ETV Bharat / bharat

ভাইয়ের মতো পাশে থেকে মণিপুরের সমস্যা সমাধান করবেন, আশ্বাস রাহুলের - Rahul Gandhi - RAHUL GANDHI

Rahul Gandhi visits relief camps in Manipur: লোকসভা নির্বাচনে জয়ের পর প্রথমবার মণিপুরে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ ঘুরে দেখলেন ত্রান শিবির ৷ মণিপুরের বাসিন্দাদের পাশে থাকার আশ্বাসও দিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ।

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By PTI

Published : Jul 8, 2024, 9:59 PM IST

ইম্ফল, 8 জুলাই: সংসদের ভিতরে ও বাইরে একাধিকবার সরব হওয়ার পর সোমবার মণিপুরের হিংসা কবলিত এলাকায় পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ নির্বাচনের আগেও দু'বার মণিপুরে গিয়েছিলেন রাহুল ৷ এদিন মণিপুরের জিরিবাম ও চুরাচাঁদপুর জেলার ত্রাণশিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা ৷ তাঁর আশ্বাস, তিনি একটি পরিবারের ভাইয়ের ভূমিকায় থেকে মণিপুরের সমস্যার সমাধান করতে চান।

উত্তরপূর্বে জাতিগত হিংসার কারণে ঘরছাড়া একাধিক মানুষ শিবিরে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন ৷ গত বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন 200 জনেরও বেশি মানুষ ৷ লোকসভা নির্বাচনে মণিপুরে দুটো আসনে জয়লাভের পর প্রথমবার সেখানে পা রাখলেন কংগ্রেস নেতা রাহুল ৷ গত বছরের 3 মে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর রাহুল গান্ধি প্রথম মণিপুর সফর করেন। তিনি 2024 সালের জানুয়ারিতে এখান থেকেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেছিলেন।

এদিন রিলিফ ক্যাম্প ঘুরে আসার পর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, "সমস্যা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার আমি এখানে এসেছি ৷ এটা সত্যিই মর্মান্তিক ঘটনা ৷ সত্যি কথা বলতে, আমি আশা করছিলাম এখানে অবস্থার উন্নতি হবে ৷ কিন্তু এখানকার অবস্থা দেখে আমি হতাশ হলাম ৷ ত্রাণ শিবিব গুলিতে শরণার্থীদের যন্ত্রণার কথা শুনলাম ৷ আমি এখানে তাঁদের কথাই শুনতে এসেছি ৷ তাঁদের মধ্যে আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে ৷"

তিনি আরও বলেন, "হিংসা কারও ভালো করতে পারে না ৷ এখানে শান্তির প্রয়োজন ৷ হাজারেরও বেশি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ কতজনের সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে ৷ পরিবারের সদস্যরা খুন হয়েছেন ৷ আমি এই ধরনের ঘটনা ভারতের আর কোথাও দেখিনি ৷ রাজ্য দু'ভাগে ভাগ হয়ে গিয়েছে ৷ মণিপুরবাসীকে বলতে চাই, আমি এখানে এসেছি আপনাদের একজন ভাই হিসাবে ৷ আমি আপনাদের সাহায্য করতে এসেছি ৷ আমি এসেছি আপনাদের সহযোগিতায় মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে ৷ এর জন্য যা করা সম্ভব আমি এবং আমার দল কংগ্রেস তাই করতে প্রস্তুত ৷"

উল্লেখ্য, এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রথমে জিরিবাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হওয়া ত্রাণ শিবির পরিদর্শন করেন। মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশাম মেঘাচন্দ্র সিং জানিয়েছেন, শরণার্থীদের মধ্যে এক কিশোরী রাহুল গান্ধির কাছে অভিযোগ করেছেন ৷ ওই কিশোরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, কেউই তাঁদের সমস্যার কথা জানতে আসেননি ৷ তিনি রাহুল গান্ধির কাছে আবেদন করেছেন, তাঁদের সমস্যার কথা যেন সংসদে তুলে ধরা হয় ৷ রাহুল গান্ধির কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন ৷ জানা গিয়েছে, দিল্লিতে ফেরার আগে ইম্ফলে রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধি ৷

ইম্ফল, 8 জুলাই: সংসদের ভিতরে ও বাইরে একাধিকবার সরব হওয়ার পর সোমবার মণিপুরের হিংসা কবলিত এলাকায় পৌঁছলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ নির্বাচনের আগেও দু'বার মণিপুরে গিয়েছিলেন রাহুল ৷ এদিন মণিপুরের জিরিবাম ও চুরাচাঁদপুর জেলার ত্রাণশিবিরে থাকা শরণার্থীদের সঙ্গে দেখা করলেন কংগ্রেস নেতা ৷ তাঁর আশ্বাস, তিনি একটি পরিবারের ভাইয়ের ভূমিকায় থেকে মণিপুরের সমস্যার সমাধান করতে চান।

উত্তরপূর্বে জাতিগত হিংসার কারণে ঘরছাড়া একাধিক মানুষ শিবিরে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়েছেন ৷ গত বছরের মে মাস থেকে এখনও পর্যন্ত হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছেন 200 জনেরও বেশি মানুষ ৷ লোকসভা নির্বাচনে মণিপুরে দুটো আসনে জয়লাভের পর প্রথমবার সেখানে পা রাখলেন কংগ্রেস নেতা রাহুল ৷ গত বছরের 3 মে মণিপুরে জাতিগত হিংসা শুরু হওয়ার কয়েক সপ্তাহ পর রাহুল গান্ধি প্রথম মণিপুর সফর করেন। তিনি 2024 সালের জানুয়ারিতে এখান থেকেই 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' শুরু করেছিলেন।

এদিন রিলিফ ক্যাম্প ঘুরে আসার পর সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি বলেন, "সমস্যা শুরু হওয়ার পর থেকে এই নিয়ে তৃতীয়বার আমি এখানে এসেছি ৷ এটা সত্যিই মর্মান্তিক ঘটনা ৷ সত্যি কথা বলতে, আমি আশা করছিলাম এখানে অবস্থার উন্নতি হবে ৷ কিন্তু এখানকার অবস্থা দেখে আমি হতাশ হলাম ৷ ত্রাণ শিবিব গুলিতে শরণার্থীদের যন্ত্রণার কথা শুনলাম ৷ আমি এখানে তাঁদের কথাই শুনতে এসেছি ৷ তাঁদের মধ্যে আত্মবিশ্বাস পুনরায় ফিরিয়ে আনতে ৷"

তিনি আরও বলেন, "হিংসা কারও ভালো করতে পারে না ৷ এখানে শান্তির প্রয়োজন ৷ হাজারেরও বেশি সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ৷ কতজনের সম্পত্তি নষ্ট হয়ে গিয়েছে ৷ পরিবারের সদস্যরা খুন হয়েছেন ৷ আমি এই ধরনের ঘটনা ভারতের আর কোথাও দেখিনি ৷ রাজ্য দু'ভাগে ভাগ হয়ে গিয়েছে ৷ মণিপুরবাসীকে বলতে চাই, আমি এখানে এসেছি আপনাদের একজন ভাই হিসাবে ৷ আমি আপনাদের সাহায্য করতে এসেছি ৷ আমি এসেছি আপনাদের সহযোগিতায় মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে ৷ এর জন্য যা করা সম্ভব আমি এবং আমার দল কংগ্রেস তাই করতে প্রস্তুত ৷"

উল্লেখ্য, এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি প্রথমে জিরিবাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তৈরি হওয়া ত্রাণ শিবির পরিদর্শন করেন। মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতি কেইশাম মেঘাচন্দ্র সিং জানিয়েছেন, শরণার্থীদের মধ্যে এক কিশোরী রাহুল গান্ধির কাছে অভিযোগ করেছেন ৷ ওই কিশোরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি- রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, কেউই তাঁদের সমস্যার কথা জানতে আসেননি ৷ তিনি রাহুল গান্ধির কাছে আবেদন করেছেন, তাঁদের সমস্যার কথা যেন সংসদে তুলে ধরা হয় ৷ রাহুল গান্ধির কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরার সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন ৷ জানা গিয়েছে, দিল্লিতে ফেরার আগে ইম্ফলে রাজ্যপাল অনুসুইয়া উইকের সঙ্গেও দেখা করেন রাহুল গান্ধি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.