নয়াদিল্লি, 1 অক্টোবর: সাংবিধানিক অধিকারের দাবিতে হওয়া পদযাত্রা আটকাল পুলিশ ৷ সোমবার গভীর রাতে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং তাঁর সহযাত্রীদের দিল্লি সীমানায় আটক করে থানায় নিয়ে যায় দিল্লি পুলিশ ৷ এই ঘটনার তীব্র নিন্দা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷
সোশাল মিডিয়ায় রাহুল লেখেন, "সোনম ওয়াংচুকজি এবং একশোরও বেশি লাদাখবাসী শান্তিপূর্ণ মিছিল করছিলেন ৷ পরিবেশের সুরক্ষা এবং সাংবিধানিক অধিকারের দাবিতে তাঁদের এই মিছিল ৷ এটা গ্রহণযোগ্য নয় ৷" কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশিলের অন্তর্ভুক্ত করা হোক ৷ এই দাবিতে পদযাত্রা করে দিল্লি পৌঁছয় প্রায় 120 জন লাদাখবাসী ৷ এই 'দিল্লি চলো পদযাত্রা'র নেতৃত্বে ছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক ৷ কিন্তু তাঁদের এই পদযাত্রা রুখে দেয় পুলিশ ৷ ওয়াংচুক-সহ বাকিদের দিল্লির বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় ৷
The detention of Sonam Wangchuk ji and hundreds of Ladakhis peacefully marching for environmental and constitutional rights is unacceptable.
— Rahul Gandhi (@RahulGandhi) September 30, 2024
Why are elderly citizens being detained at Delhi’s border for standing up for Ladakh’s future?
Modi ji, like with the farmers, this…
এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল, "মোদিজি, কৃষকদের সঙ্গে যেমন হয়েছিল, তেমনই এই চক্রব্যূহটিও ভাঙবে ৷ আর তার সঙ্গে আপনার অহংকারও ৷ লাদাখের কথা আপনাকে শুনতে হবে ৷"
আটক হওয়ার কিছু আগেই সোনম ওয়াংচুক ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁদের পথ রুখে দাঁড়িয়েছে পুলিশ ৷ তিনি ইনস্টাগ্রামে দিল্লি সীমানার একটি ভিডিয়ো শেয়ার করেন ৷ সেখানে দেখা যাচ্ছে সমাজকর্মী ওয়াংচুক পুলিশের সঙ্গে কথা বলছেন ৷
I AM BEING DETAINED...
— Sonam Wangchuk (@Wangchuk66) September 30, 2024
along with 150 padyatris
at Delhi Border, by a police force of 100s some say 1,000.
Many elderly men & women in their 80s and few dozen Army veterans...
Our fate is unknown.
We were on a most peaceful march to Bapu’s Samadhi... in the largest democracy… pic.twitter.com/iPZOJE5uuM
তিনি জানান, দিল্লি এবং হরিয়ানা পুলিশের একাধিক গাড়ি তাঁদের গাড়ির সঙ্গে যাচ্ছিল ৷ প্রথমে তাঁরা ভেবেছিলেন, পুলিশের গাড়িগুলি হয়তো তাঁদের বাসটিকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে ৷ কিন্তু রাজধানীর সীমানায় পৌঁছনোর পরপরই তাঁদের কাছে আটক করার বিষয়টি পরিষ্কার হয়ে যায় ৷ লাদাখের সমাজকর্মী বলেন, "আমরা দিল্লি সীমানায় এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি যে আমাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না ৷ পুলিশের হাতে আমরা আটক ৷ "
সোনম জানান, দিল্লি সীমানায় তাঁদের পথ রুখতে প্রায় 1 হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল ৷ দিল্লির লাদাখ ভবনেও বিশাল সংখ্যায় নিরাপত্তাবাহিনী ছিল ৷ এছাড়া দিল্লির যে অঞ্চলগুলিতে লাদাখের পড়ুয়ারা বসবাস করেন, সেখানেও পুলিশে ছয়লাপ ৷ তিনি বলেন, "মনে হচ্ছে যে, তারা চায় না যে এই পদযাত্রা হোক ৷"
কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে সংবিধানের ষষ্ঠ তপশিলের আওতায় আনার দাবিতে এই মিছিল ৷ গত চার বছর ধরে এই দাবিতে বিক্ষোভ আন্দোলন করছে লাদাখবাসীরা ৷ এই পদযাত্রার আয়োজক লেহ অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্স ৷ সাংবিধানিক দাবি ছাড়া লাদাখে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ, লেহ ও কার্গিল জেলার জন্য পৃথক লোকসভা আসনের দাবিও তুলেছে তারা ৷ সোমবারই দিল্লি পুলিশ মধ্য় দিল্লি এবং সীমানায় পাঁচজন বা তাঁর বেশি জমায়েত, ব্যানার, প্ল্যাকার্ড, অস্ত্র, প্রতিবাদ-বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে ৷ আগামী 6 দিন এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানা গিয়েছ ৷