ETV Bharat / bharat

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনা! ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত 4 শিশু-সহ 13 - ROAD ACCIDENT

Rajgarh Road Accident: বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল 13 জনের ৷ গুরুতর আহত 16 জন ৷ নিহতদের মধ্যে 4 জন শিশুও রয়েছে ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড়ে ৷

Rajgarh Road Accident
ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু 13 জনের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 3, 2024, 6:47 AM IST

Updated : Jun 3, 2024, 12:33 PM IST

রাজগড়, 3 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশের রাজগড়ে ৷ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল 13 জনের ৷ গুরুতর আহত হয়েছেন 16 জন ৷ নিহতদের মধ্যে 4 জন শিশুও রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ চিকিৎসার জন্য আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয় । দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 30 জন বরযাত্রীকে নিয়ে রাজস্থান থেকে রাজগড়ের কুলামপুরে যাচ্ছিল একটি ট্রাক্টর-ট্রলি ৷ বরযাত্রীর সকলেই রাজস্থানের মতিপুর গ্রামের জাওয়ার থানা এলাকার বাসিন্দা ৷ রাজগড়ের পিপলোদি ফাঁড়ির কাছে ঘটে বিপত্তি ৷ ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 শিশু-সহ 13 জনের ৷ এই ঘটনায় গুরুতর জখম 16 জনকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ৷ আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোপালে রেফার করা হয়েছে ৷ ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজগড়ের জেলা শাসক এবং এসপি ৷

ঘটনাপ্রসঙ্গে জেলাশাসক হর্ষ দীক্ষিত বলেন, "রাজস্থান থেকে বরযাত্রী নিয়ে আসছিল ট্রলিটি ৷ রাজগড় ও রাজস্থানের সীমান্তের কাছে উল্টে যায় সেটি ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 13 জনের ৷ এই মুহূর্তে জেলা হাসপাতালে 16 জনের চিকিৎসা চলছে ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ভোপালে রেফার করা হয়েছে ৷"

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন প্রতিমন্ত্রী নারায়ণ সিং পানওয়ার ৷ যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালের প্রশংসা করেন তিনি ৷ সেই সঙ্গে আহতদের পরিবারকে প্রশাসনের তরফ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি ৷

রাজগড়, 3 জুন: ভয়াবহ পথ দুর্ঘটনা মধ্যপ্রদেশের রাজগড়ে ৷ বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ট্রাক্টর-ট্রলি উল্টে মৃত্যু হল 13 জনের ৷ গুরুতর আহত হয়েছেন 16 জন ৷ নিহতদের মধ্যে 4 জন শিশুও রয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ চিকিৎসার জন্য আহতদের দ্রুত হাসপাতালে ভরতি করা হয় । দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য 30 জন বরযাত্রীকে নিয়ে রাজস্থান থেকে রাজগড়ের কুলামপুরে যাচ্ছিল একটি ট্রাক্টর-ট্রলি ৷ বরযাত্রীর সকলেই রাজস্থানের মতিপুর গ্রামের জাওয়ার থানা এলাকার বাসিন্দা ৷ রাজগড়ের পিপলোদি ফাঁড়ির কাছে ঘটে বিপত্তি ৷ ট্রলি উল্টে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 শিশু-সহ 13 জনের ৷ এই ঘটনায় গুরুতর জখম 16 জনকে নিয়ে যাওয়া হয় জেলা হাসপাতালে ৷ আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ভোপালে রেফার করা হয়েছে ৷ ভয়াবহ এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজগড়ের জেলা শাসক এবং এসপি ৷

ঘটনাপ্রসঙ্গে জেলাশাসক হর্ষ দীক্ষিত বলেন, "রাজস্থান থেকে বরযাত্রী নিয়ে আসছিল ট্রলিটি ৷ রাজগড় ও রাজস্থানের সীমান্তের কাছে উল্টে যায় সেটি ৷ ঘটনাস্থলে মৃত্যু হয় 13 জনের ৷ এই মুহূর্তে জেলা হাসপাতালে 16 জনের চিকিৎসা চলছে ৷ দু'জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ভোপালে রেফার করা হয়েছে ৷"

ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন প্রতিমন্ত্রী নারায়ণ সিং পানওয়ার ৷ যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালের প্রশংসা করেন তিনি ৷ সেই সঙ্গে আহতদের পরিবারকে প্রশাসনের তরফ থেকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন ৷ নিহতদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি ৷

Last Updated : Jun 3, 2024, 12:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.