গুয়াহাটি, 1 এপ্রিল: প্রবল ঝড় এবং ভারী বৃষ্টির জেরে রবিবার বিকেলে গুয়াহাটি বিমানবন্দরের ছাদের একাংশ ভেঙে পড়ে ৷ জানা গিয়েছে, ভারী বৃষ্টির জেরে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরে আচমকাই বাইরের ছাদের সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে ৷ যার কারণে হুড়মুড়িয়ে জল ঢুকতে থাকে বিমানবন্দরে ৷ বৃষ্টির দাপটে ব্যস্ত সময়ে বিমানবন্দর প্লাবিত হওয়ার জেরে ব্যহত হয় যাত্রী পরিষেবাও ৷ যদিও ঘটনায় বিমানবন্দরের কোনও যাত্রীর আহত হওয়ার খবর মেলেনি ৷
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির কারণে জল ঢুকে যাওয়ায় বেশ কিছু যন্ত্রাংশ বিকল হয়ে গিয়েছে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরই অবশ্য বিমানবন্দরের কর্মচারীরা দ্রুততার সঙ্গে বিমানবন্দরের ভিতর থেকে জল সরিয়ে দেওয়ার কাজ করে। আইপিএল খেলা গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে পারে। তার আগে গুরুত্বপূর্ণ বিমানবন্দরের এই অবস্থা যে যথেষ্ট উদ্বেগজনক তাও উল্লেখ করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, এই বিমানবন্দরটি উত্তর-পূর্ব ভারতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর। দেশ-বিদেশের হেভিওয়েটরা প্রায়শই যাতায়াত করেন গুয়াহাটির এই বিমানবন্দরে। উল্লেখ্য, এই আন্তর্জাতিক বিমানবন্দরটি পরিচালনা করে আদানি গ্রুপ।
জানা গিয়েছে, ঝড়ের দাপটে বিমানবন্দরের বাইরে অয়েল ইন্ডিয়া কমপ্লেক্সের একটি বড় গাছ উপড়ে যায় ৷ যার জেরে রাস্তাও অবরুদ্ধ হয়ে যায় ৷ মুখ্য এয়ারপোর্ট অফিসার উৎপল বড়ুয়া বলেন, "আমরা সেখানে টার্মিনালে সহজে জ্বালানি সরবরাহের জন্য রাস্তা পরিষ্কার করেছি। এতে আমাদের আধ ঘণ্টার বেশি সময় লেগেছিল ।" একই সঙ্গে তিনি জানান, ঝড়-বৃষ্টির জেরে বিমানবন্দরের ফোরকোর্ট এলাকায় ছাদের একটি অংশ উড়ে গিয়েছে ৷ তাঁর কথায়, "এই অংশটি অনেক পুরানো ছিল ৷ ফলে প্রবল ঝড়ের আঘাত সেটি সহ্য করতে পারেনি। এর কারণে ছাদটি ভেঙে যায় ৷ ফলে বিমানবন্দরের ভিতরে হু-হু করে জল ঢুকতে শুরু করে। তবে কোনও হতাহতের খবর নেই ৷ সবকিছু নিয়ন্ত্রণে আছে ৷"
আরও পড়ুন