ETV Bharat / bharat

ইভিএমের সাহায্য ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবন না মোদি, তোপ রাহুলের - Lok Sabha Elections

Rahul Gandhi: 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' সমাপ্তি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র আক্রমণ করলেন ইন্ডিয়া জোটের নেতারা। রাহুলের দাবি, ইভিএম ছাড়া লোকসভা নির্বাচনে জিততেই পারবেন না মোদি।

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 17, 2024, 11:03 PM IST

মুম্বই, 17 মার্চ: সিবিআই-ইডি এবং ইভিএম ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুম্বইয়ের শিবাজি পার্কের 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' সমাপ্তি অনুষ্ঠান থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। একঝাঁক বিরোধী দলের নেতাকে পাশে বসিয়ে বেকারত্ব থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, মহারাষ্ট্রের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বি যাদব-সহ বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পূর্ব ঘোষণা মতোই বাম ও তৃণমূলের কোনও নেতা অনুষ্ঠানে হাজির ছিলেন না।

সভা থেকে রাহুল জানান, সমাজে যেভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে তার থেকে দেশকে মুক্তি দিতে এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো সমস্যার সঙ্গে লড়তেই তিনি দুটি যাত্রার আয়োজন করেন। এরপর কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের নেতার বিজেপিতে যোগ দেওয়ার নিয়েও মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, "এই রাজ্যের (মহারাষ্ট্রের) এক প্রবীণ নেতা কংগ্রেস ছেড়েছেন। আমার মায়ের সামনে কেঁদে বলেছেন, সোনিয়াজি আমার বিজেপির বিরুদ্ধে লড়াই করার শক্তি নেই। আমি গ্রেফতার হতে চাই না। শিবসেনা থেকে শুরু করে এনসিপির নেতারা এমনি এমনি বিজেপিতে যোগ দেননি। তাঁদের ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" নিজের ভাষণে একাধিকবার 'শক্তি' শব্দটির ব্যবহার করেছেন রাহুল। এ প্রসঙ্গে হিন্দুশাস্ত্রেরও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বলেন, "এই শক্তির উপর নির্ভর করেই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব।"

অন্য একটি প্রসঙ্গে তিনি দাবি করেন, ইভিএমের সাহায্য ছাড়া বিজেপি কোনও নির্বাচনেই জিততে পারবে না। এ নিয়ে বলতে গিয়ে ঘুরপথে নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন রাহুল। বলেন, "আমরা বিরোধীরা সর্বত্র ভিভিপ্যাট ব্যবহারের কথা বলেছিলাম। কিন্তু সেই দাবি পূরণ হয়নি।" শরদ পাওয়ার বলেন, "এই মুম্বই থেকেই মহত্মা গান্ধি বলেছিলেন ব্রিটিশ ভারত ছাড়ো। আর আমাদেরও বিজেপির থেকে দেশকে মুক্তি দেওয়ার শপথ নেওয়া উচিত।" অন্যদিকে নিজের ভাষণে বিজেপি কেন রাহুলকে আক্রমণ করে সেই কারণ তুলে ধরেন মেহেবুবা মুফতি। তিনি বলেন,"বিজেপি আপনাকে (রাহুল গান্ধি) এত আক্রমণ করে তার কারণ আপনার গান্ধি পদবিকে ওরা ভয় পায়। আগামিদিনেও ভয় পাবে। আপনাকে এসব অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।"

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের মুখে ফের এক মঞ্চে ইন্ডিয়া জোটের শরিকরা, থাকছে না বাম-তৃণমূল
  2. রবিতে মুম্বই থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের

মুম্বই, 17 মার্চ: সিবিআই-ইডি এবং ইভিএম ছাড়া লোকসভা নির্বাচনে জিততে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুম্বইয়ের শিবাজি পার্কের 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' সমাপ্তি অনুষ্ঠান থেকে এভাবেই প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন রাহুল গান্ধি। একঝাঁক বিরোধী দলের নেতাকে পাশে বসিয়ে বেকারত্ব থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তোপ দাগেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, মহারাষ্ট্রের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরে থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি, বিহারের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তেজস্বি যাদব-সহ বিভিন্ন বিজেপি বিরোধী দলের নেতারা অনুষ্ঠানে অংশ নেন। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পূর্ব ঘোষণা মতোই বাম ও তৃণমূলের কোনও নেতা অনুষ্ঠানে হাজির ছিলেন না।

সভা থেকে রাহুল জানান, সমাজে যেভাবে ঘৃণা ছড়িয়ে দেওয়া হয়েছে তার থেকে দেশকে মুক্তি দিতে এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির মতো সমস্যার সঙ্গে লড়তেই তিনি দুটি যাত্রার আয়োজন করেন। এরপর কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের নেতার বিজেপিতে যোগ দেওয়ার নিয়েও মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, "এই রাজ্যের (মহারাষ্ট্রের) এক প্রবীণ নেতা কংগ্রেস ছেড়েছেন। আমার মায়ের সামনে কেঁদে বলেছেন, সোনিয়াজি আমার বিজেপির বিরুদ্ধে লড়াই করার শক্তি নেই। আমি গ্রেফতার হতে চাই না। শিবসেনা থেকে শুরু করে এনসিপির নেতারা এমনি এমনি বিজেপিতে যোগ দেননি। তাঁদের ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।" নিজের ভাষণে একাধিকবার 'শক্তি' শব্দটির ব্যবহার করেছেন রাহুল। এ প্রসঙ্গে হিন্দুশাস্ত্রেরও উল্লেখ করেন তিনি। পাশাপাশি বলেন, "এই শক্তির উপর নির্ভর করেই আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব।"

অন্য একটি প্রসঙ্গে তিনি দাবি করেন, ইভিএমের সাহায্য ছাড়া বিজেপি কোনও নির্বাচনেই জিততে পারবে না। এ নিয়ে বলতে গিয়ে ঘুরপথে নির্বাচন কমিশনেরও সমালোচনা করেন রাহুল। বলেন, "আমরা বিরোধীরা সর্বত্র ভিভিপ্যাট ব্যবহারের কথা বলেছিলাম। কিন্তু সেই দাবি পূরণ হয়নি।" শরদ পাওয়ার বলেন, "এই মুম্বই থেকেই মহত্মা গান্ধি বলেছিলেন ব্রিটিশ ভারত ছাড়ো। আর আমাদেরও বিজেপির থেকে দেশকে মুক্তি দেওয়ার শপথ নেওয়া উচিত।" অন্যদিকে নিজের ভাষণে বিজেপি কেন রাহুলকে আক্রমণ করে সেই কারণ তুলে ধরেন মেহেবুবা মুফতি। তিনি বলেন,"বিজেপি আপনাকে (রাহুল গান্ধি) এত আক্রমণ করে তার কারণ আপনার গান্ধি পদবিকে ওরা ভয় পায়। আগামিদিনেও ভয় পাবে। আপনাকে এসব অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।"

আরও পড়ুন:

  1. লোকসভা ভোটের মুখে ফের এক মঞ্চে ইন্ডিয়া জোটের শরিকরা, থাকছে না বাম-তৃণমূল
  2. রবিতে মুম্বই থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু 'ইন্ডিয়া' জোটের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.