চেন্নাই, 28 ফেব্রুয়ারি: প্রয়াত সান্থান ৷ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধি হত্যায় দোষী সাব্যস্ত হয়েছিল সে ৷ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয় ৷ 2022 সালে সুপ্রিম কোর্ট তাকে মুক্তি দেয় ৷ বুধবার সকাল 7.50 মিনিটে চেন্নাইয়ে রাজীব গান্ধি হাসপাতালে তার মৃত্যু হয় ৷ যকৃতের সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিল ৷ সরকারি সূত্রের খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে ৷
সান্থান ওরফে টি সুথেনদিরারাজা (55) শ্রীলঙ্কার নাগরিক ৷ 1991 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে হত্যার ঘটনায় জড়িত ছিল সান্থান ৷ রাজীব গান্ধি হত্যা মামলায় 2022 সালে সুপ্রিম কোর্ট যে সাত জনকে মুক্তি দিয়েছিল, তাদের মধ্যে অন্যতম সান্থান ৷ 20 বছরেরও বেশি সময় কারাবাসে থাকার পর তাদের মুক্তি দেওয়া হয় ৷
রাজীব গান্ধি গভর্নমেন্ট জেনারেল হাসপাতালের ডিন ই থেরানিরাজন জানান, বুধবার ভোররাত 4টের সময় হৃদরোগে আক্রান্ত হয় সান্থান ৷ তবে সিপিআর এবং অক্সিজেন দেওয়া হয় ৷ পাশাপাশি ভেন্টিলেটরেও রাখা হয় ৷ তবে চিকিৎসায় কোনও সাড়া দিচ্ছিল না সান্থান ৷ এরপর এদিন সকাল 7.50 মিনিটে সান্থানের মৃত্যু হয় ৷ তার যকৃৎজনিত সমস্যার চিকিৎসা চলছিল ৷ সান্থানের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ তার দেহ শ্রীলঙ্কায় পাঠানোর আইনি ব্যবস্থাও করা হচ্ছে ৷
2022 সালে মুক্তি পাওয়ার পর সান্থানকে তিরুচিরাপল্লিতে একটি বিশেষ ক্যাম্পে রাখা হয় ৷ তবে যকৃৎজনিত সমস্যায় ভুগছিল সে ৷ 27 জানুয়ারি যকৃত বিকল হয়ে যাওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়, জানিয়েছেন ডিন ৷
আরও পড়ুন: