ETV Bharat / bharat

'জোর করে আর ধর্ম পরিবর্তন করা যাবে না', রাজস্থানের মন্ত্রিসভায় পাশ হল বিল

ধর্ম পরিবর্তন নিয়ে আরও কড়া পদক্ষেপ রাজস্থান সরকারের ৷ এই প্রবণতা বন্ধ করতে এবার আইন আনতে চলেছে ভজনলাল শর্মার নেতৃত্বে বিজেপি সরকার ৷

FORCEFUL RELIGIOUS CONVERSION
রাজস্থান মন্ত্রিসভার বৈঠক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

জয়পুর, 1 ডিসেম্বর: ধর্ম পরিবর্তনের বিষয়ে কড়া পদক্ষেপ করল রাজস্থান সরকার ৷ রাজ্যের মন্ত্রিসভায় পাশ হল 'জোর করে ধর্মান্তর' বিরোধী বিল ৷ আগামী বিধানসভা অধিবেশনে বিলটিকে আইনে রূপান্তরিত করতে আলোচনা করা হবে ৷ শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী জগারাম প্যাটেল ৷

তিনি জানান, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয় ৷ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে ৷ ধর্মান্তর বিরোধী বিলটি নিয়ে দীর্ঘ আলোচনার পর সকল মন্ত্রিসভার সদস্যদের সম্মতিতে পাশ হয় বিলটি ৷ বিল অনুযায়ী, ধর্মান্তর বিরোধী সরকারি নির্দেশ অমান্য করলে ব্যক্তির 10 বছর পর্যন্ত জেলও হতে পারে বলে জানান সংসদ বিষয়ক মন্ত্রী ৷

'জোর করে ধর্ম পরিবর্তন' বিলটিতে কী বলা রয়েছে ?

বিলটিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি ধর্ম পরিবর্তন করতে চাইলে, তাঁকে অন্তত 60 দিন আগে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হবে ৷ এরপর সেই আবেদন খতিয়ে দেখা হবে ৷ ম্যাজিস্ট্রেট দেখবেন ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে ব্যক্তিকে জোর করা হচ্ছে কি না, তারপর আবেদনে স্বীকৃতি দেবেন তিনি ৷

জয়রাম প্যাটেল বলেন, "এই আইনের আওতায় দোষীদের জামিন অযোগ্য ধারায় শাস্তি দেওয়া হবে ৷ কোনও ব্যক্তি বা সংস্থা এই আইন অমান্য করলে তার 10 বছর পর্যন্ত জেলও হতে পারে ৷" উল্লেখ্য, রাজস্থানের আগে আরও 5টি রাজ্যে জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনা হয়েছে ৷ তালিকায় রয়েছে, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ ৷ 2022 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিমাচলে লাগু করা হয় এই আইন ৷

রাজ্যের শিল্প ও অর্থনৈতিক উন্নতির স্বার্থে এদিন মন্ত্রিসভার বৈঠকে 9টি নীতিতে অনুমোদন দেওয়া হয়েছে ৷ বৈঠকে একটি নতুন এমএসএমই নীতি, এক জেলা এক পণ্য নীতি, পর্যটন নীতি, খনি নীতি, এম-স্যান্ড নীতি এবং বিনিয়োগ প্রচার প্রকল্প-সহ ন'টি নীতির অনুমোদন দেওয়া হয়েছে ।

পড়ুন: মোদির উপস্থিতিতে মহারাষ্ট্রে নয়া মুখ্যমন্ত্রীর শপথ 5 ডিসেম্বর, জানিয়ে দিল বিজেপি

জয়পুর, 1 ডিসেম্বর: ধর্ম পরিবর্তনের বিষয়ে কড়া পদক্ষেপ করল রাজস্থান সরকার ৷ রাজ্যের মন্ত্রিসভায় পাশ হল 'জোর করে ধর্মান্তর' বিরোধী বিল ৷ আগামী বিধানসভা অধিবেশনে বিলটিকে আইনে রূপান্তরিত করতে আলোচনা করা হবে ৷ শনিবার মন্ত্রিসভার বৈঠকের পর জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী জগারাম প্যাটেল ৷

তিনি জানান, মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয় ৷ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে ৷ ধর্মান্তর বিরোধী বিলটি নিয়ে দীর্ঘ আলোচনার পর সকল মন্ত্রিসভার সদস্যদের সম্মতিতে পাশ হয় বিলটি ৷ বিল অনুযায়ী, ধর্মান্তর বিরোধী সরকারি নির্দেশ অমান্য করলে ব্যক্তির 10 বছর পর্যন্ত জেলও হতে পারে বলে জানান সংসদ বিষয়ক মন্ত্রী ৷

'জোর করে ধর্ম পরিবর্তন' বিলটিতে কী বলা রয়েছে ?

বিলটিতে বলা হয়েছে, কোনও ব্যক্তি ধর্ম পরিবর্তন করতে চাইলে, তাঁকে অন্তত 60 দিন আগে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হবে ৷ এরপর সেই আবেদন খতিয়ে দেখা হবে ৷ ম্যাজিস্ট্রেট দেখবেন ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে ব্যক্তিকে জোর করা হচ্ছে কি না, তারপর আবেদনে স্বীকৃতি দেবেন তিনি ৷

জয়রাম প্যাটেল বলেন, "এই আইনের আওতায় দোষীদের জামিন অযোগ্য ধারায় শাস্তি দেওয়া হবে ৷ কোনও ব্যক্তি বা সংস্থা এই আইন অমান্য করলে তার 10 বছর পর্যন্ত জেলও হতে পারে ৷" উল্লেখ্য, রাজস্থানের আগে আরও 5টি রাজ্যে জোর করে ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন আনা হয়েছে ৷ তালিকায় রয়েছে, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ ৷ 2022 সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর হিমাচলে লাগু করা হয় এই আইন ৷

রাজ্যের শিল্প ও অর্থনৈতিক উন্নতির স্বার্থে এদিন মন্ত্রিসভার বৈঠকে 9টি নীতিতে অনুমোদন দেওয়া হয়েছে ৷ বৈঠকে একটি নতুন এমএসএমই নীতি, এক জেলা এক পণ্য নীতি, পর্যটন নীতি, খনি নীতি, এম-স্যান্ড নীতি এবং বিনিয়োগ প্রচার প্রকল্প-সহ ন'টি নীতির অনুমোদন দেওয়া হয়েছে ।

পড়ুন: মোদির উপস্থিতিতে মহারাষ্ট্রে নয়া মুখ্যমন্ত্রীর শপথ 5 ডিসেম্বর, জানিয়ে দিল বিজেপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.