ETV Bharat / bharat

'কুর্সি বাঁচানোর বাজেট, কংগ্রেসের ইস্তাহার নকল করেছে', বিজেপি সরকারকে কটাক্ষ রাহুলের - Budget 2024 - BUDGET 2024

Rahul Gandhi Criticizes Budget 2024: টিডিপি ও জেডিইউ শরিকদের মন রেখে তাদের জন্য বাজেট করেছে কেন্দ্রীয় সরকার ৷ আমজনতার কথা ভাবা হয়নি । বাজেট নিয়ে এভাবেই সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

Rahul Gandhi
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি (ছবি সৌজন্য: রাহুল গান্ধির এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 23, 2024, 3:10 PM IST

Updated : Jul 23, 2024, 4:34 PM IST

নয়াদিল্লি, 23 জুলাই: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটকে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শুধু তাই নয়, এই বাজেট কংগ্রেসের 2024 সালের ইস্তাহারকে নকল করে তৈরি হয়েছে বলেও দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল ৷

মঙ্গলবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করেন ৷ এরপর সমালোচনায় সরব হন কংগ্রেস সাংসদ-সহ বিরোধী জোট ৷ এদিন রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট ৷ শরিক দলগুলিকে খুশি রাখার বাজেট ৷ ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মূল্য চোকাতে হবে অন্য রাজ্যগুলিকে ৷ শিল্পপতিদেরও মন রাখা হয়েছে এই বাজেটে ৷ 'AA'-কে সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের জন্য কোনও ছাড়ের কথা নেই এই বাজেটে ৷ কংগ্রেসের ইস্তাহার এবং পূর্ববর্তী বাজেট দেখে তা কপি ও পেস্ট করা হয়েছে ৷"

প্রসঙ্গত, 2024 সালের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি ৷ তাই কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গড়তে বিজেপিকে তেলেগু দেশম পার্টি বা টিডিপি এবং জনতা দল ইউনাইটেড বা জেডি(ইউ)-এর সঙ্গে জোট বাঁধতে হয়েছে ৷ আর এই জোট গঠনের শুরু থেকেই টিডিপি-র চন্দ্রবাবু নাইডু এবং জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার বিশেষ রাজ্যের তকমা ও বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছে ৷

সেই দাবি পূরণে চলতি অর্থবর্ষে অন্ধ্রপ্রদেশের উন্নয়নে অতিরিক্ত 15,000 কোটি টাকার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এছাড়া এই বাজেটে বিহারের জন্য সড়ক যোজনা খাতে 26,000 কোটি এবং বিদ্যুৎ খাতে 21,000 কোটি টাকার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই বাজেট হতাশাজনক ৷ এটা শুধু সরকারের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য ৷ আমরা ন্যূনতম শস্যের সহায়ক মূল্য এবং সারে ভরতুকি নিয়ে কিছু আশা করেছিলাম ৷ সেটা হয়নি ৷ রেলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ৷ রেলের ট্র্যাক বা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও উন্নয়নের কথা ঘোষণা করা হয়নি ৷"

নয়াদিল্লি, 23 জুলাই: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটকে 'কুর্সি বাঁচানোর বাজেট' বলে তীব্র সমালোচনা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ শুধু তাই নয়, এই বাজেট কংগ্রেসের 2024 সালের ইস্তাহারকে নকল করে তৈরি হয়েছে বলেও দাবি করলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল ৷

মঙ্গলবার দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করেন ৷ এরপর সমালোচনায় সরব হন কংগ্রেস সাংসদ-সহ বিরোধী জোট ৷ এদিন রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, "এই বাজেট কুর্সি বাঁচাও বাজেট ৷ শরিক দলগুলিকে খুশি রাখার বাজেট ৷ ফাঁপা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার মূল্য চোকাতে হবে অন্য রাজ্যগুলিকে ৷ শিল্পপতিদেরও মন রাখা হয়েছে এই বাজেটে ৷ 'AA'-কে সুবিধে পাইয়ে দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষের জন্য কোনও ছাড়ের কথা নেই এই বাজেটে ৷ কংগ্রেসের ইস্তাহার এবং পূর্ববর্তী বাজেট দেখে তা কপি ও পেস্ট করা হয়েছে ৷"

প্রসঙ্গত, 2024 সালের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি ভারতীয় জনতা পার্টি ৷ তাই কেন্দ্রে তৃতীয় এনডিএ সরকার গড়তে বিজেপিকে তেলেগু দেশম পার্টি বা টিডিপি এবং জনতা দল ইউনাইটেড বা জেডি(ইউ)-এর সঙ্গে জোট বাঁধতে হয়েছে ৷ আর এই জোট গঠনের শুরু থেকেই টিডিপি-র চন্দ্রবাবু নাইডু এবং জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার বিশেষ রাজ্যের তকমা ও বিশেষ আর্থিক প্যাকেজের দাবি জানিয়েছে ৷

সেই দাবি পূরণে চলতি অর্থবর্ষে অন্ধ্রপ্রদেশের উন্নয়নে অতিরিক্ত 15,000 কোটি টাকার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ এছাড়া এই বাজেটে বিহারের জন্য সড়ক যোজনা খাতে 26,000 কোটি এবং বিদ্যুৎ খাতে 21,000 কোটি টাকার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই বাজেট হতাশাজনক ৷ এটা শুধু সরকারের চেয়ার বাঁচিয়ে রাখার জন্য ৷ আমরা ন্যূনতম শস্যের সহায়ক মূল্য এবং সারে ভরতুকি নিয়ে কিছু আশা করেছিলাম ৷ সেটা হয়নি ৷ রেলে এত ঘন ঘন দুর্ঘটনা ঘটছে ৷ রেলের ট্র্যাক বা যাত্রীদের সুরক্ষা নিয়ে কোনও উন্নয়নের কথা ঘোষণা করা হয়নি ৷"

Last Updated : Jul 23, 2024, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.