ETV Bharat / bharat

ওয়েনাড়ে মৃত্যু মিছিল! জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি রাহুলের - Wayanad calamity - WAYANAD CALAMITY

Rahul Gandhi on Wayanad calamity: ওয়েনাড়ের ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন রাহুল গান্ধি ৷ পাশাপাশি তাঁর দাবি, এই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাঁদের আর্থিক সাহায্য করতে হবে ৷

Rahul Gandhi on Wayanad calamity
রাহুল গান্ধি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 7, 2024, 10:09 PM IST

নয়াদিল্লি, 8 অগস্ট: ওয়েনাড়ের ঘটনাকে 'জাতীয় বিপর্যয়' ঘোষণার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ দিন দশেক আগে প্রবল ধস নামে ওয়েনাড়ে ৷ তার জেরে প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ জিরো আওয়ারে কথা বলার সময় রাহুল দাবি করেন, ওয়েনাড়ের ঘটনায় যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের আর্থিক সহয়াতাও দিতে হবে ৷

তাঁর কথায়, "ওই এলাকায় গিয়ে আমি নিজের চোখে দেখেছি, পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ ৷ অনেকের পরিবারের সবাই প্রয়াত হয়েছেন ৷ কোথাও আবার শুধু একজন প্রাণে বেঁচে গিয়েছেন ৷ 200 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ তাছাড়া, বহু মানুষের খোঁজ নেই ৷ সব মিলিয়ে 400 জনের বেশি মানুষ এই ধসের শিকার হয়েছেন ৷ "

অন্যদিকে, বিপর্যয় মোকাবিলায় কেরলের পাশাপাশি কর্ণাটক, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর সরকার যে ভাবে কাজ করেছে তারও প্রশংসা করেছেন রাহুল ৷ একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও বেশ কিছু কেন্দ্রীয় দল যে কাজ করেছে, তারও প্রশংসা শোনা যায় বিরোধী দলনেতার মুখে ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে ভাবে ওয়েনাড়ের পাশে থেকেছে সেটাও অভিভূত করেছে রাহুলকে ৷

এদিকে, ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণ গিয়েছে কমবেশি 344 জনের ৷ এখনও 300-র বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টির জেরে কেরলে নেমে আসে ভয়াবহ ধস ৷ কালপেট্টা, চুরালমালা, মুন্ডাক্কাই-সহ ওয়েনাড়ের বেশ কিছু জায়গা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অন্য অংশ থেকে । গভীর ঘুমে আচ্ছন্ন পাহাড়ি গ্রামগুলিতে সেই মধ্যরাত থেকে ভোরের মধ্যে পর পর আছড়ে পড়ে প্রকৃতির রোষ । শুরু হয় প্রকৃতির তাণ্ডব ৷ তার জেরে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা ৷ ওয়েনাড়ের ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা ৷

নয়াদিল্লি, 8 অগস্ট: ওয়েনাড়ের ঘটনাকে 'জাতীয় বিপর্যয়' ঘোষণার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ দিন দশেক আগে প্রবল ধস নামে ওয়েনাড়ে ৷ তার জেরে প্রাণ গিয়েছে বহু মানুষের ৷ জিরো আওয়ারে কথা বলার সময় রাহুল দাবি করেন, ওয়েনাড়ের ঘটনায় যাঁদের ক্ষতি হয়েছে তাঁদের আর্থিক সহয়াতাও দিতে হবে ৷

তাঁর কথায়, "ওই এলাকায় গিয়ে আমি নিজের চোখে দেখেছি, পরিস্থিতি ঠিক কতটা ভয়াবহ ৷ অনেকের পরিবারের সবাই প্রয়াত হয়েছেন ৷ কোথাও আবার শুধু একজন প্রাণে বেঁচে গিয়েছেন ৷ 200 জনের বেশি মানুষের প্রাণ গিয়েছে ৷ তাছাড়া, বহু মানুষের খোঁজ নেই ৷ সব মিলিয়ে 400 জনের বেশি মানুষ এই ধসের শিকার হয়েছেন ৷ "

অন্যদিকে, বিপর্যয় মোকাবিলায় কেরলের পাশাপাশি কর্ণাটক, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুর সরকার যে ভাবে কাজ করেছে তারও প্রশংসা করেছেন রাহুল ৷ একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও বেশ কিছু কেন্দ্রীয় দল যে কাজ করেছে, তারও প্রশংসা শোনা যায় বিরোধী দলনেতার মুখে ৷ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে ভাবে ওয়েনাড়ের পাশে থেকেছে সেটাও অভিভূত করেছে রাহুলকে ৷

এদিকে, ওয়েনাড় জেলার পাহাড়ি এলাকায় ভয়াবহ ভূমি ধসে প্রাণ গিয়েছে কমবেশি 344 জনের ৷ এখনও 300-র বেশি নিখোঁজ বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টির জেরে কেরলে নেমে আসে ভয়াবহ ধস ৷ কালপেট্টা, চুরালমালা, মুন্ডাক্কাই-সহ ওয়েনাড়ের বেশ কিছু জায়গা কার্যত বিচ্ছিন্ন হয়ে যায় অন্য অংশ থেকে । গভীর ঘুমে আচ্ছন্ন পাহাড়ি গ্রামগুলিতে সেই মধ্যরাত থেকে ভোরের মধ্যে পর পর আছড়ে পড়ে প্রকৃতির রোষ । শুরু হয় প্রকৃতির তাণ্ডব ৷ তার জেরে বাড়তে শুরু করে মৃতের সংখ্যা ৷ ওয়েনাড়ের ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.