞ্জিনিয়ররা এই মন্দির নির্মাণের কাজ করেছেন ৷ তারপরও এভাবে জল পড়ার ঘটনা আমাদের অবাক করেছে ৷ আমি বুঝতেই পারছি না এত বড় বড় ইঞ্জিনয়ররা এমন একটি আন্তর্জাতিক মানের মন্দির তৈরি করলেন, অথচ তার মধ্যে জল আসে কীভাবে?'

সত্যেন্দ্র দাস আরও জানান, তাঁর কাছে এই গোটা বিষয়টি দুর্ভাগ্যজনক ৷ ঠিক যেখান দিয়ে ভিভিআইপিরা মন্দিরে প্রবেশ করেন সেখান থেকেই জল পড়ছে স্বভাবতই এই ঘটনা অস্বস্তি আরও বাড়িয়েছে মন্দির কমিটির ৷ সোমবার সকালে মন্দিরের সকলে লক্ষ্য করেন বেশ খানিকটা জল জমে রয়েছে ৷ পরে তা ধীরে ধীরে পড়তে শুরু করে ৷

নির্বাচনের জিতে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই রাম মন্দির নির্মাণ নিয়ে সক্রিয় ভূমিকা নিতে থাকে বিজেপি। 2019 সালের 7 নভেম্বর সুপ্রিম কোর্ট মন্দির নির্মাণের পক্ষে রায় দেয়। এরপর দ্রুত সেই কাজ শুরু হয়। রামলালার মন্দির তৈরি হতে লেগে যায় প্রায় পাঁচ বছর। এসে যায় আরও একটি লোকসভা নির্বাচন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদি। তবে এবারে একা সরকার গড়তে পারেনি বিজেপি। সাহায্য নিতে হয়েছে শরিকরদের।

রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করেছিলেন লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে রাম মন্দিরের উদ্বোধন বিজেপিকে বাড়তি সুবিধা দেবে। লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্য কিছুটা হলেও অন্য কথা বলছে। খোদ অযোধ্যায় হারতে হয়েছে বিজেপিকে। ফইজাবাদ আসনে বিজেপিকে হারিয়েছে আখিলেশ যাদবের দল। এমনই পরিস্থিতিতে রাম মন্দিরে বর্ষার জল প্রবেশ নতুন করে তরজা সৃষ্টি করেছে। পরিস্থিতি শেষমেশ কোন দিকে যায় সেটাই এখন দেখার।

Last Updated : Jun 24, 2024, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.